বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য

প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, আপনি কি বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য সম্পর্কে খোঁজাখুঁজি করছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কারণ আজকে আমরা বিদায়ী ছাত্রদেরকে উদ্দেশ্য করে ছোটদের বক্তব্য একদম ইউনিক ভাবে তুলে ধরব।
বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য
আপনি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে বিদায়ী ছাত্রদেরকে সুন্দর একটি বক্তব্য উপহার দিতে পারবেন। বিদায় মানে হলো সমাপ্তি, আর দেখা না হওয়া, কথা না হওয়া ইত্যাদি। আর এই দিনটিকে বিদায়ী ছাত্রদের জন্য চিরস্মরণীয় করে রাখতে হৃদয়স্পর্শী বক্তব্য প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। যাতে এই বক্তব্য তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে সাহায্য করে।

ভূমিকা

কেউ কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে অবশ্যই একদিন না একদিন তাকে প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হবে। এই সময়টা খুবই কষ্টের এবং বেদনার। এই কারণে ছোটদের উচিত বড়দের উদ্দেশ্যে অর্থাৎ বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়া।

এর ফলে বিদায়ী শিক্ষার্থীদেরকে খুশি করা যায় এবং এই বক্তব্যের মাধ্যমে বড়দের কাছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা পাওয়া যায়। এজন্য বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য দিবেন বড় ভাইদের উদ্দেশ্যে সে সম্পর্কে বিস্তারিত নমুনা নিচে দেওয়া হলো।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের কিভাবে বক্তব্য দিতে হয়

কোনো প্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন দিক লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে বক্তব্য দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় ছোটরা বড়দের সামনে বেয়াদবি করে, এছাড়া অনেকে অনেক অন্যায় অবিচার করে থাকে। ছোটদের উচিত বড়দের কাছে বিদায় অনুষ্ঠানের বক্তব্যে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কারো কোনো পাওনা থাকলে তা মিটিয়ে দেওয়া।

বক্তব্যের প্রতিটি ব্যক্তির শব্দ শুদ্ধভাবে বলার চেষ্টা করতে হবে। বক্তব্যের শুরুতে সালাম এবং শ্রদ্ধা জানানোর জরুরী। তারপর নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বক্তব্যের মাঝে তুলে ধরতে পারেন। এরপর বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে মূল বক্তব্য গুলো তুলে ধরতে পারেন।
চেষ্টা করবেন বক্তব্য যেন খুব বেশি লম্বা না হয়, কেননা এতে অনেকেই বিরক্ত হতে পারে। সবশেষে আপনার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিবেন এবং শ্রদ্ধার সাথে বিদায় জানাবেন। বিদায়ী ছাত্রদের দিনটি সুন্দর করার লক্ষ্যে এভাবে আপনি বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য এর সমাপ্তি ঘটাতে পারেন।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য

যারা ছোট শিক্ষার্থী রয়েছেন তারা বড় ভাইদের উদ্দেশ্যে অথবা বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে এভাবে বক্তব্য দিতে পারেন:

অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই আমার সালাম ও অভিনন্দন আসসালামু আলাইকুম।

এ বিদায় আপনাদের স্বপ্নের সিঁড়িতে পদার্পণের বিদায়। এ বিদায় আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বিদায়। আজ আপনারা চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবেন। জানি এভাবে আর দেখা হবে না। এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নিবে তবেই নতুনের আগমন ঘটবে।

যাদেরকে নিয়ে এত উল্লাস দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত মনে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। আপনাদেরকে আমরা সেই ভাবে একই অঙ্গনে আর দেখবো না। হয়তো কোনো একদিন দেখা হবে ব্যস্ত রাস্তার অলি গলিতে। ক্ষণিকের জন্য হয় তো একটু কথাও হবে, কিন্তু সেই আগের মতো গল্প করা হবে না।

না জেনে কতো ভুল পথে পা বাড়িয়েছি তখন আপনারা আমাদের ছোট ভাই বোনের মতো শাসন করেছেন আগলে রেখেছেন। আপনাদের সাথে আমাদের কাটানো এত মধুময় স্মৃতি কি করে ভুলে যাব। জানি কখনও ভোলা সম্ভব না, রয়ে যাবে হৃদয়ের গহীনে স্মৃতির পাতায়। কোনো দিন হঠাৎ দেখা হলে হয়তো মনে পড়বে আপনাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো।

আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা চির কৃতজ্ঞ। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি। আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পারাও ভাগ্যের ব্যাপার। আমাদের মতো কম বুঝতে পারা মানুষদের আপনারা টেনে নিয়েছিলেন বুকে।

দেখিয়ে দিয়েছেন আধার থেকে আলোর পথে আসার গিরিপথ। কখনো কখনো হয়তো বা আপনারা আমাদের আচরণে কষ্ট পেয়েছেন। আমরা আপনাদের কাছে আজ ক্ষমাপ্রার্থী।

চাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ আর নেই কথা নয়নে শুধুই অস্ত্রপাত। কেটে গেছে অনেকদিন বুঝিনি কখনো ছেড়ে যাবেন আমাদের। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ। নতুন পথের যাত্রী আপনারা। ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ অত্র বিদ্যালয়ে থেকে আপনাদের বিদায় দিতে হচ্ছে।

এই বিদায় শব্দটা উচ্চারণ করতে গিয়ে মনটা বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে বারবার। শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে আপনারা আজ নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন।
আপনারা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারেন পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন। পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য সংক্ষিপ্ত বাংলায়

সম্মানিত উপস্থিত বৃন্দ ভাই ও বোনেরা এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকারা আপনাদের জানাই হাজারো শ্রদ্ধা এবং ভালোবাসা এবং জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিদায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে কিছু আলোচনা পেশ করতে চাই।

আজকের মূল উদ্দেশ্য হলো বিদায়ী ছাত্রদেরকে সম্মানের সাথে বিদায় দেওয়া এবং তাদের সাথে শেষ মুহূর্তে কিছু উপদেশ মূলক কথা বলা। এই বিদায় শেষ বিদায় নয়, বরং নতুন একটি অধ্যায় শুরু করা।

বিদায়ী সকাল ছাত্রদের জন্য দোয়া করি যাতে তারা তাড়াতাড়ি তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় এবং এই সফলতাকে দেখে আমরাও সফল হতে পারি। আর বেশি কথা বাড়াবো না। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আমার বক্তব্য এখানেই শেষ করছি।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য কবিতা সহ

কোকিল ঢাকা বসন্তের সোনালী দিনগুলি পেরিয়ে গ্রীষ্মের কাঠফাটা রোদের অসহনীয় ঝলসানিকে উপেক্ষা করে বর্ষার রিমঝিম ধনি যখন প্রকৃতিকে আলিঙ্গন করতে যাচ্ছে ঠিক তেমনি এক আনন্দঘন মুহূর্তে বেজে উঠল তোমাদের ক্ষণিকের বিদায় ঘণ্টা।

আজ আমাদের অন্তরে বয়ে নিয়ে এসেছে এক মর্মান্তিক বেদনার করুণ সুর, যা উচ্চারণে আমাদের হৃদয় ফেটে যায়। তাই আজ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে কবির ভাষায় বলতে হয়-

শুধু বলি তোমাদের এ শুভ বিদায়ে, দিব নাহি বাঁধা,
গৌরব নিয়ে ফিরে এসো: এইতো মোদের আশা।"

জীবনের এ গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমাদের সামনে এখন দীপ্তিময় প্রত্যাশা। দীর্ঘ দিন ঘরে এ শিক্ষাঙ্গনে ছিল তোমাদের জ্ঞান সাধনার একনিষ্ঠ চারণভূমি। তোমাদের অর্জিত জ্ঞান- সাধনা নিয়ে যাচ্ছে স্বর্ণজ্জল অঙ্গনে। তোমরা অকুতোভয় সৈনিকের মত সামনের দিকে এগিয়ে চলো।

সাফল্যের পথ যতই দুর্গম ও বন্ধুর হোক তোমাদের অবিচল নিষ্ঠা এবং কর্মোদ্যম সে পথের সকল বাঁধা বিঘ্নকে তুচ্ছ করে দিতে পারে। তাই তোমাদের অগ্রযাত্রা হোক গৌরবময় ও উজ্জ্বল।

হে পূর্বসূরি তরুণ সঙ্গীরা, তোমাদের অনাগত উজ্জ্বল জীবনের সুখময় স্বপ্নগুলো আমাদেরকে যতই গর্বিত করুক না কেন এ মুহূর্তে অতীত দিনের স্মৃতি আমাদের নিঃশ্বাসকে বড় বেশি ভারি করে তুলছে। কিন্তু তোমাদের উজ্জ্বলতর আদর্শ আজ আমাদের প্রেরণার উৎস।

তাছাড়া তোমাদের বিগত দিনের সাফল্যে আমরা হব গৌরবান্বিত আর তোমাদের সেই অফুরন্ত ভালবাসা, স্নেহ মাখানো শাসন কোনো দিন ভুলবো না। সহ অবস্থানে থাকতে আমাদের দ্বারা কোনো ভাবে ব্যথা পেলে বিদায় বেলায় সব কিছু ভুলে ক্ষমা করে দিও। তোমাদের আগামী জীবনের সার্বিক আলোক প্রভা ছড়িয়ে পড়ুক সর্বক্ষেত্রে, পরম করুণাময়ের নিকট এই আমাদের মিনতি।

বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য ইংরেজিতে

আমরা অনেকেই বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ইংরেজিতে বক্তব্য দিতে চাই, কিন্তু ইংরেজি ভাষা না জানার কারণে পারিনা। তারা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হতে পারবেন। নিজেকে সবার সামনে স্মার্ট ভাবে তুলে ধরার জন্য ইংরেজিতে বক্তব্য দিতে পারেন এইভাবে:

In today's farewell ceremony, I would like to present some discussions to the outgoing students. Today's main purpose is to bid farewell to the outgoing students with respect and give them some last minute words of advice. Praying for the outgoing morning students that they will be able to reach their goals soon and seeing this success we can also be successful. I will not say more. Good luck to you all, I conclude here.
এভাবে সুন্দর করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইংরেজিতে বক্তব্য রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে উচ্চারণ যেন শুদ্ধ হয়। এক্ষেত্রে বারবার আপনি প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত করতে পারেন।

আমাদের শেষ কথা: বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য

বিদায়ী ছাত্রদের জন্য যত বেশি উৎসাহমূলক কথা বলবেন তত বেশি তারা অনুপ্রাণিত হবে এবং তাদের সফলতা অর্জন করার সহজ হবে। এজন্য এভাবে কিছু কথা বলতে পারেন যে, আমরা ছোটরা আজকে বিদায়ী শিক্ষার্থীদেরকে বিদায় দিতে এসে আবেগপ্রবণ হয়ে গেছি। আশাকরি আপনারা যেখানেই যাবেন সেখানেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন, এবং আপনাদের কাতারে যেন আমরাও শামিল হতে পারি।

সম্মানিত পাঠক এভাবে যদি আপনি বক্তব্য দিতে পারেন তাহলে সকলের মন জয় করে নিতে পারবেন। আপনারা জানতে পারলেন বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য সম্পর্কে। উক্ত বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ২২ জানুয়ারী, ২০২৫ এ ৮:০১ PM

    very helpful post..thank you

  • নামহীন
    নামহীন ২২ জানুয়ারী, ২০২৫ এ ৮:০৬ PM

    ধন্যবাদ

    • নামহীন
      নামহীন ২২ জানুয়ারী, ২০২৫ এ ৮:১৬ PM

      আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url