ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো জেনে নিন

সম্মানিত পাঠক আপনি কি ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো সে সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না? তাহলে আপনি সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন। কেননা আজকে আমরা আলোচনা করব ChatGPT নাকি DeepSeek AI কোনটা ভালো সে সম্পর্কে বিস্তারিত।
ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো
এছাড়া জানতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? চ‍্যাটজিপিটি এবং ডিপসিক এআই এর ব্যবহার সম্পর্কে। এছাড়া আজকের এই আর্টিকেলে আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে যা আপনার অনেক উপকারে আসবে। আমরা ডিপসিক এবং চ্যাট জিপিটি এ আই এর সকল ভাল এবং খারাপ দিক গুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব।

ভূমিকা

বর্তমানে বিভিন্ন ধরনের এ আই টুলস তৈরি করা হচ্ছে এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার পদ্ধতি সহজ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা অনেক সময় প্রয়োজনীয় তথ্যগুলো খুঁজে পাই না। আবার এমনও হয় যে, প্রয়োজনীয় তথ্যগুলো খোঁজাখুঁজি করার সময় থাকে না।

এছাড়া বিভিন্ন ধরনের জটিল বিষয়গুলো আমরা অনেক সময় সমাধান করতে পারি না। এ সকল সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের AI tools ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম একটি টুলস হচ্ছে চ্যাটজিপিটি। ২০২২ সালে মূলত এটি প্রকাশ করা হয়েছিল এবং খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

এই টুলস টি প্রকাশের পর কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন এক যুগের সূচনা হয়। কিন্তু বর্তমানে নতুন একটি এ আই টুলস প্রকাশ করেছে চীন। যারা নাম হলো ডিপসিক (DeepSeek)। অনেকেই মনে করছেন এটি চ‍্যাটজিপিটি কে টেক্কা দিতে সক্ষম।
আজকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে উভয়ই এআই এর মধ্যে কোনটি আপনার জন্য সেরা সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি?

অনেকে জানেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সংক্ষেপে আমরা এআই (AI) বলে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন প্রযুক্তি যা হিউম্যান এর মতো চিন্তা করতে সক্ষম, নিজে থেকে রিসার্চ করত সক্ষম, এছাড়া নিজে থেকে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।

এটি এমন একটি টুলস যা নিজে নিজে রিসার্চ করতে পারে এবং ভবিষ্যতে আপনাকে আরও ভালো উত্তর দিতে পারে। বিভিন্ন জনপ্রিয় এই টুলস রয়েছে যা মানুষের সকল ভাষা বুঝতে সক্ষম। শুধু তাই নয় বর্তমানে এমন অনেক AI টুলস রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মন মতো ছবি এবং ভিডিও তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে।

যারা নতুন রয়েছেন তারা আশা করি বুঝতে পেরেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। এছাড়া আপনারা ChatGPT এবং DeepSeek সম্পর্কে আলাদাভাবে জানতে চান। এই দুটি হলো এক ধরনের চ্যাটবট যা মানুষের সাথে কথা বলতে এবং মানুষের প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করতে সক্ষম।

ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো

অনেকেই জানতে চেয়েছেন ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো। এখন আমরা এই বিষয়ে আলোচনা করব। বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই DeepSeek AI এর নাম শুনে আসছেন। এটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি চ‍্যাটজিপিটির মতো একটি উন্নত মানের চ্যাটবট।

ডিপসিক এআই এ দাবি তারা চ‍্যাটজিপিটি সহ বিভিন্ন এ আই টুলস এর থেকে এগিয়ে আছে। কিন্তু কথা কতটুকু সত্য সে বিষয়ে আজকে আপনাদের জানাবো। নিচে ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো সে সম্পর্কে আলোচনা করা হলো:

ভাষাগত পার্থক্য: এখন আমরা আলোচনা করব কোন AI টুলসটি বাংলা এবং ইংরেজি ভাষায় ভালোভাবে তথ্য প্রদান করতে সক্ষম। আমরা এটি চেক করার জন্য ChatGPT এবং DeepSeek ব্যবহার করেছি।

আমরা দেখেছি বাংলা ভাষায় ডিপসিক খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারছেনা। অনেক সময় বাংলাতে কোনো কিছু জিজ্ঞেস করা হলে ডিপসিক ইংরেজিতে উত্তর দিচ্ছে। এছাড়া ইংরেজিতে বারবার কোনো কিছু জিজ্ঞেস করা হলে ডিপসিকে সব সময় উত্তর পাওয়া যাচ্ছে না। অপরদিকে ChatGPT বাংলা ভাষা বুঝতে এবং যেকোনো তথ্য সরবরাহ করতে খুবই দক্ষ।
যেকোনো ধরনের তথ্য খুব সহজেই চ‍্যাটজিপিটি এর মাধ্যমে পেতে পারেন। এছাড়া ইংরেজি ভাষার ক্ষেত্রে চ‍্যাটজিপিটির পারফরম্যান্স অনেক ভালো। তবে চাইনিজ ভাষার ক্ষেত্রে এগিয়ে রয়েছে DeepSeek।

আপডেট তথ্য প্রদানের পার্থক্য: চ‍্যাটজিপিটি সাধারণত ২০২২ সালে বাজারে আসে। এই কারণে এটি ২২ ২৩ সাল পর্যন্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে পারে। তবে চ‍্যাটজিপিটির আপডেট ভার্সন ব্যবহার করলে আপডেট তথ্যগুলো পাওয়া যায় সঠিকভাবে।

কিন্তু চ‍্যাটজিপিটির আপডেট ভার্সনের টুলস গুলো ফ্রিতে পাওয়া যায় না। এর জন্য আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। অপরদিকে ডিপসিক সর্বদা আপডেট তথ্য দিতে সক্ষম।

যেকোনো আপডেট তথ্য সম্পর্কে এখানে জানতে চাওয়া হলে সঠিকভাবে সেসব তথ্য এই টুলসটি দিতে সক্ষম। সুতরাং বোঝা গেল আপডেট তথ্য প্রদানের ক্ষেত্রে চ‍্যাটজিপিটির তুলনায় ডিপসিক এগিয়ে রয়েছে।

কনটেন্ট রাইটিং এর পার্থক্য: আমরা বিভিন্ন কনটেন্ট AI টুলস দিয়ে লিখা থাকি অনেক সময় বিভিন্ন প্রয়োজনে। যেমন স্কুল-কলেজের অ্যাসাইনমেন্ট, অফিসের জরুরী বিভিন্ন লেকচার, কোনো প্রোডাক্টের বৈশিষ্ট্য ইত্যাদি। কিন্তু এসব টুলস আমাদেরকে অনেক সময় সঠিকভাবে তথ্য দিতে পারে না। এমন কি সুন্দর ভাবে গুছিয়ে আমাদের কাছে প্রদর্শন করতে পারে না।

আমরা চ‍্যাটজিপিটি এবং ডিপসিক উভয়ই ব্যবহার করে দেখেছি এবং লক্ষ্য করেছি যে, কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে উভয়ই প্রায় একই পারফরম্যান্স করেছে। তবে বাংলা ভাষায় চ‍্যাটজিপিটি দিয়ে সুন্দরভাবে কনটেন্ট রাইটিং করা যায়। এছাড়া ডিপসিকে অন্যান্য ভাষায় সঠিকভাবে কন্টেন্ট রাইটিং করা যায়।

সঠিক তথ্য প্রদানের পার্থক্য: আমরা সকলেই বিভিন্ন তথ্য খোঁজাখুঁজি করে থাকি এবং সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করি। অনেক সময় আমরা AI কে বিভিন্ন প্রশ্ন করি এবং তারা আমাদের উত্তর দেয়। কিন্তু দেখা যায় যে তারা সব সময় সঠিক উত্তর প্রদান করে না। যেমন কিছুদিন আগে গরুর ডিম খাওয়ার জন্য পরামর্শ দেয় একটি ফরাসি AI চ‍্যাটবট।
এই কারণে সেই দেশটির সরকার AI টুলস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে এবং বন্ধ করে দেয়। আমরা দেখেছি অনেক সময় চ‍্যাটজিপিটি বিভিন্ন ভুল তথ্য প্রদান করেছে। অন‍্যদিকে ডিপসিক সাধারণত তেমন ভুল তথ্য প্রদান করে না। তবুও অনেক সময় বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে তথ্য দিতে অক্ষম।

বিভিন্ন কোডিং এবং গাণিতিক তথ্য প্রদানের পার্থক্য: আমরা ChatGPT এবং DeepSeek এ বিভিন্ন কোডিং এবং গাণিতিক বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আর লক্ষ্য করেছি এখানে চ‍্যাটজিপিটির তুলনায় ডিপসিক এগিয়ে আছে। ছোটখাটো গাণিতিক সমাধান সহজেই দিতে পারে চ‍্যাটজিপিটি।

কিন্তু অনেক সময় ভুলও করে থাকে কিন্তু ডিপসিক কোডিং এবং গাণিতিক সমস্যার সমাধান করতে খুবই পারদর্শী। কেননা এক্ষেত্রে ডিপসিক খুবই শক্তিশালী একটি এআই টুলস।

তাই যারা গাণিতিক সমস্যার সমাধান চাচ্ছেন তারা ডিপসিক ব্যবহার করতে পারেন। আর অনেকের মতে চ‍্যাটজিপিটি দিয়ে কোডিং সংক্রান্ত তথ্যগুলো সহজেই পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে ভালো পারফরম্যান্স করে।

দ্রুত তথ্য প্রদানের পার্থক্য: আমরা উভয় AI ব্যবহার করে দেখেছি এবং অন্যদের কাছ থেকেও জেনেছি যে, চ‍্যাটজিপিটি খুব দ্রুত তথ্য প্রদান করতে সক্ষম। আর ডিপসিক তথ্য প্রদান করতে অনেক সময় দেরি করে থাকে। আর অনেকের কাছে এটি বিরক্তির কারণ হতে পারে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতার পার্থক্য: ডিপসিক এবং চ‍্যাটজিপিটি এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো চ‍্যাটজিপিটি খুব সহজ বাক্য প্রদান করে যা পাঠকদের জন্য স্বাচ্ছন্দময়। অপরদিকে ডিপসিক জটিল ও গবেষণাধর্মী বাক্য প্রদান করে থাকে, এক্ষেত্রে পাঠকদের তথ্যগুলো বুঝতে সমস্যার হতে পারে।

FAQs: প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর

১. ChatGPT এবং DeepSeek কোন দেশ তৈরি করেছে?

উত্তর: ChatGPT তৈরি করেছে আমেরিকা এবং DeepSeek তৈরি করেছে চীন দেশ।

২. ChatGPT নাকি DeepSeek কোনটি বেশি জনপ্রিয়?

উত্তর: ChatGPT সমগ্র বিশ্বে খুবই জনপ্রিয় একটি এআই চ‍্যাটবট। আর DeepSeek চীন দেশে অনেক জনপ্রিয়। ডিপসিকের তুলনায় চ‍্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে বেশি। তবে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একেক জনের কাছে একেক রকম জনপ্রিয় মনে হতে পারে।

৩. ChatGPT নাকি DeepSeek কোনটি ব্যবহার করা সহজ?

উত্তর: ChatGPT এবং DeepSeek এর ব্যবহারকারীর অভিজ্ঞতা একেক জনের কাছে একেক রকম হতে পারে। বিশেষ করে চীনা নাগরিকদের কাছে ডিপসিক ব‍্যবহার করা সহজ মনে হতে পারে। এছাড়া বাংলা এবং ইংরেজি সহ অন্যান্য ভাষার মানুষদের কাছে চ্যাটজিপিটি ব্যবহার করা সহজ। কেননা বাংলা এবং ইংরেজি ভাষা সহ অন্যান্য ভাষায় চ্যাটজিপিটি সুন্দরভাবে তথ্য প্রদান করতে সক্ষম।

উপসংহার

ChatGPT এবং DeepSeek বর্তমানে বেশ আলোচিত দুইটি AI। চ‍্যাটজিপিটি একটি বহুভাষিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। এটি সৃজনশীল তথ্য পেতে, কোডিং, কনটেন্ট রাইটিং, গবেষণা এবং বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন। এ সকল বিষয়ে এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে ডিপসিক হলো চীনা ভাষা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।

তবে ইংরেজিতেও তথ্য প্রদান করতে সক্ষম। এছাড়া বিভিন্ন গবেষণা এবং গাণিতিক সমস্যা সমাধানের জন্য এটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকের মতে DeepSeek আরও আপডেট হলে কয়েক বছর পর ChatGPT এর ধারে পাশে অবস্থান করতে পারে।

সম্মানিত পাঠক আজকে আমরা জানতে পারলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং চ‍্যাটজিপিটি ও ডিপসিকের মধ্যে কোনটি ভালো সে সম্পর্কে। আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন।

ChatGPT নাকি DeepSeek কোনটা ভালো সে সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই আর্টিকেলটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে সকলেই ChatGPT এবং DeepSeek সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url