ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়

প্রিয় পাঠক, ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয় বা ভ‍্যাকসিন পাওয়া যায় তা আমরা অনেকেই জানিনা, এজন্য আপনি কি নিজের পোষা বিড়াল নিয়ে অনেক চিন্তিত? তাহলে আজকের এই আর্টিকেল আপনার অনেক উপকারে আসবে।
ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়
আজকের এই কন্টেন্টে আমারা ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়, বিড়ালের ভ‍্যাকসিন দেওয়ার নিয়ম, বাংলাদেশে বিড়ালের ভ‍্যাকসিনের দাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যাতে সহজেই আপনার প্রিয় পোষা বিড়ালের ভ‍্যাকসিন পেয়ে যান সেজন্য ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি জানাব। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্র: ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়

.

ভূমিকা

ভ‍্যাকসিন বা টিকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া বিভিন্ন রোগের প্রতিকারেও ভ্যাকসিন বা টিকা ব্যবহার করা হয়। বিড়াল এমন একটি প্রাণী বিভিন্ন রোগবালাই হয়ে থাকে।

এসব রোগের হাত থেকে রক্ষা পেতে অথবা রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ভ্যাকসিন বিভিন্ন পশু হাসপাতালে অথবা ভেটেরিনারিতে প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কমবেশি সবাই বাড়িতে বিড়াল পালন করে থাকে। তার মধ্যে অন্যতম একটি জেলা হল ঢাকা জেলা।

এখানে দেশি বিদেশি বিড়াল লালন পালন করা হয়। তো চলুন আপনার প্রিয় পোষা এই প্রাণীকে কোথায় ভ্যাকসিন বা টিকা দিবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়

ভ্যাকসিন এক ধরনের প্রতিষেধক যার মাধ্যমে বিড়ালের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেয়ে থাকে। এমন অনেক অসুখ রয়েছে যেসব অসুখের কারণে আপনার প্রিয় বিড়ালটি মারাও যেতে পারে। যেমন র‍্যাবিস, ক‍‍্যাট ফ্লু ইত্যাদি রোগ হলে বিড়ালকে সচরাচর বাঁচানো সম্ভব হয় না।

ভ্যাকসিন বা টিকা দেওয়ার মাধ্যমে এসব রোগ গুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব হয়। নিচে ঢাকা জেলার কোথায় কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয় এবং তাদের যোগাযোগ নাম্বার দেওয়া হল-

১. ঢাকা কেন্দ্রীয় পশু হাসপাতাল: এখানে আপনি আপনার বিড়ালের ভ‍্যাকসিন পেয়ে যাবেন। এই হাসপাতালটি সোমবার-রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ, এসময় বিড়ালের ভ‍্যাকসিন সহজেই পেতে পারেন। ঢাকা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এর অবস্থান হল ৪৮, কাজি আলাউদ্দিন রোড, ঢাকা এবং তাদের ফোন নাম্বার: 7319971, 7312382।

২. Pet And Bird Care (পেট অ্যান্ড বার্ড কেয়ার): এখানে বিড়াল সহ বিভিন্ন পোষা প্রাণী এবং পাখির সেবা পাবেন। এই প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এটির ঠিকানা ব্লক- এ, লোকেশন: হাউস- ১৩/১৪, লেন- ১, মিরপুর ৬, ঢাকা ১২১৬। মোবাইল নাম্বার: 01701-073107। আপনার বিড়ালের চিকিৎসার জন্য এটি একটি ভালো প্রতিষ্ঠান হতে পারে।

৩. Dr. Sagir's Pet Clinic (ডাঃ সাগীর'স পেট ক্লিনিক): এটি একটি জনপ্রিয় পেট ক্লিনিক। এখানে আপনি আপনার বিড়ালকে প্রয়োজনীয় ভ‍্যাকসিন বা টিকা প্রদান করতে পারেন। এই প্রতিষ্ঠানটি সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। এটির ঠিকানা হল লালমাটিয়া, বাড়ি # ৩/২ ব্লক নং. ডি, ঢাকা ১২০৭। মোবাইল নাম্বার: 01912-251312।

৪. আইকন পেট কেয়ার অ‍্যান্ড ভেটেরিনারি ক্লিনিক: এটি নতুন একটি হাসপাতাল। এখানে বিড়ালের ভ‍্যাকসিন সহ যেকোনো ধরনের উন্নত চিকিৎসা প্রদান করা হয়। ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এর গেইটে এটি অবস্থিত।

তারা ভেটেরিনারি ডাক্তারের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সেবা প্রদান করছে। তাদের সাথে যোগাযোগের ঠিকানা- মোবাইল নম্বর: 01711041602 এবং টেলিফোন নাম্বার: 02226-601332

৫. ভেটিমেট পেট ক্লিনিক: আপনার প্রিয় পোষা প্রাণীর ভ্যাকসিন দিতে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেটিমেট পেট ক্লিনিক আপনার পাশে সর্বদা রয়েছে। এখানে বিড়ালের ভ্যাকসিন সহ সকল ধরনের চিকিৎসা করাতে পারবেন। এই ক্লিনিক এর বিশেষজ্ঞ চিকিৎসক এর নাম ডঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

ঠিকানা: 24/2, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা 1205, Green View ক্লিনিক এর পূর্ব পাশে অবস্থিত। তাদের মোবাইল নাম্বার: 01711-258355।

৬. ডক্টরস ভেট এন্ড কেয়ার: এখানেও আপনি আপনার পোষা বিড়ালের টিকা পাবেন। যেকোনো ধরনের সেবা পেতে, র‍্যাবিস, ফ্লু, কৃমি জনিত সমস্যা সমাধানে চলে আসুন ডক্টরস ভেট এন্ড কেয়ারে। প্রতিদিন সেবা প্রদান করেন ডক্টর আইনুল হক। তার চেম্বারের ঠিকানা: ডক্টর শফিকুল ইসলাম প্লাজা, শ্রীপুর, গাজীপুর। যোগাযোগের ঠিকানা: 01824-010770

৭. উইন ভেটেরিনারি ক্লিনিক: আপনার বাড়ি যদি ঢাকা শহরে হয় এবং অন্যতম এর চিকিৎসা আপনার বিড়াল কে দিতে চান তাহলে উইন ভেটেরিনারি ক্লিনিক এ চলে আসতে পারেন। এখানে বিড়ালের ভ্যাকসিন সহ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করানো হয়। ক্লিনিক সবসময় খোলা থাকে। তাদের ঠিকানা: 115/1, হোসনেয়ারা ভিলা, আহম্মদবাগ, ঢাকা-1214

৮. ঢাকা জেলা শহরে বিভিন্ন জায়গায় সরকারি প্রাণী হাসপাতাল রয়েছে যেখানে বিড়ালের ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রাইভেট হাসপাতালও রয়েছে। ঢাকা জেলায় প্রচুর পেট ক্লিনিক হয়েছে যেখানে সহজেই আপনি বিড়ালের জন্য ভ্যাকসিন পেয়ে যাবেন।

ঢাকার ধানমন্ডি, বনানী, উত্তরা, গুলশান, মিরপুর, মোহাম্মদপুর এলাকায় প্রাণীদের হাসপাতাল বা ক্লিনিক রয়েছে, যেখানে আপনি র‍্যাবিস, ফ্লু ইত্যাদি ভ্যাকসিন পেয়ে যাবেন।

৯. বাড়িতেই বসে বিড়ালের ভ্যাকসিন নিতে পারেন: কিছু কিছু প্রাণী হাসপাতালে যোগাযোগ করলে আপনি ঘরে বসেই বিড়ালের ভ্যাকসিন দিতে পারবেন। তবে এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার জন্য খরচ বেশি হয়।

যাইহোক, আপনি পেট ক্লিনিকে যোগাযোগ করলে একজন চিকিৎসক আপনার বাড়িতে এসে বিড়ালকে ভ‍্যাকসিন দিয়ে যাবে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

বিড়ালের ভ‍্যাকসিন দেওয়ার নিয়ম

বিড়ালের ভ‍্যাকসিন দেওয়ার নিয়ম অনেকেই জানেন না। সঠিক সময় সঠিকভাবে বিড়ালকে ভ‍্যাকসিন না দিলে বিড়ালের কোনো উপকার হয়না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিড়ালের ভ‍্যাকসিন দেওয়ার নিয়ম হল বিড়ালের বয়স যখন ২ থেকে ৩ মাস অথবা ১০ থেকে ১২ সপ্তাহ হবে তখনই প্রথম ডোজ দিতে হবে। এরপর বছরে বছরে একবার করে বুস্টার ডোজ দিতে হবে।

এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিড়ালকে চিকিৎসা করাবেন এবং ভ‍্যাকসিন বা টিকা দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তাহলো আপনি যদি দোকান থেকে বিড়াল কিনেন সেক্ষেত্রে বিড়ালের বয়স সঠিকভাবে বুঝতে পারা যায় না। তাই তখনই বিড়ালকে ভ‍্যাকসিন দেওয়া উচিত।

বিড়ালের ভ‍্যাকসিনের দাম বাংলাদেশে

বিড়ালের অনেক ধরনের ভ‍্যাকসিন রয়েছে। একেক ভ‍্যাকসিন একেক প্রকার রোগের বিরুদ্ধে লড়াই করে। এজন্য দামেও ভিন্নতা রয়েছে। বাংলাদেশে র‍্যাবিস ভ‍্যাকসিন এর দাম ৫০০ টাকা। Combined Vaccine এর দাম ১২০০-১৫০০।

FAQs: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

1. বিড়ালের ভ‍্যাকসিন কোথায় পাওয়া যায়?

উত্তর: বিড়ালের ভ‍্যাকসিন সাধারণত যেকোনো প্রাণী হাসপাতালে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই প্রাণী হাসপাতাল বা ভেটেরিনারি রয়েছে যেখান থেকে বিড়ালের ভ‍্যাকসিন পাওয়া যায়।

2. বিড়ালকে ভ‍্যাকসিন দেওয়ার আগে কি করতে হবে?

উত্তর: বিড়ালকে ভ‍্যাকসিন দেওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করতে হবে। বিড়ালকে ভ‍্যাকসিন দেওয়ার পূর্ব শর্ত হল বিড়ালের সঠিক বয়স হওয়া এবং বিড়াল শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ্য থাকা। এসব দিক খেয়াল রেখে বিড়ালকে ভ‍্যাকসিনেশন করাতে পারেন।

3. বিড়ালের ভ‍্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?

উত্তর: বিড়ালের ভ‍্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভ‍্যাকসিন দেওয়ার পর বিড়ালের জ্বর, টিকা দেওয়ার স্থানে ব্যথা, লাল হওয়া এবং ফোলা ভাব দেখা দিতে পারে। তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

লেখকের মন্তব্য

ভ‍্যাকসিন দেওয়ার মাধ্যমে বিড়ালকে সুস্থ্য রাখা সম্ভব। শুধু আপনার আদরের পোষা বিড়ালই নয়, আপনিও সুস্থ্য থাকতে পারবেন। কেননা বিড়ালের এমন কিছু রোগ রয়েছে যেমন জলাতঙ্ক রোগ, এই রোগ বিড়ালের মাধ্যমে আপনার শরীরেও ছড়াতে পারে। বিড়ালকে ভ‍্যাকসিন করানোর আগে পশু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবেন। তারপর ভ‍্যাকসিন বা টিকা দিবেন।

সম্মানিত পাঠক বন্ধু, আপনি জানলেন ঢাকা জেলার কোথায় বিড়ালের ভ‍্যাকসিন দেওয়া হয়, বাংলাদেশে বিড়ালের ভ‍্যাকসিনের দাম এবং বিড়ালের ভ‍্যাকসিন দেওয়ার নিয়ম সম্পর্কে। আপনার পরিচিত বন্ধু যারা বিড়াল লালন পালন করে তাদের কাছে আজকের এই কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url