ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয় - ব্লগার একাউন্ট লক হওয়ার কারণ
ব্লগিং করে কিভাবে টাকা ইনকামপ্রিয় পাঠক আমরা অনেকেই ব্লগিং তথা ব্লগার ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে থাকি। কিন্তু অনেক দেখা যায় হঠাৎ করে ব্লগার ওয়েবসাইট বা একাউন্ট লক হয়ে গেছে এবং ওয়েবসাইটেও আর প্রবেশ করা যাচ্ছে না। তাই আজকে আমরা ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
এছাড়া তার আগে জানা প্রয়োজন ব্লগার একাউন্ট লক বা This blog has been locked দেখানোর কারণ কি। আপনি যদি ব্লগিং করে থাকেন, আপনার ব্লগার সাইট যদি লক হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ভূমিকা
ব্লগার হলো গুগলের একটি ফ্রি প্ল্যাটফর্ম, যা ব্লগিং করার জন্য অনেকের মাঝেই জনপ্রিয়। কিন্তু অনেকেই ব্লগিং করতে গিয়ে বা ওয়েবসাইটে আর্টিকেল লিখতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো ব্লগার একাউন্ট লক হয়ে যাওয়া।
এই সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে আপনি যদি গুগলের নীতিমালা লঙ্ঘন করে থাকেন, আপনার ওয়েবসাইটে সন্দেহজনক কোনও কিছু লেখা থাকে তাহলে এরকম সমস্যায় আপনি পড়তে পারেন।
আরও পড়ুন কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
তবে চিন্তা করার কারণ নেই, কেননা এইসব সমস্যা গুলো দূর করার কিছু উপায় রয়েছে। এখন আমরা ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয়, ব্লগার একাউন্ট লক হওয়ার কারণ গুলো নিচে ধাপে ধাপে তুলে ধরব। তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনা শুরু করি।
ব্লগার একাউন্ট লক হওয়ার কারণ
ব্লগার একাউন্ট বিভিন্ন কারণে লক হয়ে যেতে পারে। কেননা ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যা নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন মেনে ব্যবহার করা বাধ্যতামূলক। তা না হলে আপনার ব্লগার লক হয়ে যেতে পারে। ব্লগার একাউন্ট লক হওয়ার কারণ সমূহ দেওয়া হলো:
১. আপনি যদি অবৈধ কোনও বিষয় নিয়ে ব্লগার এ পোস্ট পাবলিশ করেন তাহলে আপনার একাউন্ট লক হয়ে যেতে পারে। আইন বিরোধী কোনও বিষয়, মাদকদ্রব্য, অন্যের ব্যক্তিগত বিষয় না জানিয়ে শেয়ার করলে, অবৈধ কোনও প্রোডাক্টের প্রচার, হ্যাকিং ইত্যাদি সম্পর্কে পোস্ট পাবলিশ করলে ব্লগার একাউন্ট বা ওয়েবসাইট লক হয়ে যেতে পারে।
২. অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে লেখা কপি করে নিজের ওয়েবসাইটে ব্যবহার করে থাকে। এক্ষেত্রে ব্লগার একাউন্ট লক হতে পারে। অনুমতি না নিয়ে অন্যের তথ্য চুরি করলে মামলা পর্যন্ত হতে পারে। কপিরাইট নিয়ম মেনে না চললে গুগল আপনার সাইট লক করে দিতে পারে। শুধুমাত্র টেক্সট বা লেখা নয়, অন্যের ছবি, ভিডিও ব্যবহার করলেও এই সমস্যা হতে পারে।
৩. ব্লগারে আপনি যদি এমন তথ্য শেয়ার করেন যা কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীকে অপমান করে তাহলে আপনার সাইট লক হতে পারে। এছাড়া একজন আরেকজন কে ঘৃণা করবে, মানুষ আতঙ্কিত হয়ে পড়বে এমন কিছু লেখা যাবেনা। লিখলে গুগল আপনার সাইট বন্ধ করে দিতে পারে।
৪. আপনি যদি প্রাপ্তবয়স্ক কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে লেখালেখি করেন তাহলে এই সমস্যাটি হতে পারে।
৫. প্রিয়জনের তুলনায় অনেক বেশি লিংক বিল্ডিং অথবা অনৈতিকভাবে SEO করে ট্রাফিক আনলে আপনার ব্লগার একাউন্ট লক হতে পারে। আপনার ব্লগারে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন কোনও বিষয়ে লেখালেখি করলে এই সমস্যা হতে পারে। কোনও টুলস ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে আর্টিকেল লিখে পাবলিশ করতে থাকলে আপনার ওয়েবসাইট ব্লক হয়ে যেতে পারে।
৬. পাঠকদের হুমকি দিলে, অপ্রয়োজনীয় তথ্য, ভুল তথ্য দিয়ে পাঠকদের সাথে প্রতারণা করলে গুগল আপনার ওয়েবসাইট বা ব্লগার একাউন্ট বন্ধ করতে পারে।
৭. কোনও দেশের আইন বিরোধী তথ্য প্রদান করা যাবে না। এছাড়া ওয়েবসাইটে আইনের দৃষ্টিতে অবৈধ এমন কোনও কাজ করা যাবেনা।
উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে হরিণের মাংস বিক্রি করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ, কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে হরিণের মাংস বেচাকেনা করতে উৎসাহ প্রদান করছেন বা হরিণের মাংস বিক্রি করছেন তাহলে গুগল আপনার ব্লগার একাউন্ট লক করতে পারে।
৮. AI দিয়ে কন্টেন্ট লিখলে আপনার সাইট লক হতে পারে। এছাড়া অনেক অবৈধভাবে ওয়েবসাইটের জন্য পেইড ট্রাফিক ব্যবহার করে থাকে। এই কারণেও আপনার ব্লগার লক হতে পারে।
৯. আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া যাবে না, নিলে আপনার ওয়েবসাইট লক করা হতে পারে।
১০. অবৈধ জিনিসপত্র যেমন তামাক, আতশবাজি, জুয়া, অ্যালকোহল ইত্যাদি বিক্রি করার জন্য ওয়েবসাইটে লেখালেখি করা যাবে না, এমনকি বিজ্ঞাপনও ব্যবহার করা যাবেনা। যদি এটি করেন তাহলে আপনার ব্লগার সাইট লক করা হতে পারে।
১১. কোনও ধরনের স্প্যাম করা যাবেনা। করলে গুগল কর্তৃপক্ষ আপনার সাইটের বিরুদ্ধে একশন নিতে পারে।
ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয়
আপনার ব্লগার ওয়েবসাইট যদি লক বা বন্ধ হয়ে যায় তাহলে কিছু কাজ করার মাধ্যমে আপনি আপনার লক বা বন্ধ হওয়া একাউন্ট ফিরে পেতে পারেন। অনেক সময় গুগল থেকে নোটিশ পাঠানো হয় ওয়েবসাইটে কোনও অবৈধ কার্যক্রম সংঘটিত হলে।
কিন্তু মাঝে মাঝে দেখা যায় কোনও মেসেজ বা নোটিশ ছাড়াই আপনার ব্লগার একাউন্ট লক হয়ে গেছে। এ অবস্থায় অনেকেই চিহ্নিত হয়ে পড়ে। ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয় কি তা নিচে তুলে ধরা হলো।
ব্লগার একাউন্ট লক হলে নতুন করে আর কন্টেন্ট লেখা এবং পাবলিশ করা যায় না। এমনকি ওয়েবসাইটের সকল কন্টেন্ট গুগলে আর শো করে না। গুগলের কমিউনিটি গাইড লাইন লঙ্ঘন করলে সাধারণত এই সমস্যা দেখা দেয়।
ব্লগার একাউন্ট লক হলে প্রথমে আপনি গুগলে ব্লগার ডটকম লিখে সার্চ দিয়ে Blogger ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর নিচে দেখানো ছবির মতো লেখাগুলো আপনি দেখতে পাবেন।
এখানে খেয়াল করলে দেখতে পাবেন Request review নামের অপশন। ব্লগার একাউন্টের লক খুলতে হলে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর গুগল আপনার ব্লগার এবং ওয়েবসাইট রিভিউ করবে।
তারপর ৭ দিনের মধ্যে আপনার ব্লগার একাউন্টের লক আশাকরি খুলে যাবে। তবুও যদি লক না খোলা হয় তাহলে আপনাকে একমাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। একমাসের ভেতর যেকোনো সময় গুগল আপনার ব্লগার একাউন্টের লক খুলতে পারে।
তবে Request review যতবার আসবে ততোবার আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তাহলেই এক মাসের মধ্যে লক খুলে যাবে।
ব্লগার ওয়েবসাইটের লক খোলার পর করণীয়
লক হয়ে যাওয়া ব্লগার একাউন্ট যখন ফিরে আসবে বা লক খুলে যাবে তখন আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। তাহলো আপনাকে প্রথমে দেখতে হবে আপনার কোনও কন্টেন্ট গুগলের নীতিমালা লঙ্ঘন করেছে কিনা।
যদি করে থাকে তাহলে সেই কন্টেন্ট ডিলিট করতে হবে অথবা নীতিমালা লঙ্ঘন না হয় এমনভাবে মডিফাই করতে হবে। কি কি কারণে আপনার ব্লগার একাউন্ট লক হতে পারে সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সেগুলো দেখে আপনার ব্লগার একাউন্ট ভাল ভাবে কাস্টমাইজ করুন। কন্টেন্ট গুলো আপডেট করুন। অবৈধ কন্টেন্ট থাকলে ডিলিট করে দিন। তা না হলে আপনার একাউন্ট পরবর্তীকালে আবার লক হয়ে যেতে পারে অথবা গুগল আপনার একাউন্ট চিরতরে বন্ধ করে দিতে পারে।
যারা ব্লগিং করে ক্যারিয়ার গড়তে চান তাদের উচিত শুরুতেই ব্লগিং এর ক্ষেত্রে গুগলের নীতিমালা জেনে নেওয়া। ব্লগারে লেখালেখির ক্ষেত্রে গুগলের নীতিমালা জানতে এই লিংকে ক্লিক করুন এবং নিয়মকানুন মেনে কাজ করুন।
FAQ: ব্লগার সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. আমার ব্লগার সাইট লক হয়ে গেছে এখন কি করব?
উত্তর: ব্লগার সাইট লক হলে প্রথমে আপনার ইমেইল চেক করুন। কি কারণে লক হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তারপর ব্লগারে গিয়ে রিকুয়েস্ট রিভিউ বাটনে ক্লিক করে আপিল জানান। তাহলে কিছুদিনের মধ্যে লক খুলে যাবে। তারপর গুগলের নীতিমালা অনুযায়ী ওয়েবসাইট রেডি করুন।
২. আপিল করার পর ব্লগারে লক খুলতে কতদিন সময় লাগতে পারে?
উত্তর: গুগল সাধারণত দ্রুত আপিলের উত্তর দেওয়ার চেষ্টা করে। সাধারণত ৭ দিন বা এক সপ্তাহের মধ্যেই আপিলের রিপ্লাই পাওয়া যায়। আপনার ব্লগার সাইট যদি লক হয়ে থাকে এবং আপনি যদি আপিল করে থাকেন তাহলে ১ মাসের মধ্যেই আশা করা যায় লক খুলে যাবে।
এছাড়া আপনি যদি বারবার গুগলের নীতিমালা লঙ্ঘন করেন, তাহলে গুগল লক খুলে দেয় না এবং কিছুদিন পর আপনার একাউন্ট ডিলিট হয়ে যেতে পারে।
৩. ব্লগার একাউন্ট লক হলে কিভাবে বুঝব?
উত্তর: আপনার ব্লগার একাউন্ট লক হলে যখন একাউন্টে প্রবেশ করবেন তখন This blog has been locked এই বার্তাটি দেখতে পাবেন। এছাড়া আপনার যে ইমেইল দিয়ে একাউন্ট খোলা হয়েছিল সেই ইমেইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়। সুতরাং মেসেজ চেক করলেও বুঝতে পারবেন।
৪. ব্লগার ওয়েবসাইট লক হলে গুগল এডসেন্স থেকে কি পেমেন্ট পাওয়া যায়?
উত্তর: আপনার ব্লগার ওয়েবসাইট যদি লক হয়ে যায় তাহলে আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে ভিজিটর না পাওয়ার কারণে। তবে আপনার গুগল এডসেন্স একাউন্ট যদি সক্রিয় থাকে এবং সেখানে যদি ১০০ ডলার অথবা তার বেশি অর্থ থাকে তাহলে আপনি পেমেন্ট পাবেন।
৫. ব্লগার একাউন্ট লক হওয়ার ভয় থাকলে করণীয় কি?
উত্তর: একাউন্ট যদি লক হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে কন্টেন্ট গুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে যেতে হবে, তারপর সেখান থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন। নিচের দিকে গেলে দেখতে পাবেন Backup content নামের অপশন।
সেখানে ক্লিক করে কন্টেন্ট গুলো ডাউনলোড করে রাখতে পারেন। একাউন্ট বন্ধ হয়ে গেলে পরবর্তীতে সেইসব কন্টেন্ট নতুন সাইটে ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে গুগলের নীতিমালা গুলো ফলো করতে হবে।
লেখকের মন্তব্য
ব্লগারে আপনি ফ্রিতে ব্লগিং করতে পারলেও এখানে নীতিমালা মেনেই কাজ করতে হবে। যখন কোনও কন্টেন্ট লেখা শেষ হবে, সেটি ওয়েবসাইটে পাবলিশ করার পূর্বে অবশ্যই যাচাইবাছাই করে নিবেন। আমরা আপনাকে ব্লগার ওয়েবসাইট লক হলে করণীয়, ব্লগার একাউন্ট লক হওয়ার কারণ গুলো সম্পর্কে জানিয়েছি।
আশাকরি আপনি উপকৃত হয়েছেন। আপনার ব্লগার একাউন্ট লক হলে দ্রুত গুগলের কাছে আপিল করুন বা ব্লগারে গিয়ে request review বাটনে ক্লিক করুন। সম্মানিত পাঠক আপনার আরও কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ব্লগিং সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url