ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার সেরা উপায়

ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্টফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার বিষয়টা এখন অনেকের মুখেই শোনা যায়। বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র একটি মোবাইল ফোন বা সাধারণ কোনো ডিভাইস দিয়ে মানুষ বাসায় বসেই মাসে হাজার হাজার টাকা আয় করছে।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
সূচিপত্র:ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার উপায়, কোন অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা যাবে, তা নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। ধৈর্য সহকারে সম্পূর্ণ লেখাটি পড়বেন।

ভূমিকা

বর্তমানে অনলাইন থেকে আমরা সকলেই সহজে ইনকাম করতে চাই। তেমন একটি মাধ্যম হলো লটারী। আমরা ছোটবেলায় বিভিন্ন দোকানে লটারী কিনতাম। কিন্তু আপনি এখন অনলাইনেই লটারীর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

তবে একটি সমস্যার বিষয় হলো অনলাইনে লটারি খেলার ক্ষেত্রেও আপনাকে ঝুঁকি নিতে হবে। অর্থাৎ আপনার ভাগ্যে ইনকাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটি লটারীর মাধ্যমে নির্ধারিত হবে। তবে কিছু কিছু প্ল‍্যাটফর্মে পরিশ্রম করেও টাকা ইনকাম করা যায়।

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার উপায়

বর্তমানে অনলাইনে লক্ষ কোটি ওয়েবসাইট এবং অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে কোনটা আসল আর কোনটা ফেক, তা অনেকেই বুঝে উঠতে পারেননা। কিছু ক্ষেত্রে দেখা যায় যে, অনেকে টাকা ইনভেস্ট করে তারপর এসব লটারী খেলে থাকেন।

কিন্তু দিনশেষে কোনো আয় তো করতেই পারেননা, উল্টো মূল যে টাকা-টা ইনভেস্ট করেছিলে, সেটাও লস হয়। আবার, ফ্রি লটারী গুলোতেও দেখা যায়, ইনভেস্ট না করতে হলেও শুধুমাত্র কাজগুলো করে লটারী খেলার পর আর টাকা পাওয়া যায় না। তাই, ফ্রি লটারী খেলে টাকা ইনকাম তখন আর হয়ে ওঠে না।
তবে চিন্তার কোনো কারণ নেই। কারণ আমরা আজকের এই আর্টিকেলে আপনাদেরকে বলে দিব কোন অ্যাপস এবং ওয়েবসাইট গুলো আসল এবং সেখান থেকে ঠকে যাওয়ার কোনো সুযোগ নেই। ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে নিচের লেখাটুকু মনোযোগ সহকারে পড়ুন।

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার apps

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার জন্য বেশ কিছু অ্যাপ রয়েছে। এগুলোর মধ্যে বিশ্বস্ত কয়েকটি অ্যাপ এর নাম নিচে উল্লেখ করা হলে-

১. Clip Claps

এটি একটি অ্যাপ, যেটির সাহায্যে আপনি অ্যান্ড্রয়েডে গেমস খেলতে পারবেন। এটা অনেকটা লটাটি খেলার মতোই। আর এখানে গেমস খেলে বা গেমস এর ভিডিও দেখে, আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে। এই টোকেন। এই টোকেন এর বিনিময়ে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ আপনি যতটা টোকেন সংগ্রহ করতে পারবেন, ততো বেশি আয় করতে পারবেন।

২. Pick My Postcode

Pick My Postcode আরেকটি বলে বিশ্বস্ত সাইট। এই সাইটের মাধ্যমে আপনি ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে দৈনিক একটি করে নম্বর সিলেক্ট করতে হয়। আর এখানে লটারীতে যদি আপনার সিলেক্ট করা নাম্বারটি ওঠে তাহলে আপনি জিতে গিয়ে, এখান থেকে টাকা পাবেন। বর্তমান সময়ে অনেকেই এই সাইটের মাধ্যমে টাকা আয় করে থাকেন।

৩. Free Birthday Lottery

Free Birthday Lottery একটি মজাদার ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার অ্যাপ। এই অ্যাপে সহজেই লটারী জিতে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে অ্যাপটি ডাউনলোড এর পর নিজের জন্ম তারিখ প্রদান করতে হয়। আর জন্ম তারিখ দিয়েই এখানে লটারী করা হয় প্রতিদিন। এতে যদি আপনার দেয়া জন্ম তারিখটি লটারী বা ড্র এর মাধ্যমে উঠে আসে, তাহলে এর বিনিময়ে আপনি ডলার পাবেন।
তবে কথা হচ্ছে, Free Birthday Lottery এর মাধ্যমে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার ক্ষেত্রে, যেদিনের টাকা সেদিনই উইথড্র করতে হবে। নয়তো, পরে এই টাকা কিন্তু আপনা আপনিই ব্যালেন্সের মোট অ্যামাউন্ট থেকে গায়েব হয়ে যায়!

এরকম আরও কিছু ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার apps

  • Free Bkash App
  • Qureka
  • Earn Easy
  • Ludo King
  • Make money cash

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার ওয়েবসাইট

১. Small Worker

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার একটি বিশ্বস্ত ওয়েবসাইট হলো Small Worke। এখানে শুধুমাত্র ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতেই পারবেন না, বরং ভিডিও দেখা, গেমস খেলাসহ আরও নানাভাবে টাকা আয় করতে পারবেন।
লটারী খেলে টাকা ইনকাম
আর এই টাকা আয় করার মাধ্যমে আপনি বেশ ভালো অ্যামাউন্টের একটি পেমেন্ট পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই টাকা আপনি বিকাশের মাধ্যমেই উত্তোলন করতে পারবেন।

২. Lucky Emoji

নামটা শুনতেই হয়তো অনেকের কাছে ইন্টারেস্টিং লাগছে। আমাদের দৈনন্দিন জীবনে সবাই কমবেশি ইমোজি ব্যবহার করি। শুনতে অবাক লাগলেও সত্যি যে, আমরা সবসময় যে ইমোজি গুলে আমাদের প্রতিক্রিয়া বোঝানোর জন্য ব্যবহার করি, সেগুলো দিয়েও ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা যায়। আর এ সবটাই করতে পারবেন Lucky Emoji তে।

৩. Free National Lotto

এটিও একটি দারুণ ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও কিছু দরকারি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয় এবং রেজিস্ট্রেশনের পর খেলার সুযোগ দেয়া হয়। তখন আপনাকে খুব সম্ভবত ৫ টি নম্বর সিলেক্ট করতে বলা হবে।
আর আপনার সিলেক্ট করা ৫ টি নম্বরের মধ্যে একটিও যদি লটারী বা ড্র এ উঠে আসে তাহলে আপনি লটারী জিতে যাওয়ার জন্য টাকা পাবেন। সাধারণত ৪৮ ঘণ্টার মধ্যেই এই টাকা প্রাপকের কাছে পৌঁছানো হয় এখান থেকে টাকা উইথড্র করার কয়েকটি উপায় আছে-
  • বিকাশ
  • পেপাল
  • গিফট কার্ড
এগুলোর যেকোনো একটি উপায়েই আপনি টাকা আয় করতে পারবেন।

এক্ষেত্রে, এই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যে তথ্যগুলো চায়, সেগুলো দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করার পরেই, রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লটারী খেলার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, আপনাকে আপনার যেকোনো পছন্দের তিনটি ইমোজি সিলেক্ট করতে হবে।

এরপর অনেকগুলো ইমোজি দিয়ে একটি ড্র করা হবে। আর তখন আপনি যে ইমোজি গুলো সিলেক্ট করেছেন, সেই ইমোজিগুলো যদি আসে, তাহলে আপনি জিতে যাবেন এবং এর বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।

বহুল প্রচলিত আরও কিছু ফ্রি লটারী খেলে টাকা ইনকাম সাইট-

  • Rozdhan
  • 4Fun
  • Winzo Gold
  • Jeet11
  • Earnkaro

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম

ইসলাম ধর্মের দিক নির্দেশনার দিকে তাকালে দেখা যায়, মহান আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদেরকে হালালভাবে উপার্জন করার কথা বলেছেন। আর হালালভাবে উপার্জন করতে হলে অবশ্যই এমন কোনো উপায়ে টাকা আয় করা যাবে না, যা কিনা ইসলামে নিষিদ্ধ। সাধারণ ফ্রি লটারী খেলে টাকা ইনকাম হারাম কিনা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে।

যেসব গেমসগুলোতে লটারী খেলে টাকা আয় করতে হলে ইনভেস্ট করতে হয়, সেখানে কিন্তু কিছুটা ঝুঁকি থাকে। টাকা লস হওয়ার ভয় থাকে। কিংবা এখান থেকে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ এর বিনিময়ে যদি কিছু বেশি টাকা আয় করা যায়, তাহলেও সেখানে আলাদা করে হালাল হারামের বিষয়ে প্রশ্ন ওঠে।

কারণ এতে যদিও ইনভেস্টমেন্ট এর তুলনায় অধিক টকা আয় করা যায়, তবে এটা সুদ হিসেবে গণ্য হয়। আর ইসলাম ধর্মে সুদ গ্রহণ করা হারাম। যার ফলে এরকম লটারী খেলে টাকা ইনকাম নিষিদ্ধ।

আবার, ইনভেস্টমেন্ট না করে, ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করতে গেলেও, সেখানে যদি এমন কোনো কাজ করতে হয়, যা ইসলাম বিরোধী, নিষিদ্ধ, অশ্লীল বা যেসব কাজ একদমই পরিশ্রমবিহীন এবং সময় নষ্ট করা, তাহলে সেসব ধরনের লটারী খেলাও অবশ্যই হারাম।

অন্যদিকে, এসব কাজ যদি প্রতিযোগিতামূলক হয়, তাও হারাম বলে বিবেচিত হবে। তাই, কেউ যদি শতভাগ হালাল উপায়ে টাকা আয় করতে চান, তাহলে তার জন্য পরামর্শ থাকবে, ফ্রি লটারী খেলে টাকা ইনকাম না করাই উত্তম।

উপসংহার

আজকে আমরা এই আর্টিকেলে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম সম্পর্কে আলোচনা করলাম। কোন অ্যাপস এবং ওয়েবসাইট গুলোর মাধ্যমে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করবেন, তার সবকিছু নিয়েই আমরা আলোচনা করেছি এই আর্টিকেলে। একই সাথে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম হালাল নাকি হারাম এই বিষয়টিকেও যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করেছি।

আজকের আর্টিকেল নিয়ে কোনো ধরনের আপত্তি বা উপদেশ থাকলে অথবা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এরকম আরও তথ্য পেতে আমার ওয়েবসাইটের ওপর চোখ রাখবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url