খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ: অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুর তালিকা
প্রিয় পাঠক আমাদের অনেকের মাথায় খুশকির সমস্যা দেখা দেয়। তাই আজকে আমরা আপনাদের জন্য খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ, মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু এবং ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
সূচিপত্র:যাদের মাথায় স্বল্প পরিমাণ খুশকি হয় এবং যাদের মাথায় অতিরিক্ত খুশকি হয় তাদের জন্য কোন কোন শ্যাম্পু তাদের জন্য ব্যবহার করা উচিত তা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুর তালিকা এবং ব্যবহার জানতে এই আর্টিকেলটি শেষ অবধি পড়ুন। আপনি যদি খুশকির সমস্যায় ভুগে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।
ভূমিকা
মাথায় খুশকি হওয়া জটিল কোনো রোগ বা অসুখ নয়। খুশকি একটি সাধারণ মাথার ত্বকের সমস্যা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মাথায় দেখা যায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরও এই সমস্যাটি ব্যাপকভাবে রয়েছে। খুশকির রং সাধারণত সাদা অথবা হালকা হলুদাভ হতে পারে।
মাথায় খুশকি হলে চুলে ছোট ছোট সাদা চামড়া গুলো লেগে থাকে যা দেখতে অনেক খারাপ লাগে। এছাড়া মাথায় প্রচণ্ড চুলকানি হয়। যদিও এটি কোনো গুরুতর রোগ নয় তবে এটির সঠিক চিকিৎসা করা উচিত। খুশকি দূর করার জন্য বাংলাদেশে অনেকগুলো অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যায়।
আরও পড়ুন ছত্রাকের উপকারিতা ও অপকারিতা
এ সকাল শ্যাম্পুর ব্যবহারের মাধ্যমে এই সমস্যাটি সহজেই দূর হয়ে যায়। নিচে খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ, মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু এবং ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু সম্পর্কে বিস্তারিত ধাপে ধাপে তুলে ধরা হলো।
খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ
বাংলাদেশে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বা খুশকি দূর করার শ্যাম্পু রয়েছে। যা ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হয়। নিচে বাংলাদেশে পাওয়া যায় এমন অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুর তালিকা দেওয়া হলো।
১. নিজোরাল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু: যাদের মাথায় খুব বেশি খুশকি আছে তারা নিজোরাল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে ২% কেটোকোনাজোল। এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা ম্যালাসেজিয়ার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং খুশকি কমাতে সাহায্য করে।
ম্যালাসেজিয়া হলো একধরনের ছত্রাক যা চামড়ার বাহিরে থাকে। এটি অনেক ক্ষতি না করলেও প্রচণ্ড চুলকানি হয়। যারা এই সমস্যা ভুগছেন তারা নিজোরাল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। এই শ্যাম্পু বিভিন্ন ধরনের সুপার মার্কেটে পাওয়া যায়।
২. হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু: বাংলাদেশ এবং ভারতের মানুষ খুশকি দূর করার জন্য হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু অনেক বেশি ব্যবহার করে থাকে। যাদের মাথায় অনেক দিন ধরে খুশকি রয়েছে তাদের জন্য এই শ্যাম্পু বেশ কার্যকর। হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু মাথায় ত্বক ভাল ভাবে পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল দূর করতে সহায়তা করে।
এতে আছে জিংক পাইরিথিয়ন উপাদান যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ছড়িয়ে পড়ার বিরুদ্ধে মোকাবেলা করে অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক বৃদ্ধিকে প্রতিরোধ করে। যাদের মাথায় হালকা অথবা মাঝারি পরিমাণ খুশকি রয়েছে তাদের জন্য এই শ্যাম্পুটি উপকারী। যেকোনো সুপার মার্কেটে, কসমেটিকস এর দোকানে এই শ্যাম্পু পেয়ে যাবেন।
৩. সেলসান ব্লু অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু: এটিও বেশ জনপ্রিয় একটি অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু। যাদের চুলে প্রচুর পরিমাণ খুশকি তারা এটি ব্যবহার করতে পারেন। এটি শুধু তীব্র খুশকিই নয়, সেই সাথে ত্বকের প্রদান জনিত সমস্যা, চুলকানি এবং জ্বালাপোড়া দূর করে।
অনেকেই আছেন যাদের মাথায় প্রচণ্ড চুলকানি হয় এবং খুশকির পরিমাণও অনেক বেশি, এসব সমস্যা দুর করতে সেলসান ব্লু অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা উচিত।
এই শ্যাম্পুতে রয়েছে সেলেনিয়াম সালফাইড, যা খুশকি দূর করে ত্বককে চুলকানি মুক্ত করে। এই শ্যাম্পুর সাধারণত সুপার মার্কেটে দেখা যায় না। এটি ফার্মেসির দোকানগুলোতে এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যায়।
৪. ভাটিকা ন্যাচারালস অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু: যারা খুশকি দূর করতে এবং চুলের যত্ন নিতে চান তারা এই ভাটিকা ন্যাচারালস শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই শ্যাম্পুটি মাথার ত্বকের জন্য বেশি উপকারী।
এ সম্পর্ক ব্যবহারের ফলে মাথার ত্বক আরাম পায় এবং চুলের পুষ্টির অভাব দূর হয়। ভাটিকা ন্যাচারালস অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুতে রয়েছে লেবুর নির্যাস এবং টি ট্রি ওয়েল। তাই এটি আপনার মাথাকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে।
এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী মাথার ত্বকের প্রদাহ জনিত সমস্যা দূর করে। এই শ্যাম্পু আপনি ফার্মেসি এবং অনলাইন স্টোরে পেতে পারেন।
৫. ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু: এই শ্যাম্পুটি নিয়মিত নিয়ম অনুযায়ী ব্যবহার করলে খুশকি প্রতিরোধ হয়। বাংলাদেশের সর্বত্রই এই ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যায়। এটি ব্যবহারের ফলে মাথার ত্বকে ছত্রাক জনিত সমস্যা দূর হয়।
কেননা এতেও রয়েছে জিংক পাইরিথিয়ন উপাদান। এছাড়া এতে রয়েছে নিউট্রিয়াম ১০ যা চুলের উপকার করে। ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি যেকোনো কসমেটিকস এর দোকানে পেয়ে যাবেন। নিয়মিত ব্যবহারের জন্য এই শ্যাম্পু তালিকায় রাখতে পারেন।
খুশকির জন্য ভাল শ্যাম্পু বেছে নেওয়ার উপায়
আপনার মাথায় খুশকির পরিমাণের উপর নির্ভর করে উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে মাথায় খুশকি হয়। এই সমস্যার কারণে যদি আপনার মাথায় স্বল্প মাত্রায় খুশকি হয় তাহলে আপনি ভাটিকা ন্যাচারালস অথবা ক্লিয়ার অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
অথবা টি ট্রি ওয়েল, জিংক পাইরিথিয়ন উপাদান রয়েছে এমন শ্যাম্পু নির্বাচন করুন। আপনার মাথায় খুশকির পরিমাণ যদি অতিরিক্ত হয় তাহলে তাহলে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা উচিত। আপনি অতিরিক্ত খুশকি দূর করার জন্য নিজোরাল, সেলসান ব্লু, সিলেক্ট প্লাস ইত্যাদি শ্যাম্পু ব্যবহার করতে পারেন যা কেবলমাত্র ফার্মেসির দোকানে কিনতে পাওয়া যায়।
এছাড়া বহুদিন ধরে যদি আপনার খুশকির সমস্যা থেকে থাকে তাহলে হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু
মাথায় খুশকি হয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। মেয়েদের মাথায় অনেক সময় প্রচুর পরিমাণ খুশকি হয়। তাই অনেক মেয়েরা খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ অথবা মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকে। তাদের জন্য এমন কিছু শ্যাম্পুর নামের তালিকা তুলে ধরা হলো যা মেয়েদের মাথার খুশকি দূর করতে সাহায্য করে।
- আরিশ বায়ো-ন্যাচারাল
- হেড অ্যান্ড শোল্ডার্স
- আলপেসিন ড্যান্ড্রাফ কিলার শ্যাম্পু
- বিএইউএ মেডিকেটেড স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু
- প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু নারিশিং কেয়ার
- সেলসান ব্লু ময়েশ্চারাইজিং উইথ অ্যালো ড্যান্ড্রাফ শ্যাম্পু
- সেলসান ব্লু ইচি ড্রাই স্ক্যাল্প শ্যাম্পু
- ক্লিয়ার আইস কুল মেন্থল শ্যাম্পু
- সেলসান ব্লু ম্যাক্সিমাম স্ট্রেংথ মেনস মেডিকেটেড অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু
- মহিলাদের জন্য হেড অ্যান্ড শোল্ডারস স্মুথ অ্যান্ড সিল্কি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু
আপনার খুশির অবস্থা অনুযায়ী এ সকল শ্যাম্পু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এ সকল শ্যাম্পু কসমেটিকস এর দোকানে পাবেন। আর যেসব পাবেন না সেগুলো ফার্মেসির দোকানে পেতে পারেন। এছাড়া অনলাইনেও অনেকে শ্যাম্পু বিক্রি করে থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। কেননা অনেকেই অনলাইনে প্রতারণা করে থাকে।
ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু
ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু বাজারে অনেক রয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে যারা বেশি বাহিরে থাকে এবং যাদের মাথায় বেশি ধুলাবালি এবং ঘাম জমে তাদের মাথায় খুশকি বেশি হতে পারে।
মেয়েদের তুলনায় ছেলেদের খুশকি সাধারণত বেশি হয়ে থাকে, কেননা বেশিরভাগ সময় তাদের বাহিরে কাটাতে হয়। নিচে খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ বা বাংলাদেশি ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পুর নামের তালিকা দেওয়া হলো:
- স্টুডিও এক্স অ্যান্টি ড্যান্ড্রাফ ক্লিন অ্যান্ড স্ট্রং মেন'স শ্যাম্পু
- ফার্মাসি বোটানিক্স স্ট্রেংথ শ্যাম্পু
- পিয়ের কার্ডিন ক্লাসিক ক্লিন
- স্টুডিও এক্স অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ফর মেন
- ট্রেসেমে কন্ডিশনার বোটানিক নারিশ অ্যান্ড রিপ্লেনিশ
- নিজোরাল অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু
- ক্লিয়ার মেন অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু
- ডিএক্সএন গ্যানোঝি শ্যাম্পু
- সিলেক্ট প্লাস শ্যাম্পু
অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহারের নিয়ম
অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু গুলো সঠিক নিয়মে ব্যবহার করলে খুশকি সহজেই দূর হয়। ভালো মানের একটি অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু নির্বাচন করুন। শ্যাম্পু ব্যবহারের আগে হালকা কুসুম গরম পানি দিয়ে সমস্ত মাথা ধুয়ে নিন।
তারপর চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ শ্যাম্পু নিয়ে সমস্ত মাথা ভাল ভাবে মাসাজ করুন। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করুন। আপনি যদি সব সময় ধুলাবালির মধ্যে কাজ করেন তাহলে সপ্তাহে তিন থেকে চারবার শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
কিছু কিছু মেডিকেটেড শ্যাম্পু খুশকি দূর করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ব্যবহার করতে হয়। শ্যাম্পুর মাথায় মেখে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিন যাতে সক্রিয় উপাদান গুলো ভালোভাবে কাজ করতে পারে।
এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে চুল স্বাভাবিক শুষ্ক রাখার জন্য কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
খুশকি দূর করার ঘরোয়া উপায়
খুশকি দূর করার অনেক ঘরোয়া উপায় রয়েছে। আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে এমন অনেক জিনিসপত্র দিয়েই খুশকি দূর করা যেতে পারে। খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় নিচে দেওয়া হলো।
- ১. খুশকি দূর করতে মাথার স্কাল্পে দই ব্যবহার করতে পারেন। কেননা দইয়ে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা ত্বকে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে।
- ২. খুশকি দূর করতে প্রতিদিন কয়েক চামচ লেবুর রস মাথার ত্বকে মাসাজ করুন। লেবুতে থাকা ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী। এটি ছত্রাক দূর করতেও কার্যকর। উপকার বেশি পেতে নারকেলের তেল যোগ করুন।
- ৩. নিমপাতার রস খুশকি দূর করতে সাহায্য করে। কেননা এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। তাই সপ্তাহে দুই থেকে তিনদিন নিমপাতা বেটে স্কাল্পে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালোভাবে দেখে ফেলুন। এরকম কয়েক সপ্তাহ করলে খুশকি দূর হবে।
- ৪. অ্যালোভেরা জেল এর সাথে আমরা সকলেই পরিচিত। অ্যালোভেরা থেকে জেল বের করে সরাসরি চুলে মাখুন। তারপর এমন ভাবে মাসাজ করুন যাতে মাথার স্কাল্পে গিয়ে অ্যালোভেরা জেল পৌঁছে। তারপর ৩০ মিনিট রেখে দিন এবং তারপর ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই খুশকি কমে যায়।
- ৫. খুশকি দূর করতে টি ট্রি অয়েল কিনে আনুন। যেদিন মাথায় শ্যাম্পু ব্যবহার করবেন সেদিন গুলোতে এই অয়েল কয়েক ফোটা শ্যাম্পুতে মিশিয়ে ব্যবহার করুন। টি ট্রি অয়েলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী খুশকি প্রতিরোধ করতে সহায়তা করে।
FAQ: খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. খুশকি দূর করার শ্যাম্পু সপ্তাহে কয়দিন ব্যবহার করা উচিত?
উত্তর: খুশকি দূর করার জন্য সাধারণত সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু দেওয়াই যথেষ্ট। তবে অতিরিক্ত চুল ময়লা হলে সপ্তাহে দিন থেকে চারবার শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
২. খুশকি কমাতে চুলে তেল দেওয়া উচিত কি?
উত্তর: না। চুলে তেল দিলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া এর আক্রমণ বেড়ে যায়। তাই খুশকি কমাতে চুলে বেশি তেল দেওয়া উচিত নয়।
৩. খুশকি দূর করতে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত?
উত্তর: আপনার যদি স্বল্প পরিমাণ অথবা মাঝারি পরিমাণ খুশকি হয়ে থাকে তাহলে কসমেটিকস দোকানের সাধারণ শ্যাম্পু গুলো ব্যবহার করতে পারেন। অতিরিক্ত খুশকির সমস্যা হলে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে।
৪. শ্যাম্পু ব্যবহার করলে খুশকি দূর হতে কত দিন লাগে?
উত্তর: সঠিক নিয়মে শ্যাম্পু ব্যবহার করলে খুশকি দূর হতে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এর বেশি সময় ধরে খুশকির সমস্যা চলমান থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫. খুশকি দূর করে এমন শ্যাম্পুর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি?
উত্তর: হ্যাঁ। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল শুষ্ক হয়ে যেতে পারে, যা চুলের জন্য ক্ষতিকর। এছাড়া অনেকের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। চুলের শ্যাম্পু সঠিকভাবে নির্বাচন করুন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
লেখকের মন্তব্য
খুশকি দূর করার জন্য টি ট্রি অয়েল, সেলেনিয়াম সালফাইড, জিঙ্ক পাইরিথিওন, কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত শ্যাম্পুর নাম আমরা উপরে তুলে ধরেছি। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সকল শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খুশকি প্রতিরোধ করার জন্য বাহিরে গেলে মাথা ঢেকে রাখা উচিত। মাথায় অতিরিক্ত তেল ব্যবহার এড়িয়ে চলুন। খুশকি দূর করতে শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এছাড়া সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তাহলেই খুশকি থেকে বাঁচা সম্ভব।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চলে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। খুব বেশি গরম পানি মাথায় বা চুলে ব্যবহার করা যাবে না। এতে মাথার ত্বক শুষ্ক হতে পারে এবং খুশকির সংক্রমণ বেড়ে যেতে পারে।
শ্যাম্পু ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও যদি খুশকি না কমে তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
আমরা ব্যক্তিগত ভাবে কোনো ধরনের শ্যাম্পু বেচাকেনা করিনা বা শ্যাম্পুর ব্যবসা করিনা। আমাদের উদ্দেশ্য হলো খশকি দূর করার জন্য কোন শ্যাম্পু আপনার জন্য সেরা হতে পারে সে বিষয়ে তথ্য দেওয়া।
সম্মানিত পাঠক আপনারা জানতে পারলেন খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ, মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু এবং ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url