আমন্ত্রণ পত্র লেখার নিয়ম এবং আমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্রের নমুনা
প্রিয় পাঠক আমরা অনেকেই আমন্ত্রণ পত্র কি, আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সম্পর্কে জানিনা। অথচ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমন্ত্রণ পত্র লিখতে হয়। তাই আজকে আমরা আমন্ত্রণ পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
এছাড়াও আমরা বেশ কিছু আমন্ত্রণ পত্রের নমুনা তুলে ধরব যাতে আপনি সহজেই যে কোনো বিষয়ে আমন্ত্রণ পত্র লিখতে পারেন। আমন্ত্রণ পত্র লেখার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে লিখবেন তা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি পড়ুন।
ভূমিকা
আমন্ত্রণ পত্র সামাজিক অনুষ্ঠানে অতিথিদের আহ্বান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কে আহ্বান করার জন্য ব্যবহার করা হয়। এজন্য আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সঠিকভাবে জানা প্রয়োজন। অতিথিদের সম্মান এবং ভালোবাসা বৃদ্ধির জন্য আমন্ত্রণ পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমন্ত্রণ পত্র কি
আমন্ত্রণ পত্র হল একটি লিখিত চিঠি বা বার্তা। এর সাহায্যে কোনো ব্যক্তিকে বিশেষ কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান করা হয়ে থাকে। অর্থাৎ, আমন্ত্রণ করা হয়।
আমন্ত্রণ পত্রের মাধ্যমে অনুষ্ঠানের মূল বিষয়, স্থান এবং সময় সম্পর্কেও জানানো হয়ে থাকে। যেমন ধরুন আপনার বিবাহ সামনে অনুষ্ঠিত হবে। এজন্য আপনি আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ পত্রের মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য বলতে পারেন।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম গুলো অনেক সহজ। যার কাছে আমন্ত্রণ পত্র পাঠাবেন তার প্রতি সম্মান রেখে সুন্দরভাবে আমন্ত্রণ পত্র লিখতে হবে। এমনভাবে আমন্ত্রণ পত্র লিখতে হবে যাতে পাঠক সহজেই লেখাগুলো বুঝতে পারে।
শুরুতেই আপনাকে অতিথিদেরকে অথবা অতিথিকে সম্বোধন করতে হবে এবং শুভেচ্ছা জানাতে হবে। বড় কোনো স্বনামধন্য ব্যক্তি হলে জনাব/জনাবা বলে সম্বোধন করুন। পত্রের শুরুর দিকেই আপনাকে অনুষ্ঠানের কারণ বা কি উপলক্ষে অনুষ্ঠান তা উল্লেখ করতে হবে। যেমন আপনি লিখতে পারেন যে, সামনে আমার একমাত্র বোনের বিবাহ উপলক্ষে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
এরপর আপনাকে অবশ্যই অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে তা বলতে হবে এবং কোন সময় ও কত তারিখে অনুষ্ঠিত হবে সেগুলো ভালোভাবে লিখে দিতে হবে। বিশেষ কোনো দিকনির্দেশনা থাকলে তা উল্লেখ করুন। যেমন মুসলিম মেয়ে বন্ধুদের অনুষ্ঠানে বোরখা পড়ে আশার উপদেশ নিতে পারেন।
এরকম বিশেষ কোনো নিয়ম-নীতি বজায় রাখতে হলে তা উল্লেখ করবেন। আমন্ত্রণ পত্র লেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উপস্থিতির জন্য অনুরোধ করা। এছাড়া যোগাযোগের ঠিকানা দিতে পারেন। আর সবশেষে সৌজন্যপূর্ণ বিদায় জানাতে হবে।
আমন্ত্রণ পত্র লেখার নিয়ম এবং আমন্ত্রণ পত্রের নমুনা
আপনারা অনেকেই আমন্ত্রণ পত্র অথবা আমন্ত্রণ পত্রের নমুনা সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন। তাই আমরা নিচে কিছু আমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্রের নমুনা দিয়ে দিলাম, এর মাধ্যমে আপনি সহজেই আমন্ত্রণ পত্র লেখার নিয়ম এবং কিভাবে লিখতে হবে তা অনেক সহজেই বুঝতে পারবেন।
বিয়ের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
প্রিয় নজরুল ভাই,
আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আমার একমাত্র ছোট বোনের বিবাহের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। এই বিবাহের অনুষ্ঠানে আমাদের সকলের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবরা আসবে। আপনি আমাদের পাড়ার বড় ভাই হিসেবে আপনাকেও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত। আশা করি আপনি আমার এই আমন্ত্রণটি রক্ষা করতে ভুলবেন না।
বিনীত তারিখ: ২১ নভেম্বর ২০২৪
পার-নওগাঁ, সরদার-পাড়া
জসীমউদ্দিন এর পক্ষ থেকে
রহমত আলী
নওগাঁ সদর
অনুষ্ঠানের সময়সূচী
- গায়ে হলুদ সকাল ১২ টায়
- বিবাহের সময় বিকেল ৪ টায়
- দোয়া অনুষ্ঠান বিকেল ৫ টায়
সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
জনাব,
আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবস উপলক্ষে আমাদের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় ছাত্রদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম। এছাড়া সভাপতিত্ব করবেন আমাদের প্রতিষ্ঠানের গৌরব জনাব সলিমুল্লাহ খান স্যার। উক্ত অনুষ্ঠানে আপনার মত সম্মানীয় ব্যক্তির উপস্থিতি কামনা করছি।
বিনীত
শরীফ আলম তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৪
গাউসুল আজম ট্রাস্ট
বিডিআর ক্যাম্প, বগুড়া
অনুষ্ঠান শুরু হবে সকাল ১০ টায়
বিদায় অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
সুধী,
আমার শুভেচ্ছা নিও। আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইয়ূম স্যার অবসর নিবেন। তাকে বিদায় দেওয়ার জন্য আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। সেজন্য তুমি যদি আসো তাহলে আমাদের অনুষ্ঠানটি আরও জাঁকজমক ভাবে উদযাপন হবে বলে আশা করি। তুমি একদিন আগে অবশ্যই চলে এসো। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তোমার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
বিনীত
শফিক আহমেদ তারিখ: ২৫/১০/২০২৪
বিদায় উদযাপন পরিষদ
পাবনা জেলা স্কুল, পাবনা
উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
জনাব,
আমার সালাম নিন। আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখে বাজারের মাঝখানের সবচেয়ে বড় আমার দোকানটি উদ্বোধন করতে চলেছি। উদ্বোধন অনুষ্ঠানে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের মহল্লার ইমাম সাহেব উপস্থিত থাকবেন। আমার এই ছোট অনুষ্ঠানে উপস্থিত হলে আমি অনেক খুশি হব। আপনার উপস্থিতি কামনা করে বিদায় জানাচ্ছি।
বিনীত
রাসেল আলী তারিখ: ২৯/১২/২০২৪
আহবায়ক
সাহেব বাজার কল্যাণ সমিতি
সাহেব বাজার, বরিশাল
অনুষ্ঠানের সময়
- অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা
- দোয়া অনুষ্ঠিত হবে সকাল ১০ টা
- তোবারক বিতরণ সাড়ে ১০ টা
ক্রিকেট খেলার আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
রফিক,
আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা নিও। আগামী ৭ জানুয়ারি ২০২৫ তারিখে বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। প্রথম ম্যাচেই নওগাঁ বনাম বগুড়া মুখোমুখি হবে। তুমি বলেছিলে খেলা শুরু হওয়ার কয়েকদিন আগে তোমাকে যেন আমি একটা আমন্ত্রণ পত্র পাঠাই। এজন্য তোমার নিকট একটি আমন্ত্রণ পত্র পাঠালাম, তুমি খেলা শুরু হওয়ার ১ ঘণ্টা আগেই স্টেডিয়ামে চলে আসবে। অবশ্যই তোমার ছোট ভাই সৌমিক কে সাথে আনতে ভুলবে না।
বিনীত
নাফিস সরদার তারিখ: ২/১/২০২৫
আদমদিঘী, বগুড়া
বগুড়া জেলা খেলা সমিতি
খেলার সময়সূচী
- খেলা শুরু বিকালে ৫ টা
মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
পেরকের নাম এবং ঠিকানা:
মোহাম্মদ আব্দুল কাইয়ূম
পার-নওগাঁ দক্ষিণ পাড়া আলিয়া মাদ্রাসা
নওগাঁ সদর
১২/২৬/২০২৪
প্রিয় আবদুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের নতুন পার-নওগাঁ দক্ষিণ পাড়া আলিয়া মাদ্রাসা এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রিত করা হলো। আপনাকে পেলে আমরা অনেক খুশি হব। তাই যথাসময়ে চলে আসার চেষ্টা করবেন। কেননা আমাদের মাদ্রাসার জন্য আপনার দোয়া কল্যাণজনক।
আমাদের অনুষ্ঠানের সময় সূচি:
- অনুষ্ঠান শুরু: ১/২৭/২০২৫, সকাল ১০ টায়।
- স্থান: মাদ্রাসার মাঠ।
- দোয়া অনুষ্ঠানের সময়: সকাল ১২টা।
ধন্যবাদান্তে,
আব্দুল কাইয়ূম
পার-নওগাঁ দক্ষিণ পাড়া আলিয়া মাদ্রাসা
যোগাযোগের ঠিকানা: +8801755024319
প্রধান অতিথিকে আমন্ত্রণ পত্র
প্রিয় শহীদুল স্যার,
শুরুতেই আমার সালাম নিবেন। প্রিয় স্যার আশা করি আপনি ভালো আছেন। আমরাও আল্লাহর দয়ায় ভালো আছি। আমাদের এলাকায় আগামী জুন মাসের দশ তারিখে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনাকে প্রধান অতিথির দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং আমাদের কাছে যথাসময়ে ফিরে আসবেন। আশা করি আপনি আসলে সকলেই খুশি হবে। তাই আমরা আপনার অপেক্ষায় থাকলাম।
ওয়াজ মাহফিলের সময়সূচী:
- সন্ধ্যা ৬:০০ হতে রাত ১১:০০ মিনিট পর্যন্ত
- স্থান: নওগাঁ নওজোয়ান মাঠ
- দোয়া মাহফিল শুরু হবে ১১:২০ মিনিট
ধন্যবাদান্তে,
মোঃ পলাশ
নওগাঁ উপজেলা মুক্তির মোড়
মোবাইল নাম্বার: +8801611055742
২৬ শে মার্চ উপলক্ষে আমন্ত্রণ পত্র
১১ মার্চ ২০২৫
প্রিয় হিমেল,
আসসালামু আলাইকুম তুমি কেমন আছ? আশাকরি ঠিক আছো। আমিও ঠিক আছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমন্ত্রণ পত্রটি পাঠালাম। আগামী ২৬ শে বিজয় দিবস, আর মাত্র কয়েকটি দিন বাকি। সকলকে শহীদদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি।
আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক এবং শিক্ষিকারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান খান। এছাড়া আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন যা আমাদের বিদ্যালয়ের জন্য অনেক সম্মানের।
এই অনুষ্ঠানে আশা করি তুমি উপস্থিত থাকবে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। তোমার উপস্থিতি কামনা করছি।
বিনীত
সাইবা ইসলাম
সানরাইজ উচ্চ বিদ্যালয়
বরিশাল
অনুষ্ঠানের সময়:
র্যালি সকাল ৭টা
অনুষ্ঠান শুরু সকাল ৮টা
দোয়া মাহফিল সকাল ৯ টা
সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০টা
FAQ: আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. আমন্ত্রণ পত্র কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট ব্যক্তিদেরকে কোনো অনুষ্ঠানে আসতে বলার জন্য যে লিখিত চিঠি পাঠানো হয় তাকে মূলত আমন্ত্রণ পত্র বলা হয়। এটি সাধারণ কাগজ এর চিঠি অথবা কার্ড হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এটি নির্দিষ্ট নিয়ম মেনে লেখা হয়।
২. আমন্ত্রণ পত্র লেখার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত?
উত্তর: আমন্ত্রণ পত্র লেখার সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখা উচিত তা হল:
- ভাষা যেন সহজ সরল ও সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- অবশ্যই অনুষ্ঠানের স্থান তারিখ এবং সময় উল্লেখ করতে হবে।
- আমন্ত্রণ পত্রটি যেন সংক্ষিপ্ত হয় এবং বিনয়ী ভাষায় লেখা হয় সে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।
৩. আমন্ত্রণ পত্রের শুরুতে এবং শেষে কি কি লিখতে হয়?
উত্তর: আমন্ত্রণ পত্রের শুরুতে সম্ভাষণ ভাষা ব্যবহার করতে হবে যেমন: প্রিয় বন্ধু, জনাব অথবা জনাবা ইত্যাদি। এরপর অনুষ্ঠানের উদ্দেশ্য প্রথম লাইনে লেখা উচিত। আমন্ত্রণ পত্রের শেষে অনুষ্ঠানের সময়সূচি, প্রেরকের নাম, ঠিকানা এবং তারিখ লেখা জরুরী। আমন্ত্রণ পত্রের খামের উপর প্রেরকের মোবাইল নাম্বার লেখাও জরুরী।
আমাদের শেষ কথা: আমন্ত্রণ পত্র লেখার নিয়ম এবং আমন্ত্রণ পত্র আমন্ত্রণ পত্রের নমুনা
আমন্ত্রণ পত্র সুন্দর একটি যোগাযোগের মাধ্যম। একটি ভালো মানের আমন্ত্রণ পত্রের মাধ্যমে অতিথিদের প্রতি ভালবাসা এবং সম্মান দেখানো যায় এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমন্ত্রণ পত্র সুন্দরভাবে লেখা খুবই জরুরী। প্রিয় পাঠক, আপনি আশা করি আমন্ত্রণ পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।
আমন্ত্রণ পত্র সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আজকের এই আর্টিকেল আপনার সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই ভালো থাকবেন, ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url