Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়?

দারাজের Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায় এ বিষয় নিয়েই আজকের আমাদের প্রতিবেদন। তার সঙ্গে জানতে পারবেন কিভাবে এখান থেকে পণ্য কিনবেন এবং অর্গানিক প্রোডাক্ট খুঁজে বের করবেন সেই পদ্ধতি।
Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়

দারাজ পণ্য

বাংলাদেশের শীর্ষ তালিকার ই-কমার্স ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে দারাজ। ধরতে গেলে এটি বাংলাদেশের প্রথম স্থান দখল করে রেখেছে। এখানে রয়েছে বিশাল পণ্যের সমাহার। প্রায় কয়েক হাজার ক্যাটাগরির পণ্য এবং নিয়মিত কয়েক লক্ষ পণ্য মজুদ থাকে তাদের ওয়্যার হাউজে।

আর এখানে প্রতিদিন লক্ষাধিক প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে। ১৯১২ সালে এই প্রতিষ্ঠানটি পাকিস্তানের প্রতিষ্ঠিত হয়। এরপর এটি বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল এবং আরও অন্যান্য দেশে বিস্তার লাভ করেছে। যত দিন যাচ্ছে তার বিস্তার ততই বৃদ্ধি পাচ্ছে।

এখানে তাদের ওয়েবসাইট দেখে একজন ক্রেতা যেকোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন। হোম ডেলিভারি দেওয়ার সুবিধাও রয়েছে এখানে। একই সঙ্গে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য গ্রহণ করতে পারবেন। যার কারণে গ্রাহকের রিস্ক কম থাকে।

আর বর্তমানে মানুষ দারাজ থেকেই পণ্য কিনতে বেশি পছন্দ করে থাকে। এছাড়াও কেউ চাইলে তাদের নিকটবর্তী জোনাল অফিস থেকে সংগ্রহ করতে পারে পণ্য। কারণ বর্তমান সময়ে প্রতিটি জেলা এবং অন্যান্য উপজেলাগুলোতে এর অফিস রয়েছে।

Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়?

এখন আমরা জানবো এই মার্ট থেকে কিভাবে পণ্য ক্রয় করা যায় আর এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সে বিষয় সম্পর্কে। একে সাধারণত সংক্ষিপ্ত ভাবে বলা হয় D Mart, যার পূর্ণ নাম হচ্ছে দারাজ মার্ট। অনেকেই এই কথাটির সাথে পরিচিত নয় কিংবা কম শুনেছেন এমন শব্দ। এখন আপনাদের জানাচ্ছি মূলত এই দারাজ মার্ট কি এবং কোন ধরনের প্রডাক্ট পাওয়া যায়।

অল্প খরচে মাসের বাজার করার সুবিধার্থে দারাজ একটি অনলাইন শপ তৈরি করেছে। আর তাকে বলা হয় দারাজ মার্ট। মূলত এটি হচ্ছে এক ধরনের অনলাইন গ্রোসারি শোপ। যেখানে বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ঔষধ, রান্না সামগ্রী, এবং অন্যান্য চাহিদা সম্পন্ন প্রোডাক্ট রয়েছে। এখন এর বিস্তারিত জানবো এবং দেখে নিব কিভাবে এখান থেকে পণ্য অর্ডার করা যায়।

ঔষধ সামগ্রী: মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চিকিৎসা। তবে এর মধ্যে রয়েছে দুইটি ভাগ। একটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা, অন্যটি হচ্ছে গুরুত্বপূর্ণ চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা গুলো সাধারণত ঘরে বসে সম্পন্ন করা যায়। আর দারাজ এসব পাওয়া আরও সহজ করে দিয়েছে তাদের গ্রোসারির সাথে ঔষধ, প্যাড, ব্যান্ডেজ, মাস্ক, এবং চিকিৎসার ইন্সট্রুমেন্ট গুলো।

রান্না সামগ্রী: Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায় এই প্রশ্নটি যদি আসে তাহলে প্রথমে আসে রান্নার সামগ্রীর কথা। কারণ এটি নিত্য প্রয়োজনীয় একটি বিষয় এবং এসব সামগ্রী প্রতিদিন প্রয়োজন হয়ে থাকে।

এখন ছোটখাটো এবং বড় ধরনের বাজারগুলো বাইরে না গিয়েও করতে পারবেন ঘরে বসেই। যেমন এখান থেকে কিনতে পারবেন রাঁধুনি বিরিয়ানি মসলা, ম্যাগি নুডুলস, রোস্ট মসলা সহ আরও নানা ধরনের মসলা, মিল্ক পাউডার, চা, কফি, বিস্কুট, চিনি সহ আরও অন্যান্য পণ্যগুলো। আর এই ক্যাটাগরির পণ্যগুলো বেশি সংখ্যক গ্রাহক অর্ডার করে থাকেন।

বেবি কেয়ার প্রোডাক্ট: বাচ্চাদের যত্ন সবাই করে থাকে। হোক সে নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত অভিভাবক। এ সকল অভিভাবকরা তাদের বাচ্চাদের যত্ন করে থাকেন। অনেকেই রয়েছেন যারা শহরের বাইরে থাকে এবং তারা বেবি কেয়ার প্রোডাক্টগুলো কিনতে পারেনা সহজে।
তারা বেশিরভাগ এই দারাজ থেকে বেবি কেয়ার প্রোডাক্ট অর্ডার করে থাকেন। আর আপনারা অবশ্যই এখান থেকে এ সকল পণ্য পাবেন। যেমন রয়েছে Baby Wips, ল্যাক্টোজেন, ‌বেবি শপ, লোশন, বেবি অয়েল, বিভিন্ন ধরনের পাউডার সহ আরও অন্যান্য প্রোডাক্টগুলো।

সৌন্দর্য ও স্বাস্থ্য বিষয়ক পণ্য: ছেলে হোক আর মেয়ে হোক, বৃদ্ধ কিংবা যুবক সবাই নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য রূপচর্চা করে থাকেন। ঘরে বসেই এই সৌন্দর্য বৃদ্ধির পণ্যগুলো পেয়ে যাবেন আপনারা সহজে। যেমন এখান থেকে পাচ্ছেন আপনারা মাস্ক, পটেটো পাউডার, ডেটল এবং ইত্যাদি পণ্য সামগ্রী। আর এই উল্লেখিত পণ্যগুলো মানুষজন বেশি নিচ্ছেন। Mart থেকে এই সকল পণ্যগুলো বেশি বিক্রি হচ্ছে।

সেনেটারি পণ্যসমূহ: টিস্যু, হারপিক, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার এবং অন্যান্য সেনেটারি পণের ব্যাপক চাহিদা রয়েছে এখানে। বিশেষ করে এসব পণ্যগুলোর প্রতি দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের অফার। যার কারণে ক্রেতারা বেশি কিনতে আকৃষ্ট হয় এবং এই সকল পণ্য কিনে থাকেন। আর এগুলো পণ্য সবার পছন্দের তালিকায় রয়েছে।

দারাজের অফার

আমরা উপরের দেখলাম Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায় সে বিষয় সম্পর্কে। এখন আমরা জানবো এই মার্টে কি রকম অফার দেওয়া হয়ে থাকে। দারাজের ৮০ শতাংশ প্রোডাক্টে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়ে থাকে।

এছাড়াও দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের কুপন এবং ক্যাশব্যাক অফার গুলো। তবে D Mart এ কি রকম অফার থাকে সে বিষয়ে এখন তুলে ধরা হবে। সবচেয়ে বেশি অফার দেওয়া থাকে হচ্ছে সেনেটারি ও স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্টগুলোতে। এখানে ১০ থেকে ২০ শতাংশ এমনকি কিছু কিছু প্রোডাক্টে ৩০ শতাংশ পর্যন্ত অফার দেয়।

আর অন্যান্য পণ্যগুলোতে ৫ শতাংশ থেকে শুরু করে আরও বেশি অফার দেওয়া হয়ে থাকে। যার কারণে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক পণ্যগুলো অল্প দামেই কিনতে পারেন সাধারণত ক্রেতারা।
তাই দারাজ এর স্লোগান হলো "কম খরচে মাসের বাজার"। অর্থাৎ প্রত্যেক মাসে নিত্য প্রয়োজনীয় বাজার বিভিন্ন অফারের মাধ্যমে এখান থেকে অল্প দামে দিতে পারেন সাধারণ ক্রেতারা। তবে হ্যাঁ এগুলো অবশ্যই অনলাইনে অর্ডার করে কিনতে হবে।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

এখান থেকে পণ্য কিনতে হলে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর এর জন্য মোবাইল নম্বর সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হয়। অ্যাকাউন্ট তৈরি করার পর কিভাবে আপনারা D Mart থেকে পণ্য অর্ডার করবেন তা নিচে দেওয়া হলো।
  • প্রথমে প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ ডাউনলোড করতে হবে কিংবা সরাসরি আপনারা এই লিঙ্কে প্রবেশ করে দারাজ মার্টে প্রবেশ করতে পারবেন।
  • এখানে প্রবেশ করার পর আপনি যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন আর দেখতে পারবেন Buy Now নামের একটি অপশন। এখানে ক্লিক করুন।
  • যদি আপনারা একাধিক পণ্য নিতে চান সে ক্ষেত্রে Add to Cart অপশনে ক্লিক করুন। তাহলে সেক্ষেত্রে একাধিক পণ্য একসঙ্গে ক্রয় করতে পারবেন।
  • এরপর Cart থেকে Proceed to pay অপশন এ গিয়ে পণ্যটি অর্ডার করে কনফার্ম করুন।
উপরের এই নিয়মেই দারাজ অনলাইন গ্রোসারি স্টোর থেকে পণ্য কেনা যায়। আর এই পদ্ধতিতে সাধারণ ক্রেতারা কিনে থাকেন সবচেয়ে বেশি। আর অবশ্যই এখানে ডেলিভারি অ্যাড্রেস ভালোভাবে দিতে হবে। আর কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নিবেন Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়। যাতে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট মিস না যায়।

মুদি পণ্যগুলো কেন দারাজ থেকে কিনবেন

এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন দারাজ থেকে এই সকল পণ্য কিনতে হবে এবং এর সুবিধা কি কি। এখানে আপনারা সকল জনপ্রিয় পণ্য সমূহ গুলো পেয়ে যাচ্ছেন। যেগুলা আপনার হাতের নাগালে নাও থাকতে পারে। এখানে কম খরচ এর মাধ্যমে পণ্য কেনা সম্ভব হয়। যার কারণে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এর জনপ্রিয়তা বেশি।
শুধু তাই নয় এর ওয়্যার হাউজের দ্রুত প্রসেসিং সুবিধাও রয়েছে, যার কারণে ডেলিভারি খুব দ্রুত হয়ে যায়। আর এখান থেকে কেনার অন্যতম সুবিধা হচ্ছে এখানে সুলভ মূল্যে কেনার নিশ্চয়তা রয়েছে। যেমন বিভিন্ন অফারের কারণে সাধারণ মুদির দোকানের তুলনায় এখানে প্রোডাক্টের দাম কম থাকে। তাই ক্রেতারা এখান থেকে পণ্য কিনতে আকৃষ্ট হয় এবং তাদের বাজার অল্প খরচে হয়ে থাকে প্রতি মাসে।

FAQs: আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১. Mart কি?

উত্তর: Mart (মার্ট) হলো দারাজের একটি বিভাগ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, তেল, ফলমূল, শাকসবজি, বিস্কুট, দুধ, দই, সাবান, পাউডার ইত্যাদি গৃহস্থালি পণ্য কিনতে পাওয়া যায়।

২. দারাজ মার্ট থেকে পণ্য কেনার কতদিন পর ডেলিভারি পাওয়া যায়?

উত্তর: দারাজ মার্ট থেকে পণ্য কেনার সর্বোচ্চ তিন দিনের মধ্যে পণ্য পাওয়া যায়। তবে এটি নির্ভর করে কাস্টমারের অবস্থানের উপর।

৩. Daraz mart এর পণ্য কি ফেরত দেওয়া যায় এবং নিয়ম কি?

উত্তর: দারাজ মার্ট এর পণ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি পণ্যটি সাত দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। এক্ষেত্রে আপনার পণ্যের প্যাকেজটি নিখুঁত রাখতে হবে। দারাজ অ্যাপ এর মাধ্যমে Return বা Refund অপশন ব্যবহার করে পণ্য ফেরত দিতে পারবেন।

সর্বশেষ

আপনারা দেখলেন Mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায় এ বিষয় সম্পর্কে। আরও দেখলেন কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় সে বিষয় নিয়েও। তবে কেনার পূর্বে অবশ্যই সেলারদের রিভিউ দেখে তারপর প্রোডাক্ট নিবেন। দারাজ মার্ট সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url