স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

প্রিয় পাঠক আজকে আমরা স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ, স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইসলামিক এবং স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা সম্পর্কে আপনাদের জানাব। আপনি আপনার স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যদি তার মন জয় করতে চান তাহলে এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়ুন।
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানো মানে কেবলই তার জন্য কয়টা শব্দ উৎসর্গ করা নয়। দাম্পত্য জীবনে সুখী থাকতে কে না চায়! সবাই চান নিজেদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক। সব কিছু মিলিয়েই গড়ে উঠুক একটি সুস্থ পরিবার। আর এসব কিছুর জন্য সংসারে শান্তি বজায় রাখাটা জরুরি।

সূচিপত্র:স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানালেই যে সংসারে শান্তি বজায় থাকবে, তা নয়। মূলত তাকে খুশি করার উদ্দেশ্যে তার প্রতি কিছু সুন্দর শব্দ উৎসর্গ করা যেতেই পারে। এতে কারো প্রিয়তমা স্ত্রী-র মন খুশি থাকবে। আর এই খুশির প্রভাব পড়বে আপনার পরিবারেও। এজন্য স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য যেসব বাক্য বা মেসেজ ব্যবহার করতে পারেন, তা নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল।

ভূমিকা

অনেকেই হয়তো নিজেদের বিবাহবার্ষিকীর তারিখটি ভুলে যান। তবে এটা মোটেও গর্বের বিষয় নয়। জীবনের একটা বিশেষ মুহূর্তকে মনে রাখা আপনার অবশ্য কর্তব্য। এই দিন স্ত্রীকে একটা মেসেজ দিয়ে স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানো অবশ্যই করণীয় একটি কাজ।

এতে আপনারও যেমন ভালো লাগবে, তেমনি আপনার স্ত্রী ও খুশি হবে। একই সাথে এই খুশির প্রভাব পড়বে আপনার পরিবারেও, যা একটি সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে সহায়ক।

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য সংক্ষিপ্ত কিছু বার্তা উৎসর্গ করতে পারেন। নিচে তেমন দশটি ছোট ছোট বাক্য দেয়া হলো-

১. আজ এই দিনে কোনো এক বছর আনার জীবনে পদার্পণ করেছিলে তুমি। আমার এই অপূর্ণ জীবন পরিপূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ।

২. আমার অন্ধকারে ডুবে থাকা জীবনটাকে আলো দিয়ে ভরিয়ে দেয়ার জন্য তোমার প্রতি অসংখ্য ভালোবাসা রইল।

৩. শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা। আমার এই জীবনে তুমি না হয়তে অনেক কিছুই অপূর্ণ রয়ে যেতো। ধন্যবাদ তোমাকে আমার জীবনটা এভাবে রঙে রাঙিয়ে দেয়ার জন্য।

৪. শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা। তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো শুধুমাত্র কিছু বাক্য বা মেসেজ দিয়ে প্রকাশ করা যাবে না। শুধু এতটুকুই বলবো, এভাবেই সারাজীবন আমার পাশে থেকো।

৫. তোমার প্রতি আমার ভালোবাসা ঠিক কতটা, তা হয়তো কখনো আমি প্রকাশ করিনি তোমার কাছে। তবে এই দিনে এতটুকুই চাওয়া মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সবসময় এভাবেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন।

৬. বিয়ের পর থেকে আমার এই জীবনের সকল সমস্যাগুলোতে তুমি আমার পাশে ছিলে। এভাবেই সবসময় আমার পাশে থেকো। শুভ বিবাহবার্ষিকী আমার অর্ধাঙ্গিনী।

৭. শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা স্ত্রী। কখনো হয়তো বলা হয়নি তোমাকে, ঠিক কতটা ভালোবাসি। তবে আজকের দিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আমাদের এই ভালোবাসা যেন সারাজীবন অটুট থাকে।

৮. আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তুমি যেমন আমার পাশে ছিলে, তেমন করেই আমিও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যেতে চাই।

৯. সংক্ষিপ্ত এই জীবনে অনেকেই অনেক কিছু পায়না, আমার ক্ষেত্রেও তেমন। কিন্তু তোমাকে পাওয়ার পর থেকে আমার জীবনের সকল না পাওয়া কিংবা অপূর্ণতার আফসোস মুছে গেছে। শুভ বিবাহবার্ষিকী।

১০. জীবনে তুমি আমার ভালো সময় গুলোতে যেভাবে পাশে ছিলে, সেভাবেই৷ আবার আমার সব খারাপ সময় গুলোতে আমার পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছ। এভাবেই সারাজীবন আমার পাশে থেকো প্রিয়তমা।

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর জন্য যদি কিছুটা বড় মেসেজ ব্যবহার করতে চান, তা ও পারবেন। এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার মনের উপর, যে আপনি আপনার স্ত্রী কে সংক্ষিপ্ত নাকি বড় করে মেসেজ লিখবেন। তবে যদি বড় কোনো মেসেজ দিয়ে স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে চান, তাহলে নিচে দেয়া মেসেজ গুলো অর্থাৎ শুভেচ্ছা বার্তা গুলো ব্যবহার করতে পারেন:

১. জীবনের প্রতিটি ধাপে আমার পাশে ছায়ার মতো ছিলে তুমি। আমার সুখের সময় যেমন আমার পাশে থেকেছো, তেমন করেই আমার দুঃখের দিনগুলোতে আমাকে সাহস দিয়েছো। আমাকে অনুপ্রেরণা জুগিয়েছো এবং আমাকে ছেড়ে চলে যাওনি।
চরম দুঃখের পর্যায়েও আমি তোমাকে আমার কাছে পেয়েছি। তাই আমার মনে হয় তোমার মতো একজন নারীকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি বেশ ভাগ্যবান। একজন ভাগ্যবান পুরুষ হওয়ার পেছনে তোমারই অবদান প্রিয়তমা। শুভ বিবাহবার্ষিকী তোমাকে, এভাবেই সারাজীবন পাশে থেকো।

২. তোমার সাথে আমার পরিচয়, আমাদের বিয়ে হওয়া সবকিছুই ছিল সৃষ্টিকর্তা নির্ধারিত। আমরা সবসময়ই চেয়েছি আমাদের জীবনকে একসাথে সুন্দর করে সাজিয়ে তুলতে। তবে আমার একার প্রচেষ্টায় এটা কখনোই সম্ভব হতো না।

তুমি যতটা ইফোর্ট ডিজার্ভ করো ততটা হয়তো আমি তোমার জন্য করতে পারিনা। তবে আমি সবসময় চেষ্টা করি তোমার পাশে থাকার। অন্তত আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য। এভাবেই আমার জীবনসঙ্গী হিসেবে সারাজীবন আমাকে ভালোবেসো। শুভ বিবাহবার্ষিকী প্রিয় অর্ধাঙ্গিনী।

৩. পৃথিবীতে সকলেরই কেউ না কেউ থাকে, যে কিনা তার সবচেয়ে প্রিয় মানুষ। তার সাথে সুখ, দুঃখ, ভালোবাসা, আবেগ, জীবনের ওঠা নামা সব বিষয়ে খোলাখুলি ভাবে কথা বলা যায়। আর আমার জীবনে তুমিই সেই মানুষ, যাকে কিনা আমি আমার জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছি।

জানিনা, তুমি আমাকে যতটা ভালোবাসো, সে হিসেবে আমি তোমার জন্য কী-ই বা করতে পেরেছি। তবে শুধু এতটুকুই চাইবো এভাবেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থেকো। শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা।

৪. শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা অর্ধাঙ্গিনী। তোমাকে পাওয়ার পর থেকে আমার জীবন যেন নানা রঙে ভরে গিয়েছে। অন্ধকার মুছে আলোর দেখা পেয়েছি আমি। জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকে এভাবেই আমার পাশে পেতে চাই। আমি শুকরিয়া আদায় করছি মহান প্রভুর নিকট যিনি কিনা তোমাকে আমার অর্ধাঙ্গিনী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
তুমি সবসময় এভাবেই আমার পাশে থেকো এবং আমিও সারাটা জীবন এভাবেই তোমাকে ভালোবাসবো। এই বিশেষ দিনে আমার চাওয়া, আমরা যেন সারাজীবনই এভাবে একসাথে থাকতে পারি এবং একটি সুখী পরিবার গড়তে পারি। আমাদের আরও শত'টা বিবাহবার্ষিকী আসুক।

৫. আজকের এই বিশেষ দিনে, আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই আমি শুকরিয়া আদায় করব আমার রবের প্রতি, যিনি তোমার মতো সুহাসিনী, সুভাষিণী একজন নারীকে আমার জীবনসঙ্গী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন বলেই আজ তোমার সাথে জীবন কাটাচ্ছি। জানিনা কী এমন পূণ্যের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি।

তবে তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি তা হয়তো বলে বোঝানোর মতো নয়। জানিনা, আমি আমার কথা এবং কাজে ঠিক কতটা প্রকাশ করতে পারি, তবে আনি আমার সর্বোচ্চ দিয়ে সবসময় তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি এবং ভবিষ্যতে ও তোমাকে এভাবেই ভালবাসবো আমি। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয়া।

তো, উপরে আমরা যে মেসেজগুলো দিলাম অর্থাৎ যে শুভেচ্ছা বার্তাগুলোর কথা উল্লেখ করলাম, তা বাস্তব জীবনে প্রয়োগ করতেই পারেন। এতে করে আপনার স্ত্রী ও খুশি হবে, আপনাদের দাম্পত্য জীবনও সুখের হবে।

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইসলামিক

আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে ইসলামিক বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে পারেন। আপনি আপনার স্ত্রীকে মেসেজ করে অথবা সরাসরি বলতে পারেন:

সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে একসঙ্গে মিলিত করেছেন। মহান রবের শুকরিয়া আদায় করি কারণ তিনি আমাদের দাম্পত্য জীবনে অনেক সুখ দান করেছেন এবং একটি বছর পূর্ণ করেছেন।
আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে তিনি যেন আমাদের মাঝে ভালোবাসা আরও বাড়িয়ে দেন। আমরা যতদিন বেঁচে থাকব একসঙ্গে এভাবেই যেন প্রতিটি মুহূর্ত কাটাতে পারি সুখে এবং শান্তিতে। আর আমাদের চূড়ান্ত ঠিকানা যেন জান্নাত হয়। শুভ বিবাহ বার্ষিকী হে প্রিয় স্ত্রী।

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা

মেয়েরা সাধারণত কবিতা পড়তে খুবই ভালোবাসে। এজন্য আপনি এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনার স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে এই কবিতাটি বলে শুভেচ্ছা জানাতে পারেন:

তোমার রূপ দেখে আমার কলবে (হৃদয়ে) বেজেছিল সুর
সেই সুর কলবে বেধে রেখেছি, আজও শুনতে পাই মধুর।
যখন তুমি রাগ করো, দেখতে লাগো বেশ
আমি চাই সারাটি জীবন এমনই থাকা হয়ো না দরবেশ।
তুমি নম্র, ভদ্র, হৃদয়ের মনি এতোই সাদামাটা
তোমার হাতের খাবার খেয়ে হয়েছে দিনে দিনে মোটা।
তোমার সাথেই যেন কাটাতে পারি চিরকাল
আমাদের বিবাহ বার্ষিকী হলো আগামীকাল।
আজ তোমার মনের আশা পূরণ করব, তুমি আমার কাছে চাইতে পারো যা ইচ্ছা
তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।

উপসংহার

চেষ্টা করেছি স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানো নিয়ে যতগুলো সুন্দর বার্তা দেয়া যায়, তা এই লেখায় যথাসম্ভব ফুটিয়ে তোলার। আশা করি লেখাটি থেকে উপকৃত হবেন। আর্টিকেলটির কোনো বার্তা পছন্দ হলে, তা হুবহু লিখে দিয়ে দিতে পারেন আপনার প্রিয়তমাকে।

এভাবেই নিজেদের বিবাহবার্ষিকীর দিনের শুরুতে স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ, ইসলামিক পোস্ট অথবা কবিতা আকারে জানিয়ে সুন্দর একটি দিন শুরু করতে পারেন।

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url