ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রধান ৩টি উপায়
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় অনেকেই জানতে চেয়েছেন। সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ফেসবুক। এই প্লাটফর্মের মাধ্যমে টাকা আয় করা যায়। তাই অনেকেই কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তা নিয়ে অনেক চিন্তিত আছেন। চিন্তার কোনো কারণ নেই কেননা আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় সহ আমরা কিভাবে ফেসবুকে প্রতিদিন ৫০০ টাকা আয় করা যায়, ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়, ফেসবুক মনিটাইজেশন এর শর্ত সমূহ, ফেসবুক রিলস থেকে আয় করার উপায়, ফেসবুক থেকে কতো টাকা আয় করা যায়, ১০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় ইত্যাদি সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো।
সূচিপত্র: ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রধান ৩টি উপায়
.
আমরা বিভিন্ন উপায়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারি যেমন ফেসবুক পেজ তৈরি করে, ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে, ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ফেসবুক ভিডিও মনিটাইজেশন চালু করে, ফেসবুকে ওয়েবসাইটের আর্টিকেলের লিংক শেয়ার করে। এছাড়াও আপনি ফেসবুকে টিউশনি করে, পেজ এবং কোনো গ্রুপ বিক্রি করে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
ফেসবুক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। এখন আমরা আপনাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করার সেরা তিনটি উপায় সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তা হলো:
1. আপনি শর্ট ভিডিও অর্থাৎ, এক মিনিটের কম সময়ের ভিডিও ফেসবুকে আপলোড করে টাকা আয় করতে পারবেন। যেমন tiktok এর মতো শর্ট ভিডিও তৈরি করা, ফেসবুকের ক্ষেত্রে এটিকে রিলস বলা হয়।
2. আপনি ফেসবুকে বড় বড় ভিডিও অর্থাৎ ফুল লেন্থ ভিডিও গুলো আপলোড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, যেসব ভিডিওর দৈর্ঘ্য সাধারণত ৫ মিনিট ১০ মিনিট অথবা ২০ মিনিট হতে পারে। তবে এর চেয়েও অনেক বড় ভিডিও আপনি চাইলেই আপলোড পারবেন।
3. ফেসবুকে প্রোডাক্ট সেল করে আপনি টাকা আয় করতে পারেন। ফেসবুকের মাধ্যমে ঘরে বসে বর্তমানে বেশিরভাগ মানুষ বিভিন্ন পণ্য ক্রয় করে থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে আপনিও অনলাইনে ব্যবসা শুরু করে দিতে পারেন।
আরও পড়ুন টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
এই তিনটি প্রধান উপায়ে সাধারণত ফেসবুক থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায়। এখন চলুন ফেসবুকে টাকা ইনকাম করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়
আপনি যদি টিকটকের মতো ছোট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। তো শুরুতে আপনাকে আপনার ফেসবুক আইডিতে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তাহলে আপনি Page Create এর অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে একটি পেজ তৈরি করে নিতে পারবেন।
আপনি প্রফেশনাল ভাবে পেজ তৈরি করবেন যাতে দেখতে ভালো লাগে। এরপর আপনার কাজ হলো প্রতিদিন রিলস ভিডিওগুলো আপলোড করা। যেগুলো ভিডিও 9:16 অনুপাতে হয়ে থাকে।
এভাবে রেগুলার আপনাকে ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, তারপর ফেসবুকের কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো পূরণ হয়ে গেলে আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনটি গ্রহণযোগ্য হলে আপনি ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি চাইলে নিজের প্রোফাইল থেকেও রিলস বানিয়ে ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
এক্ষেত্রে আপনাকে আপনার প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর প্রফেশনাল মুড অন করে দিতে হবে। এরপর আপনি আপনার মূল প্রোফাইলে নিয়মিত রিলস ভিডিও আপলোড করে মনিটাইজেশন এর মাধ্যমে আয় করতে পারবেন।
ফেসবুক ভিডিও থেকে টাকা ইনকাম করার উপায়
ফেসবুকের বড় বড় ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি ইনকাম করতে পারেন। অনেকেই ফেসবুকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে পারে না। আপনি যদি প্রফেশনাল ভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে "Meta Business Suite" এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি প্রফেশনাল ভাবে ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবেন। তবে আপনি চাইলে আপনার ফেসবুকের পেজ থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। Meta Business Suite এই অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে সেখানে প্রবেশ করে বিভিন্ন অনুমতি চাইবে সেসব আপনি Allow করে দিবেন। তারপর সেখানে আপনার ফেসবুক পেজ ওপেন হয়ে যাবে।
পেজে আসার পর নিচের দিকে প্লাস আইকন আপনি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি পোস্ট অপশন (যেখানে ছবি আপলোড করতে পারবেন), রিলস (যেখানে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন), মিডিয়া (যেখানে বড় ভিডিও আপলোড করতে পারবেন) অপশন গুলো পেয়ে যাবেন। যেহেতু আপনি বড় ভিডিও আপলোড করবেন সেহেতু মিডিয়া অপশনে ক্লিক করুন।
তারপর আপনার ভিডিও সিলেক্ট করুন, তারপর আপনাকে আপনার ভিডিওর টাইটেল লিখে নিচে Next বাটনে ক্লিক করুন। এরপর "Publish now" অপশন সিলেক্ট করে Next বাটনে ক্লিক করলে ভিডিওটি আপনার পেজে পোস্ট হয়ে যাবে। অনেক সময় পোস্ট হতে দুই এক মিনিট সময় লাগতে পারে। ভিডিও কিভাবে আপলোড করবেন সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করলাম।
কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে ভিডিও তৈরি করবেন বা এডিট করবেন। আপনি আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারেন অথবা যদি আপনার কাছে কোনো ভাল মানের ক্যামেরা থাকে তাহলে সেটিও ব্যবহার করতে পারেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য CapCut অ্যাপটি ব্যবহার করতে পারেন।
এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটি দিয়ে চমৎকার ভাবে ভিডিও এডিটিং করা যায়। এছাড়া আপনি যদি প্রফেশনাল ভাবে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি এডোবি প্রিমিয়ার প্রো (Adobe Premiere Pro) ব্যবহার করতে পারেন।
এছাড়া কম্পিউটার দিয়ে নরমাল ভিডিও এডিট করতে চাইলে আপনি Filmora ভিডিও এডিটর ব্যবহার করতে পারেন। এভাবে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হলো আপনার ইনকাম কিভাবে আসবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো।
ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম ও শর্ত সমূহ
আপনি ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে চাইলে আপনাকে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হবে। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। দৈনিক ভিডিও আপলোড করতে করতে যখন ফেসবুকের যেসব শর্ত গুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশন এর শর্ত সমূহ
- সর্বনিম্ন আপনার পেজে ৫০০০ ফলোয়ার থাকতে হবে।
- ৬০ হাজার মিনিট ওয়াচ-টাইম পূর্ণ করতে হবে।
- কোন প্রকার কমিউনিটি গাইড লাইন ভঙ্গ করা যাবে না।
- আপনি অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন না, অন্যের মিউজিক ব্যবহার করতে পারবেন না।
- শেষ ৩০ দিনে অন্তত আপনাকে ৫টি ভিডিও আপলোড করতে হবে।
এসব শর্ত যখন আপনার পেজে পূরণ হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশন অপশন চালু করতে পারবেন এবং আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তারপর আপনি আপনার যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।
ফেসবুকে প্রতিদিন ৫০০ টাকা আয়
ফেসবুকে ইনকাম করার আরও একটি উপায় রয়েছে তা হলো প্রোডাক্ট সেল করা। এই উপায় আপনি প্রতিদিন ফেসবুক থেকে ৫০০ টাকা আয় করতে পারবেন। প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে Meta Business Suite ওপেন করে নিচের দিকে থাকা প্লাস আইকনে ক্লিক করতে হবে।
আপনি যদি ছবি দিয়ে প্রোডাক্ট সেল করতে চান তাহলে, পোষ্ট অপশন এ ক্লিক করে ছবি আপলোড করে টাইটেল দিয়ে পাবলিশ করে দিবেন। আর যদি ভিডিও আকারে প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনাকে প্রথমে প্রোডাক্ট এর ভিডিও বানিয়ে নিতে হবে এবং আপনার পেজে গিয়ে মিডিয়া অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে।
টাইটেল এ অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলে দিবেন। এখন আপনার পেজে যেসব মানুষজন আছে তারা চাইলে আপনার প্রোডাক্টটি দেখে কিনতে পারে। কিন্তু এই উপায় অবলম্বন করে আপনি খুব বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না।
আরও পড়ুন মোবাইল দিয়ে ফাইবারে কাজ করে ইনকাম
এক্ষেত্রে আপনার পোস্টটি বুস্ট করতে হবে। তাহলে আপনি অনেক মানুষের কাছে সহজেই আপনার পোস্ট পৌঁছাতে পারবেন এবং আপনার টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন। এভাবে আপনি সহজেই ফেসবুক থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করতে পারবেন।
১০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়
ফেসবুকে ১০০০ ভিউ এর জন্য আপনার ১ থেকে ৫ ডলার পর্যন্ত আয় হতে পারে। এক্ষেত্রে আপনার যদি বেশিরভাগ ভিজিটর বাইরের দেশ থেকে আসে তাহলে আপনার ইনকাম আরও বেশি হতে পারে। যেমন আমেরিকার ভিজিটর যদি আপনার ভিডিও গুলো ভিজিট করে তাহলে আপনার ৫ থেকে ১৫ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে।
ফেসবুক থেকে কতো টাকা আয় করা যায়
ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় তা অনেকেরই প্রশ্ন। এটি মূলত আপনার কাজের ধরন এবং সময়ের উপর নির্ভর করবে। আপনি ফেসবুকে প্রোডাক্ট সেল করে দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সহজেই।
এছাড়া ভিডিও কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন অন করতে পারলে প্রাথমিক অবস্থায় আপনার ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম হতে পারে। আপনার পোস্টের সংখ্যা যত বৃদ্ধি পাবে ততো ভিজিটর সংখ্যা বাড়বে এবং এর সাথে ইনকামও ততো বৃদ্ধি পেতে থাকবে। এভাবে এক সময় আপনার প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় হতে থাকবে।
ফেসবুক থেকে যেভাবে বেশি টাকা ইনকাম করবেন
ফেসবুকের মাধ্যমে বেশি ইনকাম করতে চাইলে আপনাকে বুদ্ধিমত্তার সাথে কাজ করে যেতে হবে এবং কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সাধারণত ভিউয়ার এর অবস্থান, বিজ্ঞাপনের মান, আপনার ভিডিও বা পোস্টের ক্যাটেগরি এবং ভিডিওর দৈর্ঘ্যের উপর আপনার ইনকাম নির্ভর করবে। বাহিরের দেশ থেকে ভিজিটর আসলে ইনকাম বেশি হবে।
আপনি যেসব বিজ্ঞাপন প্রদর্শন করবেন সেসব বিজ্ঞাপনে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ইনকাম অনেক বেশি বৃদ্ধি পাবে। সাধারণত টেক রিলেটেড, অনলাইন ইনকাম, ব্যবসা, ফাইন্যান্স এবং লাইফ স্টাইল ইত্যাদি ক্যাটাগরির ভিডিওতে অনেক বেশি আয় হয়।
আপনার ভিডিও যত লম্বা হবে আপনি ততো বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাবেন এবং আপনার ইনকামও অনেক বেশি হবে। এভাবে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা সহজেই ইনকাম করতে পারবেন।
FAQ: ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
1. ফেসবুক থেকে টাকা আয় করার জন্য কোনো কোর্স করা প্রয়োজন?
উত্তর: ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই টাকা আয় করার উপায় সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আপনি ইনকাম করবেন সেসব পদ্ধতি গুলো আপনাকে জানতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। এজন্য কোর্স বা সঠিক গাইডলাইনের প্রয়োজন হবে।
আপনি চাইলে ফ্রিল্যান্সিং শেখায় এমন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কোর্স করতে পারেন আথবা ফ্রিতে ইউটিউবে ভিডিও দেখে সবকিছু শিখে নিতে পারেন।
2. ফেসবুকে ডিজিটাল প্রোডাক্ট কিভাবে সেল করতে পারি?
উত্তর: ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ, কোনো অনলাইন কোর্স, অনলাইনে শিক্ষা প্রদান, কোনো টুলস বিক্রি, ছবি বিক্রি অথবা ই-বুক বিক্রি করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন। এসব ডিজিটাল প্রোডাক্ট আপনি ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে সেল করতে পারেন। অথবা ছবি আকারে পোস্ট দিয়ে পোস্টটি বুস্ট করলে অধিকার হারে সেল করা যায়।
3. ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে পেমেন্ট কিভাবে পেতে পারি?
উত্তর: ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে আয় করে আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। সাধারণত ফেসবুক থেকে ডলার ব্যাংকে গিয়ে টাকায় কনভার্ট হয়ে যাবে এবং আপনি চাইলে বিকাশে বা নগদে পেমেন্ট নিতে পারেন।
আমাদের শেষ কথা
অনলাইনে ফেসবুক থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে তার মধ্যে প্রধান তিনটি উপায় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছি। অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। তবে এর আগে আপনাকে ভালোভাবে দক্ষতা অর্জন করে নিতে হবে। তাহলে আপনি সফলভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আশা করি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। আপনির আরও কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান এবং অনলাইনে টাকা আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url