forsage.io কি বন্ধ হবে - ফরসেজ কি স্ক্যাম সাইট
forsage.io কি বন্ধ হবে? ফরসেজ কি স্ক্যাম সাইট, ফরসেজ কি হালাল নাকি হারাম এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। বিশেষ করে যারা নতুন তারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান। তাই আজকে আমরা forsage.io কি বন্ধ হবে অথবা ভবিষ্যতে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
যারা ফরসেজে কাজ করতে চান তাদের জন্য forsage.io কি বন্ধ হবে নাকি এটি আজীবন চালু থাকবে সে সম্পর্কে জানা উচিত। যারা ফরসেজে জয়েন করতে চান এবং যারা পূর্ব থেকেই ফরসেজে কাজ করেন তাদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
আমরা অনেকেই অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করতে চাই। নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করার একটি অন্যতম প্ল্যাটফর্ম হলো ফরসেজ। এটি রাশিয়ান একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেন যার নাম লাদিমির ওখলোবিস্টিন। যারা ফরসেজ নিয়ে কাজ করেন তাদের দাবি এটি একটি এমএলএম, অর্থাৎ মাল্টি-লেভেল মার্কেটিং কোম্পানি।
২০২০ সালে ফরসেজ কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু অনেক দেশেই এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেননা অনেকের মতে এটি কেবলমাত্র রিক্রুটমেন্টের মাধ্যমে আয় করে থাকে। অর্থাৎ এটি একটি পিরামিড স্কিম কোম্পানি।
সহজ ভাবে বলতে গেলে যে কোম্পানির কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা পরিষেবা নেই, যারা শুধু লোক নিয়োগ করে টাকা আদায় করে এবং উপরের লেভেলে যারা থাকে তারা সেই টাকার অংশ পায়। এজন্য অনেকের মনে সন্দেহ রয়েছে যে forsage.io কি বন্ধ হবে বা ভবিষ্যতে হতে পারে কি? চলুন এখন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
forsage.io কি বন্ধ হবে
forsage.io কি বন্ধ হবে সেটি জানার আগে এই কোম্পানির সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা নিতে হবে। এই কোম্পানি কোন ধরনের এবং কি রকম সেবা নিয়ে কাজ করে এবং সদস্যদের ইনকাম কিভাবে দিয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তাহলে বুঝতে পারবেন forsage.io বন্ধ হবে কিনা।
আমরা জানি মাল্টি লেভেল মার্কেটিং (MLM) কোম্পানি পৃথিবীতে অনেক রয়েছে। এদের মধ্যে অনেক কোম্পানি ইতোপূর্বে মানুষের সাথে প্রতারণা করে চলে গেছে। সাধারণত ব্লক চেন এর মাধ্যমে যেসব ব্যবসা গুলো করা হয় সেগুলো কোনো না কোনো দিন ধসে পড়ে অথবা মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়।
forsage.io কি বন্ধ হবে বা কবে বন্ধ হবে সেই বিষয়ে সঠিকভাবে বলা যায় না। যারা ফরসেজে কাজ করে তাদের মতে এই কোম্পানি কখনও বন্ধ হবে না। কেননা এখানে যারা জয়েন হয় তারাই কোম্পানির মালিক হয়ে যায়।
আরও পড়ুন আমি এখন কোথায় আছি কিভাবে জানবো
কিন্তু আমরা জানতে পেরেছি এই কোম্পানি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ forsage.io বন্ধ করা হয়েছে। আপনার দেশের সরকার যদি এটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে এটি বন্ধ হয়ে যেতে পারে। তাই ফরসেজ.আইও তে টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই ভেবে নিবেন।
ফরসেজ কি স্ক্যাম সাইট
ফরসেজ কি স্ক্যাম সাইট নাকি ভালো সাইট সে সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ফরসেজের সদস্যদের মতে ফরসেজ স্ক্যাম সাইট নয়। ফরসেজের মাধ্যমে অনেক মানুষই ইনকাম করছে। রাশিয়া, ভারত, বাংলাদেশ, ফিলিপিন ইত্যাদি আরও বেশ কয়েকটি রাষ্ট্রে এটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
সাধারণ ভাবে বলতে গেলে ফরসেজ কোনো স্ক্যাম সাইট নয়। আপনি এই সাইটের মাধ্যমে প্রতারিত হবেন না। কেননা এই সাইটের নির্দিষ্ট কোনো মালিক নেই। সাধারণত ব্লক চেইন পদ্ধতিতে এই সাইটের মাধ্যমে ইনকাম করা যায়। তবে কোনো দিন এই সাইট বন্ধ হবে না সে সম্পর্কে নিশ্চিত ভাবে বলা যায় না।
ফরসেজের নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা পরিষেবা নেই, শুধুমাত্র রেফার করার মাধ্যমে সদস্যরা ইনকাম করে থাকে। একজন ফরসেজের সদস্য সাধারণ মানুষদেরকে ইনভেস্ট করানোর মাধ্যমে জয়েন করান। এই নতুন সদস্যরা যেসব অর্থ ইনভেস্ট বা বিনিয়োগ করে জয়েন হন, সেসব অর্থ পান উপরের লেভেলে থাকা সদস্যরা, যাদেরকে আপলাইন বলা হয়ে থাকে।
আবার নতুন সদস্যরা যখন অন্যান্য লোকজনদের একই পদ্ধতিতে ফরসেজে জয়েন করায় তখন তারা ইনকাম করতে পারে। কিন্তু সমস্যা হলো ফরসেজের যেহেতু নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই সেহেতু কোনো এক সময় যদি এখানে মানুষ জয়েন না করে তাহলে সবার ইনকাম বন্ধ হয়ে যাবে এবং এই প্ল্যাটফর্মটি ধ্বসে পড়তে পারে।
আরও পড়ুন বাড়ির আশেপাশে থাকা wifi password
তখন আপনি স্ক্যাম বা প্রতারণার মধ্যে পড়তে পারেন। তাই ভালোভাবে বুঝে শুনে এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করুন। ফরসেজ কি স্ক্যাম সাইট? আশাকরি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
ফরসেজ কি হালাল নাকি হারাম
অনলাইনে ইনকাম করতে গেলে হালাল হারামের বিষয়টি মাথায় রাখা উচিত। অনলাইনে বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। কিন্তু বেশিরভাগ অ্যাপস এবং ওয়েবসাইটে যে মাধ্যমে টাকা ইনকাম করা যায় সেগুলো বেশির ভাগই হারাম মাধ্যম।
তাই একজন মুসলিম হিসেবে প্রথমে জেনে নেওয়া উচিত আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেটি হারাম নাকি হালাল। অনেক মুসলিম ব্যক্তি ফরসেজে কাজ করে ইনকাম করছে হালাল হারামের বিষয়টি না জেনেই। আবার ফরসেজে যারা কাজ করে তারা মনে করে এখানে কাজ করে ইনকাম-কৃত টাকা হালাল।
আবার অনেকেই মনে করে ফরসেজের মাধ্যমে ইনকাম করা মাকরূহ, তবে এটি হারাম নয়। আমরা দেখেছি ফরসেজে অনেক হুজুররাও কাজ করে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটি অবৈধ একটি কোম্পানি বলে চিহ্নিত করা হয়েছে। আর ৯৯% আলেমরা এই কোম্পানির মাধ্যমে টাকা আয় করাকে হারাম বলে ঘোষণা করেছে।
মূলত মাল্টি-লেভেল মার্কেটিং বা ব্লক চেইন কোম্পানিগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা ইসলাম সমর্থন করে না। MLM ব্যবসা সম্পর্কে অনেক আগে থেকেই আলেমরা বক্তব্য দিয়ে আসছে এবং এটিকে কোরআন ও হাদিসের ভিত্তিতে হারাম ঘোষণা দেওয়া হয়েছে।
তাই একজন মুমিন মুসলমানের কর্তব্য এসব মাল্টি-লেভেল মার্কেটিং বা ব্লগ চেইন ব্যবসা থেকে নিজেকে দূরে রাখা। কেননা এটি সম্পূর্ণভাবে হারাম।
FAQ: forsage.io কি বন্ধ হবে এবং ফরসেজ কি স্ক্যাম সাইট সে সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
১. ফরসেজ বিজনেস করে কি আসলেই ইনকাম করা যায়?
উত্তর: হ্যাঁ। ফরসেজ বিজনেস করে সহজেই অনেক টাকা ইনকাম করা যায়। যেহেতু এটি একটি এমএলএম কোম্পানি এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রচলিত রয়েছে সেহেতু ইনকামের ক্ষেত্রে এটিকে বিশ্বাস করা যায়।
কেননা এখানে জয়েন হলে নিজের টিমের মাধ্যমে আয় করা যায় অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ থাকে না। সেহেতু এখানে পেমেন্ট না পাওয়ার কোনো ভয় নেই। ফরসেজের নিয়ম অনুযায়ী কাজ করলে টাকা ইনকাম করা যায়।
২. ফরসেজ বিজনেস হারাম হওয়ার কারণ কি?
উত্তর: ইসলামী শরীয়তের দৃষ্টিতে পরিশ্রম ছাড়া যে কোনো উপায়ে অর্থ ইনকাম করা হারাম। এছাড়া বড় বড় ইসলামিক স্কলাররা মাল্টি-লেভেল মার্কেটিং অর্থাৎ ব্লক চেন বা পিরামিড স্কিম কোম্পানিগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
যেহেতু ফরসেজ ব্লক চেন পদ্ধতি অবলম্বন করে সেহেতু এখান থেকে টাকা ইনকাম করা হারাম। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে পারেন।
৩. forsage.io কবে বন্ধ হবে?
উত্তর: forsage.io কবে বন্ধ হবে সে সম্পর্কে সঠিকভাবে বলা সম্ভব নয়। এই কোম্পানির সদস্যরা কেবলমাত্র রেফার করে লোকজন জয়েন করানোর মাধ্যমে ইনকাম করে থাকে। সে ক্ষেত্রে বলা যায় যখন মানুষ forsage.io তে জয়েন হওয়া বন্ধ করবে ঠিক তখনই এটি বন্ধ হবে। ফরসেজে নতুন করে লোকজন জয়েন হওয়া বন্ধ হয়ে গেলে এই কোম্পানিও বন্ধ হয়ে যাবে।
উপসংহার
ফরসেজ ভারত, বাংলাদেশে জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তবে forsage.io কি বন্ধ হবে, ফরসেজ কি স্ক্যাম সাইট সে সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। যা আমরা আপনাকে জানানোর চেষ্টা করেছি। সাধারণত মানুষের চাহিদার উপর এসব কোম্পানি টিকে থাকে। চাহিদা যখন কমে যাবে বা শেষ হয়ে যাবে তখন এই সকল কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে।
তবে বর্তমানে ফরসেজ বিজনেস করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে। কিন্তু এটি হালাল নাকি হারাম সে সম্পর্কেও আপনাকে অবগত থাকতে হবে। আমাদের পরামর্শ থাকবে আপনি হালাল ভাবে ব্যবসা করুন এবং সৎ পথে আয় করুন। অবৈধ পথ বর্জন করুন। ফরসেজ এ কাজ করতে চাইলে ফরসেজ সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নিন।
যেকোনো সন্দেহজনক অফার থেকে বিরত থাকুন। বিশেষ করে যারা অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে অধিক টাকা ইনকামের লোভ দেখায় তাদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। সম্মানিত পাঠক আপনারা জানতে পারলেন forsage.io কি বন্ধ হবে, ফরসেজ কি স্ক্যাম সাইট, ফরসেজ কি হালাল নাকি হারাম সে সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফরসেজ সম্পর্কে আপনার আরও কোনো কিছু জানা থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url