গুগল এডসেন্স একাউন্ট কি - কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?

সম্মানিত পাঠক আপনি কি গুগল এডসেন্স একাউন্ট কি? কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সে সম্পর্কে খোঁজাখুঁজি করছেন, তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। আজকে আমরা গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
গুগল এডসেন্স একাউন্ট কি - কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
আপনাকে আরও জানাব গুগল এডসেন্স কিভাবে কাজ করে, গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে। আপনি যদি গুগল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

ভূমিকা

আমরা অনেকেই অনলাইনে ইনকাম করার জন্য ট্রাস্টেড সাইট খুঁজে থাকি। আমরা সকলেই জানি গুগল একটি জনপ্রিয় ট্রাস্টেড সাইট যা কোটি কোটি মানুষ ব‍্যবহার করে থাকে। কিন্তু গুগলের মাধ্যমে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে অনেকেই জানেনা।

আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং আপনি যদি গুগলের নীতিমালা অনুযায়ী কাজ করেন তাহলে খুব সহজেই গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এই মাধ্যমে আপনি প‍্যাসিভ ইনকাম করতে পারবেন।

অর্থাৎ প্রথমে আপনাকে পরিশ্রম করে কাজ করতে হবে তারপর আপনার ওয়েবসাইটে মনিটাইজেশন চালু হলে বা গুগল এডসেন্স এপ্রুভ হলে আপনি কাজ না করেও ইনকাম করতে পারবেন। বিষয়টা খুবই মজাদার তাইনা! তবে এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে এবং একেবারেই কাজ বন্ধ করে দিলে হবে না। কেননা এতে ইনকামও একসময় কমে যেতে পারে।

চলুন শুরুতেই জেনে নেই গুগল এডসেন্স একাউন্ট কি সে সম্পর্কে।

গুগল এডসেন্স একাউন্ট কি?

অনেকেই প্রশ্ন করে থাকে যে, গুগল এডসেন্স একাউন্ট কি? এটি জানার আগে শুরুতে জেনে নিতে হবে গুগল এডসেন্স কি। গুগল এডসেন্স হলো গুগলের এমন একটি প্রোডাক্ট যার মাধ্যমে গুগল তৃতীয় পক্ষের সাথে চুক্তি করে নির্দিষ্ট youtube চ্যানেলে এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখায়।

আর এই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মালিকদের এবং ওয়েবসাইটের মালিকদের ইনকাম প্রদান করে থাকে। আর এই প্রক্রিয়াটি শুরু করার জন্য যে একাউন্ট খোলা হয় সেটি হচ্ছে গুগল এডসেন্স একাউন্ট। এই একাউন্ট এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ইউটিউব চ‍্যানেল বা ওয়েবসাইটের গুগল এডসেন্সের সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
সাধারণত যারা ওয়েবসাইটে ব্লগিং করে তারাই শুধুমাত্র এডসেন্স এর অনুমোদন পেয়ে থাকে। এছাড়া যারা ইউটিউবে নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এবং অন্যান্য শর্তাবলী গুলো পূরণ করে তারাই শুধুমাত্র গুগল এডসেন্স এর অনুমোদন পেয়ে থাকে। গুগল এডসেন্স একাউন্ট কি, আশাকরি আপনি বুঝতে পেরেছেন।

গুগল এডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে করণীয়

যারা গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চান তারা নিশ্চয়ই কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সে সম্পর্কে জানতে চান। কিন্তু google এডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে আপনার ইউটিউব চ্যানেল অথবা ব্লগিং করার ওয়েবসাইট সঠিকভাবে তৈরি করতে হবে এবং কিছু কাজ সম্পন্ন করতে হবে।

তা না হলে এডসেন্স একাউন্ট সক্রিয় করতে পারবেন না। এডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে বেশ কিছু করণীয় রয়েছে। সেগুলো হলো:

আপনার ওয়েবসাইটে ভালো মানের ডোমেইন এবং হোস্টিং (ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করলে হোস্টিং প্রয়োজন হয়) ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটি ভালোভাবে তৈরি করতে হবে যাতে ডিজাইন সুন্দর হয়। ওয়েবসাইটের হোমপেজে মেনুবার এবং প্রয়োজনীয় লিংকগুলো যুক্ত করতে হবে।

এছাড়া আপনার সাইট পাঠকরা সহজে যাতে ব্যবহার করতে পারে সেভাবে কাস্টমাইজ করতে হবে এবং মোবাইল রেসপনসিভ হতে হবে। ওয়েবসাইট প্রস্তুত করা হলে আপনাকে প্রতিনিয়ত ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে।

কন্টেন্ট যেন কপি না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু প্রয়োজনীয় লিংক যুক্ত করতে হবে আপনার ওয়েবসাইটে। সেগুলো হলো:
  • About Us (ওয়েবসাইট সম্পর্কে তথ্য)
  • Contact Us (যোগাযোগের ঠিকানা)
  • Privacy Policy (নীতিমালা)
  • Terms & Conditions (শর্তাবলী)
অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য কন্টেন্ট গুলো ভাল ভাবে SEO করুন। ওয়েবসাইটে বা ইউটিউব চ‍্যানেলে পেইড ট্রাফিক ব‍্যবহার করবেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট গুলো শেয়ার করতে পারেন।

ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করুন, এক্ষেত্রে SSL সার্টিফিকেট যুক্ত করুন। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েবসাইটের সকল কন্টেন্ট গুগলে ইনডেক্স থাকা জরুরী এবং ওয়েবসাইটের লোডিং স্পিড যেন ঠিক থাকে সেটি লক্ষ্য রাখতে হবে।
গুগল এডসেন্সের নীতিমালা মেনে কাজ করুন। তাহলে সহজেই অনুমোদন পেয়ে যাবেন। এছাড়া youtube চ্যানেলের ক্ষেত্রে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এক বছরের মধ্যে।

গুগল এডসেন্স একাউন্ট খোলার করবে এ সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে। চলুন এখন কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সে বিষয়ে জেনে নেওয়া যাক।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব তা অনেকেই জানতে চান। কেননা এডসেন্স একাউন্ট খুলে ইনকাম করার ব‍্যাপারটা বেশ মজার। চলুন এখন কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন জেনে নেই।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
প্রথমে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে Google adsense লিখে সার্চ দিন। তারপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। তাহলে এডসেন্স একাউন্ট তৈরি করার পেজ চলে আসবে।
গুগল এডসেন্স একাউন্ট কি
এই পেজে থ্রি ডট মেনুতে ক্লিক করলে সেখানে সাইন-ইন করুন নামের অপশন পাবেন এবং এতে ক্লিক করে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করতে হবে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবো
তাহলেই আপনার গুগল এডসেন্স একাউন্ট তৈরি হয়ে যাবে। এভাবে আপনি গুগল এডসেন্স একাউন্ট সহজেই খুলে ফেলতে পারেন। একাউন্ট খোলার পর ওয়েবসাইট মনিটাইজেশনের জন‍্য আবেদন করতে হলে আপনাকে কয়েকটি ধাপ পূরণ করতে হবে।

সেগুলো হলো আপনার ব‍্যক্তিগত পরিচয় এবং ঠিকানার ফর্ম পূরণ করতে হবে, অ‍্যাড সেটিং করতে হবে (এক্ষেত্রে অটো অ‍্যাড চালু রাখতে পারেন) এবং গুগল এডসেন্স এর সাথে আপনার ওয়েবসাইট সঠিকভাবে কানেক্ট করতে হবে। তারপর ওয়েবসাইটের সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ‍্যেই এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন।

গুগল এডসেন্স কিভাবে কাজ করে

গুগল একটি কোম্পানি এবং গুগল এডসেন্স হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। গুগলের এই প্রোডাক্ট কিভাবে কাজ করে থাকে সেটি জানা উচিত, বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য। আমরা সহজ ভাষায় গুগল এডসেন্স কিভাবে কাজ করে সে সম্পর্কে এখন বলব।

পৃথিবীতে অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা অনলাইনে নিজেদের প্রমোট করার জন্য বিজ্ঞাপন দিতে চায় বা দিয়ে থাকে। এরকম অনেক কোম্পানি গুগলের সাথে অর্থের বিনিময়ে চুক্তি করে। গুগল এসব কোম্পানির প্রোডাক্ট প্রচারের জন্য এডসেন্স অনুমোদিত ওয়েবসাইট গুলো ব‍্যবহার করে থাকে।

যে সকল ওয়েবসাইটে গুগল কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে সেসব ওয়েবসাইটে কোনো লেখা পড়ার জন্য ভিজিটর আসে এবং তখন তারা বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে বিজ্ঞাপনে ক্লিক করে ওই সকল কোম্পানির সার্ভিস নিয়ে থাকে।

আর ওইসব কোম্পানি গুগলকে বিজ্ঞাপন দেখানোর জন্য যে অর্থ দেয় সেগুলো গুগল সেসকল ওয়েবসাইটের সঙ্গে ভাগাভাগি করে নেয়। গুগল এডসেন্স মূলত এইভাবেই কাজ করে।

ওয়েবসাইটের পাশাপাশি এডসেন্স অনুমোদিত ইউটিউব চ‍্যানেলেও গুগল কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞাপন দেখিয়ে থাকে এবং ইনকাম ভাগাভাগি করে নেয়।

গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

Google এডসেন্স এর মাধ্যমে দুইটি উপায়ে আয় করা যায়। একটি হলো ইউটিউব চ্যানেল খুলে এবং ওয়েবসাইট খুলে। নিচে গুগল এডসেন্স থেকে আয় করার উপায় বিস্তারিত তুলে ধরা হলো:

১. ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

আপনি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল এডসেন্স এর সাথে কাজ করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার নিস (Niche) অনুযায়ী আকর্ষণীয় নাম, ডেসক্রিপশন, লোগো এবং ব‍্যানার যুক্ত করুন।

তারপর নিয়মিত ইউনিক ভিডিও কন্টেন্ট আপলোড করুন এবং SEO করুন। ভিডিও গুলোর দৈর্ঘ্য ৫-১০ মিনিট রাখতে পারেন। এরপর যখন নির্দিষ্ট নীতিমালা বা শর্তগুলো পূরণ হয়ে যাবে তখন ইউটিউব স্টুডিওতে গিয়ে মনিটাইজেশন ট‍্যাব ওপেন করে Apply now অপশনে ক্লিক করুন।

এরপর আপনাকে গুগল এডসেন্স একাউন্ট তৈরি করে আপনার ইউটিউব চ‍্যানেলের সাথে কানেক্ট বা যুক্ত করতে হবে। তারপর আপনার ইমেইল ঠিকানায় ১ থেকে ২ সপ্তাহের মধ‍্যে মেসেজ পাঠিয়ে দিবে গুগল কর্তৃপক্ষ।

কিছু কিছু ক্ষেত্রে এক মাস পর্যন্তও সময় লাগতে পারে মেসেজ আসতে। আপনার চ‍্যানেল এডসেন্সের জন্য রেডি হলে আপনি অ‍্যাড সেটআপ করে ইনকাম শুরু করতে পারবেন।

২. ওয়েবসাইটের মাধ্যমে গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

আপনি ওয়েবসাইটে ব্লগিং করে গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন। প্রথমে আপনাকে আপনার নিস বা ওয়েবসাইটের টপিক অনুযায়ী একটি টপ লেভেল ডোমেইন ক্রয় করতে হবে। আপনি পুতুল হোস্ট, হোস্টিংগার, নেমচিপ অথবা আপনার পছন্দমত যে কোনো কোম্পানি থেকে ডোমেইন কিনতে পারেন।

এরপর ব্লগার এ গিয়ে আপনার ডোমেইন কানেক্ট করুন। তারপর আপনাকে ওয়েবসাইট ভালোভাবে কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজাতে হবে। ওয়েবসাইট রেডি হয়ে গেলে প্রয়োজনীয় পেজ তৈরি করে নিন। তারপর নিয়মিত ১০০০ প্লাস ওয়ার্ডের ইউনিক কন্টেন্ট পাবলিশ করতে হবে।

পাঠকরা যেন উপকৃত হয় এমন কন্টেন্ট লিখতে হবে এবং এর সাথে SEO করতে হবে, যাতে আপনার ওয়েবসাইট পাঠকরা খুঁজে পায় সহজেই। এভাবে কাজ করে যখন বেশ কয়েকটি কন্টেন্ট আপলোড করবেন এবং ভিজিটর আসতে থাকবে তখনই আপনি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করবেন।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? আমরা উপরে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি কিভাবে আপনি সহজেই গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খুলে ফর্ম পূরণ করে অটো অ‍্যাড চালু করবেন।
তারপর আপনার ওয়েবসাইট যুক্ত করবেন এডসেন্স একাউন্টে। ব‍্যাস তাহলেই কাজ শেষ। এরপর আপনার ওয়েবসাইটের সবকিছু ঠিকঠাক থাকলে কিছু দিনের মধ‍্যেই এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন। তারপর গুগল এডসেন্স একাউন্টে প্রবেশ করে আপনাকে অ‍্যাড কোড তৈরি করে ব্লগারে গিয়ে সেই কোড গুলো নির্দিষ্ট স্থানে যুক্ত করতে হবে।

তারপর আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন পাঠকরা দেখতে পাবে। আপনার পাঠকরা যদি বিজ্ঞাপন দেখে সেখানে ক্লিক করে সার্ভিস নেয় তাহলে আপনার ইনকাম হবে। এভাবে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

FAQ: পোস্ট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. গুগল এডসেন্স কি বা গুগল এডসেন্স একাউন্ট কি?

উত্তর: গুগল এডসেন্স বা গুগল এডসেন্স একাউন্ট এমন একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক যার মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা যায়।

২. গুগল এডসেন্সে আবেদনের পর কতদিন পরে মেসেজ আসে?

উত্তর: আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের সবকিছু ঠিক থাকলে সাধারণত দুই-একদিনের ভেতরেই এডসেন্স অনুমোদন দিয়ে দেয় অর্থাৎ মেসেজ আসে। কোনো সমস্যা থাকলে কয়েক সপ্তাহ সময় লাগে মেসেজ আসতে।

৩. গুগল এডসেন্সে আবেদনের পর অনুমোদন না পেলে কি করব?

উত্তর: গুগল এডসেন্সে আবেদনের পর অনুমোদন না পেলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ওয়েবসাইটে অথবা ইউটিউব চ‍্যানেলে কোনো সমস্যা রয়েছে কিনা। সেগুলো খুঁজে বের করে ঠিক করুন। তারপর গুগল এডসেন্স একাউন্টে গিয়ে Request review অপশনে ক্লিক করে আবার আবেদন করুন।

উপসংহার

গুগল এডসেন্সের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের বেশিরভাগ দেশের মানুষই গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকে। কেননা এটি টাকা আয় করার একটি সেরা এবং বিশ্বস্ত প্ল‍্যাটফর্ম।

যাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ‍্যানেল রয়েছে তারা সহজেই এখান থেকে ইনকাম করতে পারে। তবে এক্ষেত্রে ভাল মানের কন্টেন্ট পাবলিশ করতে হবে, কন্টেন্ট গুলো আপডেট করতে হবে মাঝে মাঝে এবং গুগলের নিয়মকানুন মেনে কাজ করতে হবে।

তাহলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে সক্ষম হবেন। প্রিয় পাঠক বন্ধুরা আশাকরি আপনি গুগল এডসেন্স একাউন্ট কি? কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব, গুগল এডসেন্স কিভাবে কাজ করে, গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।

আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url