নাম দিয়ে রাশি জানার উপায় 2025 - জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
নাম দিয়ে রাশি জানার উপায় 2025 এবং জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় নিয়েই আমাদের আজকের এই আর্টিকেল। প্রিয় পাঠক, আপনারা অনেকেই গুগল বা অন্যান্য জায়গায় নিজেের নাম দিয়ে কিভাবে রাশি জানবেন, সে বিষয়ে সার্চ করে থাকেন। কিন্তু অনেকেই হয়তো সঠিকভাবে নাম দিয়ে রাশি নির্ণয় করতে পারেন না। অথবা অনেকে আবার তেমন কোনো বিশ্বাসযোগ্য লেখাই খুঁজে পান না।
সূচিপত্র:আজকের এই আর্টিকেলে আমরা তুলে ধরবো, কিভাবে নাম দিয়ে রাশি জানবেন। একই সাথে কোন মাসের কোন তারিখে জন্ম নিলে কি রাশি হয়, তা নিয়েও আমরা এই লেখায় আলোচনা করেছি। নাম দিয়ে রাশি জানার উপায় 2025, জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচনা
অনেকেই আছেন যারা জন্ম তারিখ দিয়ে রাশিফল নির্ণয় করেন। কেউ কেউ নাম দিয়েও নিজেের রাশি জানতে চান। এই নাম এবং রাশিফলের ওপর কিন্তু মানুষের চরিত্র, বিপদ, আয়, ব্যয়, ভবিষ্যৎ, আচরণ এবং নানারকম চারিত্রিক গুণাবলি অনেকাংশে নির্ভর করে।
জানিয়ে রাখি, নাম দিয়ে রাশিফল নির্ণয়ের ক্ষেত্রে কেউ কেউ সম্পূর্ণ নাম ব্যবহার করেন, কেউবা শুধুমাত্র নামের প্রথম অক্ষর। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা আজকের আর্টিকেলে সব বিষয়গুলোই পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন, দেরী না করে শুরু করা যাক।
নাম দিয়ে রাশি জানার উপায় 2025
রাশিফলে রাশির প্রকারভেদ কিন্তু ১২ টি। এগুলো হলো-
- মেষ
- বৃষ
- মিথুন
- কর্কট
- সিংহ
- কন্যা
- তুলা
- বৃশ্চিক
- ধনু
- মকর
- কুম্ভ
- মীন
এই ১২ টি রাশি দিয়েই মানুষকে ১২ টি ভাগে চিহ্নিত করা যায়। চলুন নামের প্রথম অক্ষর অনুসারে কার কোন রাশি তা জেনে নেয়া যাক-
মেষ রাশি
এই রাশির অধিপতি- মঙ্গল
রাশিচক্রের স্থান- প্রথম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- অ
- আ
- লি
- লোচ
- লু
- লা
- লে
- লো
- চো
- চে
বৃষ রাশি
এই রাশির অধিপতি- শুক্র
রাশিচক্রের স্থান- দ্বিতীয়
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- অ
- ই
- উ
- এ
- ঐ
- ও
- ভো
- ভ
- ইউ
- ব
- বা
- বি
- বু
- বে
- বো
মিথুন রাশি
এই রাশির অধিপতি- বোধ
রাশিচক্রের স্থান- তৃতীয়
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- এ
- এন
- হ
- হি
- ক
- ড
- চ
- কা
- কি
- কু
- কে
- কো
কর্কট রাশি
এই রাশির অধিপতি- চন্দ্র
রাশিচক্রের স্থান- চতুর্থ
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- হ
- হি
- হেন
- হো
- হেড
- দা
- ডি
- ডে
- ডো
- হয়
সিংহ রাশি
এই রাশির অধিপতি- সূর্য
রাশিচক্রের স্থান- পঞ্চম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- তা
- তু
- ট
- টে
- টি
- টো
- ম
- মি
- মে
- মো
- মু
কন্যা রাশি
এই রাশির অধিপতি- বুধ
রাশিচক্রের স্থান- ষষ্ঠ
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- প
- পি
- পু
- পো
- পে
- এন
- থ
- ন
- থা
- ধ
- ধো
- শ
তুলা রাশি
এই রাশির অধিপতি- শুক্র
রাশিচক্রের স্থান- সপ্তম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- ত
- র
- তা
- রা
- তি
- রি
- ত
- রু
- রে
- রো
বৃশ্চিক রাশি
এই রাশির অধিপতি- মঙ্গল
রাশিচক্রের স্থান- অষ্টম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- আ
- ল
- ব
- ট
- বে
- না
- নি
- টে
- বি
- নু
- নে
- টি
- নো
- ইয়া
- ই
ধনু রাশি
এই রাশির অধিপতি- বৃহস্পতি
রাশিচক্রের স্থান- নবম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- ই
- ইয়ে
- ইয়ো
- ভ
- ভা
- ভি
- ধ
- ভু
- ধা
- য়
মকর রাশি
এই রাশির অধিপতি- শনি
রাশিচক্রের স্থান- দশম
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- জ
- জা
- জি
- খ
- খা
- খু
- গ
- গা
- ভো
- খি
- খো
কুম্ভ রাশি
এই রাশির অধিপতি- শনি
রাশিচক্রের স্থান- একাদশ
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- গে
- সে
- স
- গ
- দা
- সো
- গো
- দ
- সা
- সি
- সু
মীন রাশি
এই রাশির অধিপতি- শনি
রাশিচক্রের স্থান- দ্বাদশ
যে অক্ষর গুলো নামের প্রথমে থাকলে এই রাশির অন্তর্ভুক্ত হবে-
- ড
- দি
- দু
- থ
- চা
- চি
- ছ
- ঝা
- জে
- ড
- দে
- দো
তো, প্রিয় পাঠক, এই ছিল নামের প্রথম অক্ষরগুলো যেগুলো দিয়ে আপনি রাশি নির্বাচন করতে পারবেন। কারো নামের শুরুতে এই অক্ষরগুলো থাকলে তারা মিলিয়ে নিয়ে দেখতে পারেন যে তারা কোন রাশির অন্তর্ভুক্ত। এবার আসি, জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে।
জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
আপনি কোন মাসে জন্ম নিয়েছেন, আপনার জন্মের তারিখ কি ছিল, এসবের ওপরেও কিন্তু আপনার রাশি নির্ভর করে। চলুন, দেরি না করে জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় জেনে নেওয়া যাক।
- মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- মার্চ মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- এপ্রিল মাসের ২০ তারিখ
- বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- এপ্রিল মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- মে মাসের ২০ তারিখ
- মিথুন রাশি (২১ মে-২০ জুন)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- মে মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- জুন মাসের ২০ তারিখ
- কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- জুন মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- জুলাই মাসের ২০ তারিখ
- সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- জুলাই মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- আগস্ট মাসের ২১ তারিখ
- কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- আগস্ট মাসের ২২ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- সেপ্টেম্বর মাসের ২২ তারিখ
- তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- অক্টোবর মাসের ২২ তারিখ
- বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- অক্টোবর মাসের ২৩ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- নভেম্বর মাসের ২১ তারিখ
- ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- নভেম্বর মাসের ২২ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- ডিসেম্বর মাসের ২০ তারিখ
- মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- ডিসেম্বর মাসের ২১ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- জানুয়ারি মাসের ১৯ তারিখ
- কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- জানুয়ারি মাসের ২০ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ
- মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
- কোন মাসের কোন তারিখ থেকে শুরু হয়- ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ
- কোন মাসের কোন তারিখে শেষ হয়- মার্চ মাসের ২০ তারিখ
অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, প্রায় প্রতি ২৯ থেকে ৩১ দিনে একটি করে রাশির আগমন ঘটে। আর এই দিনগুলোতে যারা জন্ম নেয়, তারা সেই রাশির অন্তর্ভুক্ত।
FAQ: নাম দিয়ে রাশি জানার উপায় 2025 - জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. রাশি জানা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: জ্যোতিষ শাস্ত্র মত অনুযায়ী রাশি কোন ব্যক্তির স্বভাব-চরিত্র, ব্যক্তিত্ব ও ভবিষ্যতের কোনো কিছুর উপর প্রভাব ফেলতে পারে। এটি আপনার ক্যারিয়ার, সম্পদ, স্বাস্থ্য ইত্যাদি সহ জীবনের বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারে বলে তারা বিশ্বাস করেন। কিন্তু বাস্তব জীবনের সাথে এসবের কোনো মিল পাওয়া যায় না।
২. রাশি সম্পর্কে ইসলাম কি বলে?
উত্তর: রাশি বা ভবিষ্যৎবাণী সম্পর্কে ইসলামে নির্দিষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ এবং গায়েব সম্পর্কে মহান আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানেন না। রাশিফলে বিশ্বাস করা সম্পূর্ণভাবে হারাম এবং শিরক। কেননা তারকা বা গ্রহ নক্ষত্র কারো জীবনের উপর কোনো ভাবে প্রভাব ফেলতে পারে না।
৩. রাশি সম্পর্কে বিজ্ঞান কি বলে?
উত্তর: জ্যোতির্বিদ্যা একটি বৈজ্ঞানিক বিষয়, কিন্তু রাশি বা জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞান সম্মত নয়। রাশিফল কেবল মাত্র প্রাচীন একটি বিশ্বাস। জ্যোতিষ শাস্ত্রের কোনো ভিত্তি নেই শুধুমাত্র কিছু ধর্মীয় বিশ্বাস ছাড়া। বিজ্ঞান এটিকে বিনোদন বা ব্যক্তিগত বিশ্বাস হিসেবে জানে। যেহেতু রাশিফল কোনো ভাবেই প্রমাণিত নয়, তাই এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত।
সবশেষে
তো প্রিয় পাঠকগণ, এভাবে আপনারা নিজেদের নাম দিয়ে রাশি নির্ণয় করতে পারবেন। কিন্তু এসব আমাদের জীবনে কোনো রকম প্রভাব ফেলে না। বৈজ্ঞানিকভাবেও এসবের কোনো অস্তিত্ব নেই। নাম দিয়ে রাশি জানার উপায় 2025 সম্পর্কে আমরা যথাসম্ভব সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এই আর্টিকেলে।
এরকম আরও লেখা পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখবেন। নাম দিয়ে রাশি জানার উপায় 2025 ও জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url