ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি 2025

বর্তমান সময়ে প্রায় সকল কিছুই এখন অনলাইন ভিত্তিক। এমনকি বিভিন্ন  ধরনের মার্কেটিং অনলাইনে করতে দেখা যাচ্ছে। আর এটিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনেকেই জানতে চান ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি 2025। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর কাজ করতে চান এ সম্পর্কে তাদের জানার আগ্রহ থাকে বেশি। আজকে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে।
ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি
এখন ম্যানুয়াল সকল কাজের মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ অনলাইনে করা সম্ভব হচ্ছে। যার কারণে সময়, শারীরিক শ্রম ও অর্থের অনেক বেশি সাশ্রয় হচ্ছে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে ম্যানুয়াল মার্কেটিং এর চেয়ে অনলাইন মার্কেটিংয়ের খরচ কম হয়ে থাকে এবং নির্দিষ্ট অডিয়েন্স এর কাছে বিভিন্ন মাধ্যমে সার্ভিস দ্রুত পৌঁছানো সম্ভব হয়। আর মার্কেটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট অডিয়েন্সদের টার্গেট করা বেশি গুরুত্বপূর্ণ।

সূচিপত্র: ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি 2025

.

ভূমিকা

বিভিন্ন ছোট প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো এখন অনলাইন মার্কেটিং এর দিকে বেশি ঝুঁকেছে। তারা বিভিন্ন অ‍্যাড ম্যানেজার কিংবা ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে এ সকল মার্কেটিং কার্যক্রম চালিয়ে থাকেন। আর এই জন্যই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে প্রচুর জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি ঘরে বসেই করা সম্ভব হয়।

আর যারা এই সুযোগকে কাজে লাগাতে চান তাদের অবশ্যই জানা দরকার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। একই সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি তা জানতে হবে। তাহলে দ্রুত আপনি কাজ পাবেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের যেকোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের সার্ভিস যার মাধ্যমে অনলাইনে কোনো প্রোডাক্ট বা সার্ভিস এর প্রচার করা হয়। অনলাইনের মাধ্যমে দ্রুত মানুষের কাছে সেবা পৌঁছানোই হলো ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ। হতে পারে এটি কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে।
ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বড় সেক্টর যেখানে প্রচুর কাজ রয়েছে। ডিজিটাল মার্কেটিং করে আপনি যে কোনো ব্যবসায় সফল হতে পারেন অনেক সহজেই। দিন দিন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। চলুন ২০২৫ সালে এসে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে জেনে নেই।

ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি 2025

অফলাইনে ডিজিটাল মার্কেটিং এর যেমন চাহিদা রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি অনলাইনে এর চাহিদা রয়েছে। প্রত্যেকটি প্ল‍্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং এর কাজ দিন দিন ঢুকে যাচ্ছে। তাই এর চাহিদাও বেড়েই চলেছে। এখন আপনাদের সঙ্গে বাছাইকৃত কিছু জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এর কাজ নিচে তুলে ধরব। ডিজিটাল মার্কেটিং এর যেসব কাজের চাহিদা বেশি তাহলেো:
  • কন্টেন্ট মার্কেটিং।
  • ভিডিও মার্কেটিং।
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
  • বিজ্ঞাপন।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

কন্টেন্ট রাইটিং

বলা হয়ে থাকে কন্টেন্ট ইজ কিং। এর মানে হলো মার্কেটিং জগতে একটি বিশাল রাজত্ব রয়েছে কন্টেন্টের। হ্যাঁ সত্যিই তাই। হোক সেটি ভিডিও কন্টেন্ট কিংবা রাইটিং কন্টেন্ট। কনটেন্ট এর মাধ্যমে যেকোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসের যাবতীয় সকল তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

কনটেন্টে যেকোনো কিছু লিখিত আকারে অথবা ভিডিও আকারে বোঝানো সহজ হয় যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে। সার্ভিস এর পূর্ণাঙ্গ রূপ ফুটিয়ে তোলা যায় এই কন্টেন্টের মাধ্যমেই। তাই সহজেই মার্কেটিং করা যায়।
তাই বর্তমান সময়ে এ ধরনের কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কনটেন্ট রাইটিং করে সার্চ ইঞ্জিনে যারা কাজ করে তাদের চাহিদাও অনেক বেশি। তাই বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় অন্যতম শাখা কন্টেন্ট রাইটিং এ দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং করতে পারেন বা নিজের ব্যবসা দাঁড় করাতে পারেন।

ভিডিও মার্কেটিং

বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি। আর একই সঙ্গে ভবিষ্যতে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে। কেননা অন্যান্য পদ্ধতির তুলনায় ভিডিওর মাধ্যমে একটি প্রোডাক্ট বা সার্ভিসের বৈশিষ্ট্য স্পষ্ট ভাবে বোঝানো সম্ভব হয়। আর দেখা গেছে যে, বর্তমানে মানুষ কোনো বিষয়ে পড়ার চেয়ে ভিডিও দেখে তথ্য পেতে বেশি পছন্দ করে।

আর বর্তমান সময়ে অনলাইনে ভিডিও প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি তৈরি হচ্ছে। একই সঙ্গে এ সকল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যেমন ইউটিউব, ‌Facebook, ‌ টিকটক, snaptube, ইনস্টাগ্রাম ইত্যাদি। এসব প্ল্যাটফর্ম গুলোতে দ্রুত ভিডিও গুলো ছড়িয়ে যায় মানুষের মাঝে এবং অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়। আর টার্গেটেড অডিয়েন্স এর কাছে সরাসরি পৌঁছানোর জন্য একটি সুযোগ থাকে। তাই এই মাধ্যমে ব্যবসা করলে দ্রুত সফল হওয়া যায়।

যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে খুঁজাখুঁজি করে থাকেন, তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মে নিজেকে দক্ষ করে তুলুন, কেননা ভিডিও মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি। ভিডিও মার্কেটিং করতে হলে ভিডিও এডিটিং এবং ভিডিও তৈরি করার ধারণা থাকতে হবে। সব সময় ইউনিক ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে, আর এমন ভিডিও তৈরি করতে হবে যাতে অডিয়েন্স উপকৃত হয়।

এছাড়াও আপনার ভিডিও মার্কেটিং করার ধারণা থাকতে হবে। কিভাবে আপনি আপনার ভিডিও কনটেন্ট গুলো র‍্যাংক করাবেন, প্রচুর ট্রফিক আনবেন সেগুলোও জানতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং এ আপনি সফল হতে পারবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

আপনার যেকোনো সার্ভিস টার্গেটেড অডিয়েন্স এর কাছে দ্রুত পৌঁছানোর অন্যতম একটি পদ্ধতি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই পদ্ধতির মাধ্যমে যেকোনো কনটেন্ট র‍্যাংক করানো যায় এবং বিভিন্ন প্ল‍্যাটফর্মে ইউনিক ভিজিটর পাওয়া যায়। এছাড়া আপনার সেবা টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছানোর সম্ভব হয়।

কনটেন্ট গুলো র‍্যাংক করানোর ক্ষেত্রে এই কাজের ডিমান্ড সবচেয়ে বেশি। বর্তমানে SEO তে দক্ষতা সম্পন্ন মানুষ পাওয়া খুবই কঠিন। যার কারণে আপনি যদি এ বিষয়ে এক্সপার্ট হন তাহলে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই আপনি যদি SEO করার মাধ্যমে সফল ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে দেরি না করে এখনই আপনি দক্ষতা অর্জন করুন। তবে এক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে হবে। তাহলে দক্ষ হতে পারবেন এবং অনেক কাজ পাবেন।

বিজ্ঞাপন

ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে বিজ্ঞাপন (Ads)। অফলাইন এবং অনলাইন যেটাই হোক না কেন মার্কেটিং করার ক্ষেত্রে বিজ্ঞাপনের কোনো বিকল্প নেই। কেননা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে সহজে মার্কেটিং করা যায়। আর ডিজিটাল মার্কেটিং এ বিজ্ঞাপনের কাজ সবচেয়ে বেশি করা হয়ে থাকে। এই কাজ মূলত একজন মার্কেটার করে থাকেন। প্রশ্ন হতে পারে বিজ্ঞাপন দিতে গেলে কেন একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়।

মূলত একজন ডিজিটাল মার্কেটটাররা অ‍্যাড ক্যাম্পেইন তৈরি করে। তাদের ডিমান্ড প্রচুর পরিমাণ। তাদেরকে টার্গেটেড অডিয়েন্স সিলেকশন এবং ‌লোকেশন টার্গেট করে বিজ্ঞাপন দিতে হয়। আর এগুলো কাজ একজন ডিজিটাল মার্কেটার-ই করে থাকেন।

প্রথমে মার্কেট এবং প্রোডাক্ট এনালাইসিস করেন তারপর সে ধরনের বিজ্ঞাপন প্রচার করেন। যেমন গুগল অ‍্যাড ম্যানেজার, ফেসবুক অ‍্যাড ম্যানেজার ইত্যাদি ব্যবহার করে এ সকল বিজ্ঞাপন দিতে হয়। আর এ বিষয়ে যারা এক্সপার্ট তাদের বর্তমান সময়ে প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

বর্তমান সময়ে যদি বলা হয় ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি,‌ তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে এ তালিকায়। কারণ মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৯৫ শতাংশের বেশি ব‍্যবহারকারী বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে।
এখানেও বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসগুলো প্রমোট করা হয়। আর সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটারদের দরকার হয়। তারা এখানে প্রচুর কাজ পেয়ে থাকেন। তবে এখানে তুলনামূলক ভাবে কম্পিটিশন একটু বেশি হয়ে থাকে। এর জন্য আপনাকে প্রচুর দক্ষতা অর্জন করতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়ার পদ্ধতি

এখন অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই কাজ পাওয়া সম্ভব হয়। অনলাইনে কাজের জন্য আপনাদেরকে বেছে নিতে হবে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলো। যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, ফাইবার এবং আপওয়ার্ক সহ আরও অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম।

আর যদি অনলাইন ছাড়া অফলাইনে অর্থাৎ, অফিসে গিয়ে কাজ খুঁজে থাকেন, তাহলে আপনারা দেখতে পারেন বিডি জবস, ATB Jobs অন্যান্য কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি। তাহলে আপনারা খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন। আর অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কোনো একটি সেক্টরে দক্ষ হতে হবে।

ডিজিটাল মার্কেটিং এর দক্ষতা

2025 এ ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি সেটি জানার পর আপনি সেসব চাহিদা সম্পন্ন কাজে দক্ষতা অর্জন করুন। একজন ডিজিটাল মার্কেটারের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দক্ষতা থাকতে হবে। মার্কেটারের মূল কাজ হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করা।

একটি কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রি করার মাধ্যমে কোম্পানিকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই ডিজিটাল মার্কেটারদের নিয়োগ দিয়ে থাকে। তাই প্রথম থেকেই আপনাকে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। যদি শুরুতেই আপনি আপনার কাজের দক্ষতা না দেখাতে পারেন তাহলে ইন্টার্ভিউতেই আপনি বাদ পড়ে যেতে পারেন।

কারণ এ সকল প্ল্যাটফর্মে যখন নিয়োগ দেওয়া হয় তখন তাদের ইন্টার্ভিউয়ের মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। হোক সেটি অফলাইন কিংবা অনলাইন। আপনার যোগ্যতা এবং কাজের দক্ষতা যাচাই করে তারা নিয়োগ প্রদান করবেন। তাই প্রথমে নিজের দক্ষতা বাড়ান এরপর প্র্যাকটিস করুন তারপর বিভিন্ন জায়গায় আবেদন করুন।

দক্ষতা অর্জন না করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার রিভিউ এবং ফিডব্যাক ভালো আসবে না। যার কারণে প্রোফাইলে নেগেটিভ প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনে ইন্টার্নাল হিসাবে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে কাজ করুন বেশ কয়েক মাস। যখন আপনি পূর্ণ দক্ষতা অর্জন করবেন তখনই কাজে লেগে পড়বেন।

FAQs: ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি 2025

১. ডিজিটাল মার্কেটিং শিখতে কত সময় লাগে?

উত্তর: ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বড় সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ শিখতে এবং দক্ষতা অর্জন করতে প্রচুর সময় লেগে যায়। ডিজিটাল মার্কেটিং শিখতে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে এটি নির্ভর করবে আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং দক্ষতা অর্জন করছেন এর উপর।

২. নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন কাজ ভালো?

উত্তর: যারা নতুন আছেন এবং ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো সেক্টর হবে ব্লগিং। এখানে আপনি গুগল অ‍্যাডসেন্স সহ বিভিন্ন ইনকাম করতে পারবেন। এছাড়া কন্টেন্ট মার্কেটিং এর চাহিদাও অনেক বেশি রয়েছে। অন্যের ওয়েবসাইট এর জন্য আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন নতুন অবস্থায়।

৩. ২০২৫ সালে ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরের চাহিদা সবচেয়ে বেশি?

উত্তর: ২০২৫ সালে ডিজিটাল মার্কেটিং এর যেসব সেক্টরের চাহিদা বেশি থাকবে তা হলো:
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  • পেইড অ্যাডভার্টাইজিং
  • কন্টেন্ট মার্কেটিং
  • ই-মেইল মার্কেটিং ইত্যাদি

উপসংহার

এই ছিল ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এসব চাহিদা সম্পন্ন প্ল্যাটফর্মে দ্রুত কাজ পাওয়ার জন্য এবং নিজের ডিমান্ড বৃদ্ধি করার জন্য অবশ্যই দক্ষতা বৃদ্ধি করতে হবে। যার যত বেশি দক্ষতা থাকবে সে ততো বেশি এসব প্ল্যাটফর্মে কাজ করে উপার্জন করতে পারবে।

প্রথমে একটি সেক্টরে দক্ষতা অর্জন করুন, তারপর তার পাশাপাশি আরও অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। তাই পাশাপাশি নিজেকে আপডেট করুন এবং নিজের বিকাশ ঘটান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url