বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ ২০২৫
সম্মানিত পাঠক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ ২০২৫, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন মাদ্রাসা, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন বিশ্ববিদ্যালয় এবং বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন দশম শ্রেণি সম্পর্কে।
আমরা অনেকেই কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য কিভাবে আবেদন পত্র লিখব সে সম্পর্কে জানিনা। আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি সহজেই জানতে পারবেন। নমুনা হিসেবে আমরা আবেদন পত্র তুলে ধরব যা দেখে আপনি সহজেই বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
ভূমিকা
সকল মানুষের ক্ষেত্রেই শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা মানুষকে সৎ, নম্র, ভদ্র এক কথায় ভালো মানুষে পরিণত করতে সাহায্য করে। আর আমাদের সমাজে শিক্ষিত মানুষের খুবই অভাব। সমাজকে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোনও বিকল্প নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সমাজে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে কিন্তু তারা আর্থিকভাবে অসচ্ছল।
আর এই কারণে অনেক সময় তারা কলেজ, ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় পড়াশোনা করতে পারে না। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়ে থাকে। আর এজন্য শিক্ষার্থীদের মাদ্রাসায়, স্কুলে বা কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখতে হয় প্রধান শিক্ষকের কাছে।
অনেকেই বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ এর জন্য কিভাবে লিখবেন তা অনেকেই জানেন না। যদি না জানেন তাহলে চিন্তিত হবেন না, কেননা এই আর্টিকেলের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম জানতে পারবেন। তো আসুন জেনে নেই।
কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
পারিবারিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন পত্র জমা দিতে হবে। এই আবেদন পত্রটি লেখা অনেক সহজ। কিভাবে লিখবেন সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো:
- প্রথমে প্রাপক নির্ধারণ করতে হবে। প্রাপক হলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। অধ্যক্ষের অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাপক হতে পারেন।
- আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পূর্ণ নাম লিখুন।
- তারপর মূল বিষয় লিখতে হবে। মূল বিষয় হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ।
- এরপর সম্ভাষণ। এটি এভাবে লিখতে পারেন: সম্মানিত প্রধান শিক্ষক।
- এরপর মূল আলোচনা তুলে ধরতে হবে। এই পর্যায়ে আপনাকে শুরুতে আপনার পরিচয় তুলে ধরতে হবে। আপনার শ্রেণি এবং রোল নং তুলে ধরতে হবে, আপনি বিনা বেতনে কেন পড়তে চান সে সম্পর্কে তুলে ধরুন। সংক্ষেপে আপনার পরিবারের আর্থিক অবস্থা লিখুন। সবশেষে আবেদনটি গ্রহণ করার জন্য প্রধান শিক্ষকের নিকট অনুরোধ জানাতে হবে।
- প্রধান শিক্ষকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন।
- আবেদন পত্রের শেষে নিজের নাম, শ্রেণির নাম, রোল নাম্বার এবং বর্তমানে তারিখ লিখতে হবে।
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ
মাননীয় অধ্যক্ষ স্যারের কাছে আবেদন পত্র
নওগাঁ সরকারি ডিগ্রী কলেজ
নওগাঁ সদর, পার-নওগাঁ, নওগাঁ
বিষয়: কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
প্রিয় স্যার,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের নিয়মিত শিক্ষার্থী। আমার নাম মোঃ সুমন এবং আমার শ্রেণির রোল নাম্বার ৪৪৩। আমি একজন অনেক মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। বিগত কয়েক বছর ধরে আমি নিয়মিত আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করে যাচ্ছি এবং ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।
তবে সমস্যার ব্যাপার হলো আমার পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে ভালো যাচ্ছে না। আমার পিতা মোঃ জাফর আলী দর্জির কাজ করেন এবং তার আয়ের পরিমাণ অনেক সীমিত। তাই আমার পিতার জন্য জন্য পরিবারের ভরণ পোষণ ব্যতীত অন্য কোথাও খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমনকি আমাদের লেখাপড়ার খরচ চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন নাম দিয়ে রাশি জানার উপায় 2025
সুতরাং আপনার কাছে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আপনি যদি আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করেন তাহলে ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হব এবং সমাজের উন্নয়নমূলক কাজে জড়িত থাকব। আপনার এই উপকারের জন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব।
বিনীত,
নাম: মোহাম্মদ সুমন
শ্রেণি: উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ
রোল: ৪৪৩
তারিখ: ১৪ মার্চ ২০২৫
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন মাদ্রাসা
বরাবর
অধ্যক্ষ
নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ।
বিষয়: মাদ্রাসায় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র
মাননীয় প্রধান শিক্ষক,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসার হাফেজি বিভাগের একজন ছাত্র। আমি নিয়মিত ক্লাস করি, আমার নাম মোঃ আব্দুল্লাহ এবং আমার ক্লাস রোল ২। আমি একজন মেধাবী ছাত্র এবং আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। এছাড়া পড়াশোনা করে আমি আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।
আমি বিগত সকল পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমানে আমাদের পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। কেননা আমার বাবা একজন রিকশাচালক। পরিবারের খরচ বহন করতে তার অনেক কষ্ট করতে হয়। তিনি আমাদের লেখাপড়ার খরচ যোগাতে সক্ষম হচ্ছেন না। এ সকল পরিস্থিতি বিবেচনা করে আপনি যদি মাদ্রাসার বেতন মওকুফ করে দেন তাহলে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারব।
সুতরাং আপনার কাছে বিনীত নিবেদন, আমাকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দিয়ে ভবিষ্যতে দ্বীনের খেদমত এবং সমাজের উন্নয়নের কাজে অংশগ্রহণ করার জন্য সাহায্য করুন। আপনি আমার এই আবেদনটি গ্রহণ করলে আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব।
বিনীত,
মোঃ আব্দুল্লাহ
হাফেজি বিভাগ
রোল ২
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন বিশ্ববিদ্যালয়
বরাবর
সম্মানিত উপাচার্য মহোদয়
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা
বিষয়: বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
সম্মানিত উপাচার্য মহোদয়,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী। আমার নাম সুমাইয়া খাতুন এবং স্টুডেন্ট আইডি নাম্বার 37966। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার জন্য অত্যন্ত আগ্রহী। কেননা আমি একজন মেধাবী শিক্ষার্থী এবং বিগত সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলোতে খুবই ভালো রেজাল্ট করেছি।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমার পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে ভালো না। আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি আমাদের পরিবারের দেখাশোনা করেন, কিন্তু তার বেতন অল্প হওয়ার কারণে তিনি আমার লেখাপড়ার খরচ চালাতে সক্ষম নন।
তাই মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাকে বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ প্রদান করুন। তাহলে আশা করি আমি আমার বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারব এবং আমার পিতা-মাতার সম্মান রক্ষা করতে সক্ষম হব। এছাড়া ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবো। আপনার সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ।
বিনীত,
সুমাইয়া খাতুন
উদ্ভিদ বিজ্ঞান প্রথম বর্ষ
রোল নং ৫২০
তারিখ: ২৯ জুন ২০২৫
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন দশম শ্রেণি
বরাবর
অধ্যক্ষ
খুলনা সরকারি জেলা স্কুল, খুলনা
বিষয়: দশম শ্রেণিতে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
মাননীয় স্যার,
আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার স্কুলের দশম শ্রেণির একজন রেগুলার স্টুডেন্ট। আজ পর্যন্ত সকল শ্রেণিতে আমি সর্বদা প্রথম স্থান অর্জন করেছি। আমার নাম মোঃ আরিফ এবং রোল নাম্বার ১। আমি একজন অধ্যবসায়ী স্টুডেন্ট, লেখাপড়া করে আমি দেশের জন্য অনেক কিছু করতে চাই।
কিন্তু বর্তমানে আমি একটি বিপদে পড়েছি। আমার বাবা নেই, এজন্য আমার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। কিন্তু বর্তমানে আমার মা অনেক অসুস্থ থাকার কারণে কোনও কাজ করতে পারছেন না। ডাক্তার বলেছেন তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তাই তার জন্য টাকা জোগাড় করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন ইলিশ মাছের ডিম কোথায় পাওয়া যায়
সুতরাং আপনি যদি আমাকে দশম শ্রেণিতে বিনা বেতনে লেখাপড়ার করার সুযোগ দেন তাহলে আমার লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে। তা না হলে আমাকে মাঠে কাজ করতে হবে। কিন্তু আমার স্বপ্ন ভবিষ্যতে অনেক বড় একজন ডাক্তার হওয়া। আপনিই শুধুমাত্র আমার এই স্বপ্নটি পূরণ করতে আমাকে সাহায্য করতে পারেন।
উক্ত বিষয়গুলো বিবেচনা করে আমাকে আপনার প্রতিষ্ঠানে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।
বিনীত,
নাম মোঃ আরিফ
দশম শ্রেণি
রোল নাম্বার ১
তারিখ: ২৮ মার্চ ২০২৫
FAQs: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
১. বিনা বেতনে অধ্যয়নের জন্য কারা সুযোগ পাবে?
উত্তর: বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। এ প্রক্রিয়াটি শুধু তাদের জন্য যারা পারিবারিকভাবে অসচ্ছল, লেখাপড়ার খরচ চালানোর মতো যাদের কেউ নেই এবং যে সকল ছাত্র-ছাত্রী অনেক মেধাবী। এছাড়া প্রতিবন্ধী, এতিম শিক্ষার্থীরাও বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করতে পারবে।
২. আবেদনপত্র কোথায় জমা দিতে হবে?
উত্তর: যদি স্কুল, মাদ্রাসা বা কলেজে প্রশাসনিক ভবন থাকে তাহলে প্রশাসনিক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আর যদি প্রশাসনিক ভবন না থাকে তাহলে প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র জমা দিতে পারেন। কিছু কিছু কলেজে অনলাইনের মাধ্যমেও আবেদনপত্র জমা দেওয়া যায়।
৩. আবেদন গ্রহণযোগ্য না হলে করণীয় কি?
উত্তর: আপনার আবেদন পত্রটি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখুন। আপনার পরিবারের খারাপ অবস্থা সম্পর্কে বিস্তারিত লিখুন, সত্য কথাগুলো তুলে ধরুন। এছাড়া প্রধান শিক্ষকের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করতে পারেন। কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে স্কলারশিপ এর সুযোগ রয়েছে। আপনার প্রতিষ্ঠানে রয়েছে কিনা সে সম্পর্কে খোঁজ করুন।
উপসংহার: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ ২০২৫
আমাদের মাঝে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাদের পাশে যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর কর্মচারীরা দাঁড়ায় তাহলে আমাদের দেশের শিক্ষার হার অনেক গুণে বেড়ে যাবে।
সম্মানিত পাঠক, আপনি জানতে পারলেন বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ, স্কুল এবং মাদ্রাসা ইত্যাদির ক্ষেত্রে কিভাবে করবেন সে সম্পর্কে। আমাদের আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আপনার আরও কোনও প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম শিক্ষামূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে করুন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url