বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আজকে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়ম, বাংলা আর্টিকেলে SEO করার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি বাংলা ভাষায় সুন্দর ভাবে আর্টিকেল লিখবেন তা আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
এছাড়া আমরা আরও আলোচনা করব কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করা যায় সে সম্পর্কে। বর্তমানে বাংলা আর্টিকেল রাইটিং করে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। কিন্তু এর জন্য সঠিক গাইডলাইন, কৌশল এবং পরিশ্রম করা প্রয়োজন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল আপনার অনেক উপকারে আসবে। তাই শেষ পর্যন্ত পড়ুন।

সূচিপত্র: বাংলা আর্টিকেল লেখার নিয়ম

.

বাংলা আর্টিকেল লেখার নিয়ম

বাংলা আর্টিকেল লেখার সঠিক নিয়ম হল প্রথমে আপনাকে বিভিন্ন টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর সেই কিওয়ার্ড বা টপিকের উপর আপনাকে ভালোভাবে সম্পূর্ণ রিসার্চ করে লিখতে হবে। আর পরিশেষে আপনাকে On Page SEO করতে হবে। চলুন এসকল কাজ সহজেই কিভাবে করবেন বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম

সঠিকভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করা অনেকেই জানেন না। সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেগুলোতে প্রতিযোগিতা কম এবং সার্চ ভলিউম অনেক বেশি। চলুন এ বিষয়ে সিক্রেট টিপস গুলো আপনার সাথে শেয়ার করি। আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন কিওয়ার্ডটি ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে।

আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে গিয়ে গুগল সার্চ বার এ লিখুন allintitle: তারপর আপনার কিওয়ার্ড লিখে সার্চ করুন। allintitle: এর সাথে আপনার কিওয়ার্ডের প্রথম শব্দ যেন লাগানো অবস্থায় থাকে।

তারপর সার্চ করলে আপনি দেখতে পাবেন ওই কিওয়ার্ডে কতটি ওয়েবসাইট এ আর্টিকেল লেখা করা হয়েছে। অর্থাৎ, প্রতিযোগিতা কেমন, আপনি কতটা সহজে র‍্যাঙ্ক করাতে পারবেন তা সহজেই আপনি বুঝতে পারবেন।
কিন্তু এখন প্রশ্ন হল কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে? চলুন জেনে নেই। আপনি দুইভাবে বাংলা কিওয়ার্ড সহজেই রিসার্চ করতে পারবেন। ১. বিভিন্ন টুলস ব্যবহার করে এবং ২. গুগলের মাধ্যমে।

১. গুগলের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ: প্রথমে আপনি কোন বিষয়ের উপর লিখবেন তা নির্ধারণ করতে হবে। যেমন ধরুন আপনি অনলাইন ইনকাম সম্পর্কে আর্টিকেল লিখবেন। তাহলে আপনি গুগলে গিয়ে অনলাইনে ইনকাম বা অনলাইনে ইনকাম করার নিয়ম লিখে সার্চ দিন।

একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন "People also search for" লেখা রয়েছে এবং তার নিচে অনলাইন ইনকাম রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন।

এগুলোর মধ্যে যেসব কিওয়ার্ড আকর্ষণীয় এবং সার্চ ভলিউম বেশি সেগুলো আপনি নির্বাচন করবেন। (সার্চ ভলিউম বেশি নাকি কম কিভাবে আপনি জানতে পারবেন তা কিছুক্ষণ পর বলবো) সেসব কিওয়ার্ডে ক্লিক করার পর আবার আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সেই কিওয়ার্ড রিলেটেড আরও অনেক কিওয়ার্ড রয়েছে।

এছাড়া আপনি যে বিষয়ের উপর লেখালেখি করবেন তার মূল শব্দ যদি সার্চ-বারে লিখেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন গুগল আপনাকে অনেক কিওয়ার্ড সাজেস্ট করছে। এভাবে আপনি গুগলের মাধ্যমে সহজেই বাংলা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন।

২. বিভিন্ন টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম: বাংলা কিবোর্ড রিসার্চ করার জন্য অনেক জনপ্রিয় একটি টুলস এর নাম হল Ubersuggest। এটি বাংলা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অনেক কার্যকর একটি টুলস। আপনার কম্পিউটারে এই টুলস এর এক্সটেনশন ডাউনলোড করে নিন। তারপর গুগলে গিয়ে আপনি আপনার বিষয়ের মূল শব্দ সার্চ বারে লিখে সার্চ করুন।

তারপর উবারসাজেস্ট আপনাকে ওই শব্দের উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এই টুলস এর মাধ্যমে আপনি কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত তা সহজেই দেখতে পাবেন। শুধু বাংলাই নয় আপনি ইংরেজি আর্টিকেল এর জন্যেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এই টুলস ব্যবহার করে।

বিভিন্ন তথ্য রিসার্চ করে আর্টিকেল লেখার নিয়ম

আর্টিকেলে অবশ্যই আপনাকে বিস্তারিত ভাবে সঠিক তথ্য গুলো তুলে ধরতে হবে। কিন্তু এই তথ্যগুলো আপনি পাবেন কোথায়? চিন্তার কোনো কারণ নেই কেননা অনেক সহজেই আপনি এই আর্টিকেলটি পড়ার পর সহজেই বিভিন্ন তথ্য রিসার্চ করতে পারবেন। চলুন তাহলে কিভাবে আপনি আর্টিকেল লেখার জন্য তথ্য পাবেন বা রিসার্চ করবেন তা আপনার সাথে শেয়ার করি।

কোনো বিষয়ে আর্টিকেল লেখার আগে অবশ্যই আপনি সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিবেন। আপনি আপনার কিওয়ার্ড দিয়ে প্রথমে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবেন। আপনি শুরুর ১৫ থেকে ২০ টি ওয়েবসাইটের আর্টিকেল পড়ে নিবেন।

তারা কিভাবে লিখেছে এবং কি কি তথ্য দিয়েছে তা ভালোভাবে লক্ষ্য করুন। এরপর আপনি ভালোভাবে ধারণা নিয়ে আর্টিকেল লেখা শুরু করুন। আপনাকে অবশ্যই তাদের চেয়ে আরও ভালোভাবে আর্টিকেল লেখার চেষ্টা করতে হবে, তাদের চেয়ে বেশি বেশি তথ্য দেওয়ার চেষ্টা করতে হবে।
তবে খেয়াল রাখতে হবে তথ্যগুলো যেন সঠিক হয়। অতিরিক্ত তথ্য পেতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, ইত্যাদি ঘাটাঘাটি করতে পারেন।

এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখার নিয়ম

আপনার আর্টিকেল সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য এবং র‍্যাঙ্ক করানোর জন্য এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলের ভেতর এসইও করা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু আমরা অনেকেই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে জানিনা। চলুন তাহলে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নেই।
  • আর্টিকেলের টাইটেলে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ড অর্থাৎ, মেইন কিওয়ার্ডটি রাখতে হবে।
  • আপনার টাইটেল যেন ৬০ ক্যারেক্টার এর বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • আর্টিকেল লেখার শুরুতেই অর্থাৎ, প্রথম লাইনে আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড একবার রাখতে হবে।
  • আপনাকে আর্টিকেলের ভেতর ভূমিকা এবং উপসংহার লিখতে হবে। তবে ভূমিকা এবং উপসংহার কম শব্দের মধ্যে লেখার চেষ্টা করুন, যাতে পাঠকরা বিরক্তবোধ না করে।
  • মূল কিওয়ার্ড নিয়ে আপনাকে বেশি লিখতে হবে যাতে পাঠকরা উপকৃত হয়। এছাড়া মূল কিওয়ার্ড এর প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড যুক্ত করুন।
  • ফোকাস কিওয়ার্ড বা মূল কিওয়ার্ড পুরো পোস্ট জুড়ে ৮ বার লিখুন। পোস্টের শুরুতে সূচিপত্র লেখা জরুরী।
  • আপনাকে অবশ্যই লেভেল বা ক্যাটাগরি, পার্মালিঙ্ক, সার্চ ডিস্ক্রিপশন লিখতে হবে।
  • সবশেষে আপনি চেক করুন আপনার লেখার মধ্যে কোথাও বানান ভুল আছে কিনা।
আপনি আপনার ফোকাস কিওয়ার্ড এর মূল শব্দের উপর ভিত্তি করে লেভেল বা ক্যাটাগরি লিখুন। পার্মালিঙ্ক এর ভেতর ফোকাস কিওয়ার্ড এর মূল শব্দটি লিখুন। পার্মালিঙ্কে একটি অথবা সর্বোচ্চ দুইটি শব্দ লেখার চেষ্টা করুন। ধরুন আপনি ইংরেজি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে একটি আর্টিকেল লিখেছেন, তাহলে আপনি পার্মালিঙ্কে শুধু "আর্টিকেল" বা "ইংরেজি আর্টিকেল" লিখবেন।
তবে আপনি যদি ব্লগারে কাজ করেন তাহলে পার্মালিঙ্ক ইংরেজিতে লিখবেন। আর যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাহলে বাংলাতে লিখতে পারেন। এরপর আসুন সার্চ ডেসক্রিপশন সম্পর্কে কিছু কথা বলি। এখানে আপনি ফোকাস কিওয়ার্ড এবং সাব-কিওয়ার্ড গুলো রাখবেন। এখানে সর্বোচ্চ ১৫০ ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। তাই আপনি আপনার আর্টিকেলের সারাংশ এখানে লিখতে পারেন।

আর্টিকেল এর জন্য ছবি তৈরির নিয়ম

যেকোনো আর্টিকেলে অবশ্যই আপনাকে একটি ফিচার ইমেজ বা ছবি যুক্ত করতে হবে। ব্লক পোস্ট বা আর্টিকেল এর মতোই ছবিও ইউনিক হতে হবে। অন্যের কপি করা ছবি ব্যবহার করা যাবে না। তবে গুগল থেকে লাইসেন্স প্রাপ্ত ছবিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি ১০০% ইউনিক ছবি ব্যবহার করতে চান তাহলে bing ব‍্যবহার করতে পারেন।

এখানে অ‍্যাকাউন্ট খুলে আপনি নিজের ইচ্ছামত সহজেই যেকোনো ছবি শুধুমাত্র টেক্সট এর মাধ্যমেই তৈরি করতে পারবেন। ফিচার ইমেজ Adobe Photoshop দিয়ে এডিট করতে পারেন। ছবি কমপক্ষে ৪০ কেবি রাখার চেষ্টা করবেন এবং ছবির Width ১০০০ থেকে ১২০০ এর মধ্যে রাখলে ভালো হয়।

ছবিটি অবশ্যই Webp তে সেভ করবেন। আর্টিকেলের শুরুর দিকে ফিচার ইমেজ যুক্ত করুন। ফিচার ইমেজের ভেতরে ফোকাস কিওয়ার্ড যুক্ত করুন।

FAQ: বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

১. কোন আর্টিকেল লেখার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি

উত্তর: কোন আর্টিকেল লেখার ক্ষেত্রে সর্বপ্রথম ধাপ হল সঠিক কিওয়ার্ড রিসার্চ করা। এমন কিওয়ার্ড রিসার্চ করুন যেগুলো পাঠকদের জন্য অনেক উপকারী এবং প্রাসঙ্গিক হয়। চেষ্টা করুন সারা বছর সার্চ হয় এমন কোনো কিওয়ার্ড নির্বাচন করার। তবে সময়োচিত বিষয় হলেও ভালো হয়।

২. আর্টিকেলের টাইটেল কিভাবে লেখা উচিত?

উত্তর: যেকোনো আর্টিকেলের টাইটেল অনেক আকর্ষণীয় হওয়া উচিত। অনেক সময় টাইটেল দেখেই পাঠকরা আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। টাইটেলটি একদম সহজভাবে লিখতে হবে এবং ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। টাইটেল এ আপনি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারেন। টাইটেল অবশ্যই ৬০ ক্যারেক্টার এর মধ্যে লেখার চেষ্টা করতে হবে।

৩. ভূমিকা এবং উপসংহারে কি কি লেখা উচিত?

উত্তর: একটি আর্টিকেলে ভূমিকা এবং উপসংহার লেখা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ভূমিকাতে আপনার আর্টিকেলের মূল বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দিবেন এবং কি কি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন সেগুলো লিখবেন। আর উপসংহারে আপনি লেখকদের মতামত জানতে চাইবেন এবং আপনাকে সব সময় সাপোর্ট করার জন্য অনুরোধ করতে পারেন।

লেখকের মন্তব্য

আর্টিকেল লেখার নিয়ম গুলো জানার পর আপনাকে অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে। তাহলে আপনি একজন দক্ষ রাইটার হতে পারবেন। বর্তমানে বাংলা ভাষার আর্টিকেল এর চাহিদাও অনেক বেশি। সুতরাং আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখার পাশাপাশি অন্যদেরও সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন।

সম্মানিত পাঠক, আমি যেভাবে আর্টিকেল লিখে অনলাইনে আয় করি, ঠিক সেভাবেই আপনাদের আজকের আর্টিকেল লেখার নিয়ম গুলো সম্পর্কে জানিয়ে দিলাম। আপনি বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো ভালো করে নিয়মিত কাজ করুন তাহলে আশা করি একদিন সফল হতে পারবেন।

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url