নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী - রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী
বাংলাদেশে এখন কোন ঋতু চলছে জানুনসম্মানিত পাঠক, রাজশাহী টু নওগাঁ বিআরটিসি বাসের সময়সূচী এবং নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী সম্পর্কে খোঁজাখুঁজি করছেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। আমাদের বিভিন্ন জরুরি কাজে নওগাঁ থেকে রাজশাহী অথবা রাজশাহী থেকে নওগাঁ যাতায়াত করতে হয়। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ বাসে যাতায়াত করি।
কেননা রাজশাহী থেকে নওগাঁ অথবা নওগাঁ থেকে রাজশাহী বাসে যাতায়াত পদ্ধতি সবচেয়ে সহজ। আজকের এই আর্টিকেলে আপনি আরও জানতে পারবেন রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী (সকল বাসের), নওগাঁ টু রাজশাহী বাস ভাড়া কত এবং রাজশাহী টু নওগাঁ বাস ভাড়া কত, নওগাঁ টু রাজশাহী কত কিলোমিটার, নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাসের সময়সূচী ইত্যাদি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
ভূমিকা
রাজশাহী থেকে নওগাঁ এবং নওগাঁ থেকে রাজশাহী যাতায়াত করার জন্য সবচাইতে ভালো বাস হলো বিআরটিসি (BRTC) বাস। এটি একটি গেটলক বাস, অর্থাৎ তারা মাঝ রাস্তা থেকে কোনো যাত্রী উঠানো তো দূরের কথা তারা কোনো জায়গায় থামে না।
এর কারণে অনেক অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। আর বিআরটিসি (BRTC) এর যত বাস রয়েছে সবই সরকারি। যাত্রীদের সুবিধার জন্য এসব বাস ভোরবেলা সকালবেলা, দুপুরবেলা এবং বিকেল বেলায় চলাচল করে থাকে।
আরেকটি মজার ব্যাপার হলো বিআরটিসি (BRTC) এর বেশিরভাগ বাসেই এসি (AC) রয়েছে। এই আর্টিকেলে এসি এবং নন এসি উভয় বাসেরই সময়সূচী এবং পৌঁছতে কত সময় লাগে সবই জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে মূল বিষয় গুলো সম্পর্কে জানা যাক।
নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী
এখন আমরা নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী জানব। কিন্তু তার আগে জেনে নিব নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার জন্য বিআরটিসি বাস কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। আপনি যদি নওগাঁ থেকে রাজশাহী যেতে চান তাহলে প্রথমে আপনাকে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে।
বালুডাঙ্গা যদি না চিনে থাকেন তাহলে গুগল ম্যাপ ব্যবহার করে খুঁজে নিতে পারেন। অথবা কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই বালুডাঙ্গা আপনাকে পৌঁছে দিবে। তারপর আপনি সহজেই বাস ধরতে পারবেন। এখন নিচে নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী দেওয়া হলো:
নওগাঁ টু রাজশাহী বিআরটিসি (BRTC) এসি বাস ছাড়ার সময় ও পৌঁছানোর সময়
- সকালে বাস ছাড়ার সময় ৬:৪৫ মিনিট (বেশিরভাগ সময় তারা ৭ টায় বাস ছাড়ে) এবং পৌঁছায় ৮:৩০ মিনিটে।
- এর পরের বাস সকাল ৯:৩০ মিনিটে রওনা দেয় এবং রাজশাহীতে পৌঁছে ১১ টা থেকে ১১:৩০ মিনিটের মধ্যে।
- তারপর দুপুর ২:৩০ মিনিটে বাস পাবেন নওগাঁ বালুডাঙ্গায়। এই বাস রাজশাহীতে পৌঁছে ৪ টায়।
- এরপর সর্বশেষ বাস পাবেন বিকাল ৪:৪৫ মিনিটে, এটি রাজশাহীতে গিয়ে পৌঁছায় ৬:১৫ মিনিটে।
নওগাঁ টু রাজশাহী বিআরটিসি (BRTC) নন এসি বাস ছাড়ার সময় ও পৌঁছানোর সময়
পূর্বে আমরা এসি বাস ছাড়ার সময়সূচী সম্পর্কে জানিয়েছি। এখন আমরা জানব নন এসি বাস সম্পর্কে। সাধারণত নন এসি বাসের সময়সূচীর তথ্যও নির্দিষ্ট ভাবে পাওয়া গিয়েছে। সকাল ৭:৩০ মিনিটে, দুপুর ১২:৩০ মিনিটে এবং বিকাল ৫:৩০ মিনিটে নন এসি বাস চলাকাল করে।
আপনি যদি আগে টিকিট কেটে রাখতে চান তাহলে আপনাকে বিআরটিসি কাউন্টারে যোগাযোগ করতে হবে। নিচে কাউন্টারের মোবাইল নাম্বার দেওয়া হলো।
নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাস কাউন্টার নাম্বার
- 01734-587853
- 01710-139435
এই নাম্বারে যোগাযোগ করলে কাউন্টারের সকল তথ্য এবং বাস ছাড়ার সময় জানতে পারবেন। এছাড়া আপনি চাইলে নিজের নামে আগেভাগেই টিকিট বুক করে রাখতে পারেন।
রাজশাহী টু নওগাঁ বিআরটিসি বাসের সময়সূচী
এখন আলোচনা করব রাজশাহী টু নওগাঁ বিআরটিসি বাসের সময়সূচী সম্পর্কে। তবে তার আগে জানতে হবে আপনি কোথায় গেলে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার বাস পাবেন। রাজশাহী থেকে নওগাঁ যেতে হলে আপনাকে প্রথমে রাজশাহী রেলগেটে যেতে হবে।
রাজশাহী রেল স্টেশনের পাশে অবস্থিত রাজশাহী রেলগেট যেখানে বিআরটিসি বাস স্ট্যান্ড রয়েছে। নিচে রাজশাহী টু নওগাঁ বিআরটিসি বাসের সময়সূচী দেওয়া হলো:
রাজশাহী টু নওগাঁ বিআরটিসি এসি বাস ছাড়ার সময় ও পৌঁছানোর সময়
- সকাল ৭:১০ মিনিটে রাজশাহী রেলগেট হতে নওগাঁ যাওয়ার এসি বাস পাওয়া যায়। যেটা প্রায় ৮:৫০ মিনিটে গিয়ে পৌঁছে।
- সকাল ৯ টা ৩০ মিনিটে রাজশাহী রেলগেট হতে এসি বাস পাওয়া যায়। এ বাস নওগাঁতে ১১ টায় গিয়ে পৌঁছায়।
- দুপুর ২ টা ৩০ মিনিটে রাজশাহীতে নওগাঁর বাস পাওয়া যায়, এটি এসি বাস এবং এটি বিকেল ৪ টায় নওগাঁতে পৌঁছায়।
- সর্বশেষ ৪ টা ৪৫ মিনিটে নওগাঁ যাওয়ার এসি বাস পাওয়া যায়। যেটা নওগাঁ জেলায় পৌঁছাতে প্রায় সাড়ে ৬ টা বেজে যায়।
রাজশাহী টু নওগাঁ বিআরটিসি (BRTC) নন এসি বাস ছাড়ার সময়
- রাজশাহী টু নওগাঁ বিআরটিসি (BRTC) নন এসি বাস ছাড়ার সময় সকাল ১০:৩০ মিনিটে।
- রাজশাহী টু নওগাঁ বিআরটিসি (BRTC) নন এসি বাস ছাড়ার সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।
- রাজশাহী টু নওগাঁ বিআরটিসি (BRTC) নন এসি বাস ছাড়ার সময় বিকেল ৫ টা ৩০ মিনিটে।
নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাস কাউন্টার নাম্বার
- 01735-758569
- 01951-836575
- 01712-158890
এগুলো হচ্ছে রাজশাহীর রেলগেটের বিআরটিসি (BRTC) কাউন্টারের নাম্বার। রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য যেকোনো ধরনের সহযোগিতা পেতে উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।
রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী (সকল বাসের)
আপনারা অনেকেই রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী জানতে চেয়েছেন। এখন আমরা রাজশাহী টু নওগাঁ যাওয়ার সকল বাসের সময়সূচী জানাবো। মূলত সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত সব সময় রাজশাহী রেলগেটে নওগাঁ যাওয়ার বাস পাওয়া যায়।
আপনি ১৫ মিনিট পর পর এখানে বাস পাবেন। এখানে লোকাল বাস সহ গেটলক বাস পেয়ে যাবেন। একই সঙ্গে brtc বাস পাবেন। কিন্তু নির্দিষ্ট সময় পর পর বিআরটিসি বাস চলাচল করে তা আমরা পূর্বে উল্লেখ করেছি। আপনি যদি সাধারণভাবে রাজশাহী টু নওগাঁর বাসের সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে নিচের তথ্যগুলো দেখে নিন। রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী হলো:
- সকাল ৭:০০ টা
- সকাল ৭:১০ মিনিট
- সকাল ৭:১৫ মিনিট
- সকাল ৭:৩০ মিনিট
- সকাল ৭:৪৫ মিনিট
- সকাল ৮:০০ টা
- সকাল ৮:১০ মিনিট
- সকাল ৮:১৫ মিনিট
- সকাল ৮:৩০ মিনিট
- সকাল ৮:৪৫ মিনিট
- সকাল ৯:০০ টা
- সকাল ৯:১০ মিনিট
- সকাল ৯:১৫ মিনিট
- সকাল ৯:৩০ মিনিট
- সকাল ৯:৪৫ মিনিট
- সকাল ১০:০০ টা
- সকাল ১০:১০ মিনিট
- সকাল ১০:১৫ মিনিট
- সকাল ১০:৩০ মিনিট
- সকাল ১০:৪৫ মিনিট
- সকাল ১১:০০ মিনিট
- সকাল ১১:১০ মিনিট
- সকাল ১১:১৫ মিনিট
- সকাল ১১:৩০ মিনিট
- সকাল ১১:৪৫ মিনিট
- দুপুর ১২:০০ টা
- দুপুর ১২:৩০ মিনিট
- দুপুর ১২:৪৫ মিনিট
- দুপুর ১:০০ টা
- দুপুর ১:১৫ মিনিট
- দুপুর ১:৩০ মিনিট
- দুপুর ১:৪৫ মিনিট
- দুপুর ২:০০ টা
- দুপুর ২:১৫ মিনিট
- দুপুর ২:৩০ মিনিট
- দুপুর ২:৪৫ মিনিট
- দুপুর ৩:০০ টা
- দুপুর ৩:১৫ মিনিট
- দুপুর ৩:৩০ মিনিট
- দুপুর ৩:৪৫ মিনিট
- বিকাল ৪:০০ টা
- বিকাল ৪:১৫ মিনিট
- বিকাল ৪:৩০ মিনিট
- বিকাল ৪:৪৫ মিনিট
- বিকাল ৫:০০ টা
- বিকাল ৫:১৫ মিনিট
- বিকাল ৫:৩০ মিনিট
- বিকাল ৫:৪৫ মিনিট
- বিকাল ৬:০০ টা
- বিকাল ৬:১৫ মিনিট
- বিকাল ৬:৩০ মিনিট
- বিকাল ৬:৪৫ মিনিট
- সন্ধ্যা ৭:০০ টা
নওগাঁ টু রাজশাহী বাস ভাড়া কত
আপনারা অনেকেই নওগাঁ টু রাজশাহী বাস ভাড়া কত সে সম্পর্কে জানতে চান। নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে বিভিন্ন প্রকার নওগাঁর বাস পাওয়া যায়। যেমন পদ্মা, হানিফ, বিআরটিসি, বিভিন্ন লোকাল বাস ইত্যাদি। বিআরটিসি ছাড়া পদ্মা, হানিফ, সহ যত প্রকার গেট লক বাস রয়েছে সে সকল বাসের ভাড়া ১৮০ টাকা। বিআরটিসি বাসের ভাড়া ২০০ টাকা। এছাড়া অন্যান্য লোকাল বাসের ভাড়া ১৭০ টাকা।
রাজশাহী টু নওগাঁ বাস ভাড়া কত
যারা রাজশাহী থেকে নওগাঁ আসতে চান তাদের জন্য রাজশাহী টু নওগাঁ বাস ভাড়া কত সেটি জানা খুবই জরুরি। কেননা অনেক সময় লোকাল বাস গুলো বেশি ভাড়া দাবি করে থাকে। বিআরটিসি বাসে যদি আপনি আসতে চান তাহলে ২০০ টাকা ভাড়া দিয়ে নওগাঁ আসতে হবে। ছাড়া অন্যান্য গেটলকে ১৮০ টাকা ভাড়া এবং লোকাল বাসের ভাড়া ১৭০ টাকা।
নওগাঁ টু রাজশাহী কত কিলোমিটার
নওগাঁ টু রাজশাহী ৮০ কিলোমিটার রাস্তা। অর্থাৎ আপনি যদি যাতায়াতের সময় বাস ব্যবহার করেন বা যেই রাস্তা দিয়ে বাস চলাচল করে সেই রাস্তা ব্যবহার করা হয় তাহলে ৮০ কিলোমিটার পথ যেতে হবে। এছাড়া সাধারণভাবে নওগাঁ থেকে রাজশাহী এর দূরত্ব হলো ৫০ কিলোমিটার।
তবে দূরত্ব নির্ভর করে আপনার রুট এবং রাস্তার পরিস্থিতির উপর। আশা করি বুঝতে পেরেছেন নওগাঁ টু রাজশাহী কত কিলোমিটার রাস্তা।
নওগাঁ থেকে রাজশাহী যেতে কত সময় লাগে
অনেকেই প্রশ্ন করেন নওগাঁ থেকে রাজশাহী যেতে কত সময় লাগে। রোগা থেকে রাজশাহী যেতে কত সময় লাগবে এটি নির্ভর করবে আপনার যাতায়াত ব্যবস্থার উপর। তবে সাধারণত বেশিরভাগ মানুষ নওগাঁ থেকে রাজশাহীতে বাসে যাতায়াত করে থাকে।
আপনি যদি বিআরটিসি বাসে ভ্রমণ করেন তাহলে ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে রাজশাহী পৌঁছাতে। আর যদি লোকাল বাসে ভ্রমণ করেন তাহলে ৩ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া অন্যান্য গেটলক বাসে ভ্রমণ করলে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে।
নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাসের সময়সূচী
নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাস নিয়মিত চলাচল করে। এজন্য অনেকে নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাসের সময়সূচী সম্পর্কে জানতে চান। বিআরটিসি (BRTC) বাস কাউন্টার হচ্ছে নওগাঁ বালুডাঙ্গা বাস-স্ট্যান্ডে। নিচে যোগাযোগ ঠিকানা এবং সময়সূচী দেওয়া হলো:
নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাস ছাড়ার সময়
- সকাল ৮:০০ মিনিট
- সকাল ১০:০০ মিনিট
- দুপুর ১২:৩০ মিনিট
- দুপুর ২:৪৫ মিনিট
যোগাযোগের ঠিকানা
- 01714-923967
- 01719-827080
FAQs: আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. নওগাঁ টু রাজশাহী এবং রাজশাহী টু নওগাঁ বিআরটিসি নন এসি বাসের ভাড়া কত?
উত্তর: নওগাঁ টু রাজশাহী এবং রাজশাহী টু নওগাঁ বিআরটিসি নন এসি বাসের ভাড়া হলো ১৭০ থেকে ১৮০ টাকা।
২. সরকারি ছুটির দিনগুলোতে বাস চলাচল করে কি?
উত্তর: হ্যাঁ। ঈদ বোঝাসহ বিভিন্ন ধরনের সরকারি ছুটির দিনে বিভিন্ন গেটলক বাস বাস সহ অনেক ধরনের লোকাল বাস চলাচল করতে দেখা যায়। তবে ছুটির দিনগুলোতে বাস ছাড়ার সময়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে। এজন্য আগে বাস কাউন্টারে যোগাযোগ করে নিবেন।
৩. নওগাঁ থেকে বগুড়ার দূরত্ব কত কিলোমিটার?
উত্তর: নওগাঁ এবং বগুড়া পাশাপাশি জেলা। নওগাঁ থেকে বগুড়ায় আপনি যদি যেতে চান তাহলে ৪৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ, নওগাঁ থেকে বগুড়ার দূরত্ব ৪৮ কিলোমিটার।
৪. নওগাঁ টু রহনপুর বিআরটিসি বাস ছাড়ার সময় কখন?
উত্তর: নওগাঁ থেকে রহনপুর বিআরটিসি বাস ছাড়ার সময় হলো বিকাল ৩ টা ৩০ মিনিটে।
৫. নওগাঁ থেকে সাপাহার বিআরটিসি বাস ছাড়ার সময় কখন?
উত্তর: নওগাঁ থেকে সাপাহার বিআরটিসি বাস ছাড়ার সময় বিকাল ৪:২০ মিনিটে।
৬. নওগাঁ থেকে পাবনা বিআরটিসি বাস ছাড়ার সময় কখন?
উত্তর: নওগাঁ থেকে পাবনা বিআরটিসি বাস ছাড়ার সময় সকাল ৭:৩০ মিনিটে।
উপসংহার
প্রিয় পাঠক আমি নিজেও প্রায় নওগাঁ থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে নওগাঁতে বিআরটিসি বাসে যাতায়াত করি, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সকল তথ্য দিয়েছে। তাই ভুল হওয়ার কোনো আশঙ্কা নেই। আপনারা নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার আগে অথবা রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার আগে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
সম্মানিত পাঠক আমরা কোনো টিকিট বা সেবা বিক্রি করি না। আপনাদের সাহায্যের জন্য আমরা আমাদের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই আর্টিকেলে তুলে ধরেছে। রাজশাহী টু নওগাঁ বিআরটিসি বাসের সময়সূচী, নওগাঁ টু বগুড়া বিআরটিসি বাসের সময়সূচী, নওগাঁ টু রাজশাহী বিআরটিসি বাসের সময়সূচী অথবা যেকোনো বিষয় সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url