কোয়েল পাখি কত দিন পর ডিম পাড়ে - কোয়েল পাখি কি উড়তে পারে

প্রিয় পাঠক আজকে আমরা কোয়েল পাখি কত দিন পর ডিম পাড়ে, কোয়েল পাখি দিনে কয়টি ডিম দেয়, কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ, কোয়েল পাখি কি উড়তে পারে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব।
কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে
এছাড়া আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব যেমন: কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে, কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার উপায়, কোয়েল পাখি কত বছর বাঁচে, কোয়েল পাখির খাবার এবং কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ সমূহ। আপনি যদি কোয়েল পাখি পালন করে থাকেন অথবা কোয়েল পাখি পালন করবেন বলে ভাবছেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভূমিকা

বর্তমানে অনেকেই কোয়েল পাখি পালন করে অনেক টাকা ইনকাম করছেন। কেননা বাজারে কোয়েল পাখি এবং কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক বেশি। কোয়েল পাখি অনেকেই পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কোয়েল পাখির ডিম কিংবা মাংস খাওয়ার উদ্দেশ্যে কোয়েল পাখির খামার তৈরি করে লালন পালন করে।

আবার কেউ কেউ ব্যবসার উদ্দেশ্যে কোয়েল পাখি পালন করে। কোয়েল পাখি পালন করতে গিয়ে নানা ধরনের প্রশ্ন মনে আসে। এ সকল ছোটখাটো প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন তাহলে কোয়েল পাখি লালন-পালন করতে সমস্যা হতে পারে।

যেমন কোয়েল পাখি কত দিন পর ডিম পাড়ে এটি অনেকেরই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর জানা খুবই জরুরী। তো চলুন জেনে নেই কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে সে সম্পর্কে।

কোয়েল পাখি কত দিন পর ডিম পাড়ে

কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে তা অনেকেই জানেন না। পৃথিবীতে যত পাখি রয়েছে সকল পাখি নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট বয়সে উপনীত হয়ে ডিম পাড়ে। কোয়েল পাখি ও ঠিক তেমনি নির্দিষ্ট বয়সে উপনীত হলে ডিম দেয়। কোয়েল পাখির বয়স সাধারণত ৪৫ থেকে ৫০ দিন হলে ডিম দেওয়া শুরু করে।
সহজভাবে বলতে গেলে আপনার কোয়েল পাখি যখন ডিম থেকে বের হবে সেদিন থেকে ৪৫ দিন অথবা সর্বোচ্চ ৫০ দিন পর থেকে ডিম পাড়া শুরু করবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কোয়েল পাখির স্বাস্থ্য এক্ষেত্রে ঠিক থাকতে হবে। কোয়েল পাখির স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে অনেক সময় তারা ডিম দিতে দেরি করে।

কোয়েল পাখি দিনে কয়টি ডিম দেয়

যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে কোয়েল পাখি দিনে কয়টি ডিম দেয়। আর যারা কোয়েল পাখি পালন করবেন ভাবছেন তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে জানেন না। যারা নতুন তাদের জন্য কোয়েল পাখি কত দিন পর ডিম পাড়ে সেটি জানার পাশাপাশি কোয়েল পাখি দিনে কয়টি ডিম দেয় এটি জানাও গুরুত্বপূর্ণ।

কোয়েল পাখি সাধারণত দিনে একটি ডিম পাড়ে। প্রতিদিন একটি করে ডিম দিলেও তারা কিন্তু ২৪ ঘণ্টা পর পর ডিম দেয় না। কোয়েল পাখি মূলত ১৮ ঘণ্টা পরপর ডিম পাড়ে। কোয়েল পাখি টানা এক সপ্তাহ ডিম দেওয়ার পর কিছুদিন বিশ্রাম নেয়।

এ সময় তারা দুই দিনে অথবা তিন দিনে একটি করে ডিম পাড়ে। কোয়েল পাখি প্রতি মাসে ২৫ থেকে ২৮ টি ডিম দিয়ে থাকে। বছরে একটি সুস্থ কোয়েল পাখির মাধ্যমে বছরে ৩০০ থেকে ৩২০ টি ডিম পাওয়া যায়।

কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ

কোয়েল পাখির ডিম পাড়ার বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। আজকে আমরা সহজ চারটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব, যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখির ডিম পাড়ার সময় হয়েছে কিনা। কোয়েল পাখির ডিম পাড়ার সবচেয়ে বড় লক্ষণ হলো কোয়েল পাখির সঠিক বয়স।

আপনার কোয়েল পাখির বয়স যদি 45 থেকে 50 দিন হয়ে থাকে তাহলেই বুঝবেন আপনার পাখির ডিম পাড়ার সময় হয়ে গেছে। অনেক কোয়েল পাখির ব্যবসায়ী রয়েছে যারা ২৫ থেকে ৩০ দিনের বাচ্চা বিক্রি করে থাকে এবং তারা বলে কিছুদিন পরেই কোয়েল পাখি ডিম পাড়া শুরু করবে।

কিন্তু পরে দেখা যায় যে অনেকদিন পার হয়ে গেলেও কোয়েল পাখি ডিম দিচ্ছে না, কেননা ডিম পাড়ার বয়স বয়স এখনও হয়নি। এই প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাকে কোয়েল পাখির ওজন খেয়াল করতে হবে। কোয়েল পাখির ডিম পাড়ার আরেকটি লক্ষণ হলো - এদের ওজন যখন ১৪০ থেকে ১৫০ গ্রাম হয় তখন তারা ডিম পাড়া শুরু করে।
সেক্ষেত্রে আপনি কোয়েল পাখির ওজন দেখে কিনতে পারেন। এছাড়া কোয়েল পাখির ডিম পাড়ার আরও লক্ষণ রয়েছে। যেমন এইসব পাখি যখন ডিম পাড়ার উপযুক্ত হয় তখন এরা সাধারণত প্রতিদিন ২৫ গ্রাম করে খাবার খায়। এছাড়া কোয়েল পাখির ডিম পাড়ার সময় হলে তাদের পায়ুপথ কালো হয়ে যায়। এগুলোই হলো কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ।

কোয়েল পাখি কি উড়তে পারে

আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে, কোয়েল পাখি কি উঠতে পারে? এর উত্তর হলো হ্যাঁ কোয়েল পাখির উড়তে পারে। কিন্তু অন্যান্য পাখির মতো তারা বেশি উঁচুতে উড়তে পারে না। বিশেষ করে ঘুঘু পাখি, কবুতর ইত্যাদি পাখির মতো সহজেই উড়তে পারে না।

সহজভাবে বলতে গেলে একটি মোটা তাজা মুরগি যেমনভাবে যতটুকু উড়তে পারে ঠিক তেমনি কোয়েল পাখিও ততটুকুই উড়তে পারে। কোয়েল পাখিকে আপনি যদি পোষ মানাতে না পারেন তাহলে তারা সহজেই আপনার কাছে ধরা দিবে না। আপনি যদি কোয়েল পাখি একদম ছোট থেকে পালন করেন তাহলে তারা সহজেই পোষ মানিয়ে নেয় এবং হারিয়ে যাওয়ার চিন্তা থাকে না।

তবে কিছু কিছু বন্য কোয়েল পাখি রয়েছে যারা অন্যান্য পাখির মতোই খুব ভালোভাবে উঠতে পারে এবং তাদেরকে সহজে ধরা যায় না। কেননা তারা বনে বাস করে এবং তাদের শরীরে বেশি চর্বি জমে না, তাই তারা সহজেই উঠতে পারে। আর যে সকল কোয়েল পাখি বাড়িতে লালন পালন করা হয় তাদেরকে অতিরিক্ত খাবার খাওয়ানোর ফলে মোটা হয়ে যায়, যার কারণে বেশি উড়তে পারে না।

যাই হোক আপনার কোয়েল পাখি যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে তাহলে তাদের পাখাগুলো হালকা করে কেঁচি দিয়ে কেটে ফেলতে পারে। তবে কয়েকটি বড় বড় পাখা রেখে দেওয়া উচিত যেন তারা সহজে পাখা ঝাপটিয়ে গোসল করতে পারে।

কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার উপায়

কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার অনেক উপায় রয়েছে। আপনি যদি কোয়েল পাখি পালন পালন করতে চান তাহলে কোয়েল পাখি ছেলে নাকি মেয়ে তা জানা খুবই জরুরী। কেননা শুধুমাত্র মেয়ে কোয়েল পাখি ডিম পাড়ে। আর আপনি যদি ডিম পাওয়ার উদ্দেশ্যে কোয়েল পাখি কিনতে চান তাহলে ছেলে মেয়ে চেনার উপায় জানতে হবে।

ছেলে কোয়েল পাখির এবং মেয়ে কোয়েল পাখির আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। সকল বৈশিষ্ট্য দেখে আপনি ছেলে মেয়ের পার্থক্য করতে পারবেন। ছেলে কোয়েল পাখির প্রধান বৈশিষ্ট্য হলো এদের গলার নিচের রং দেখতে হালকা বাদামি রঙের হয়। আর অন্যদিকে মেয়ে কোয়েল পাখির গলার নিচে বাদামি রঙের লোম থাকে না, বরং সাদাকালো রংয়ের লোম থাকে।

গলার নিচের বা বুকের এই লোম দেখে আপনি ছেলে কোয়েল পাখি অথবা মেয়ে কোয়েল পাখি শনাক্ত করতে পারবেন। আরেকটি বিষয় হলো কোয়েল পাখির বুকে শুধুমাত্র লোমের রংয়ের পার্থক্য রয়েছে, তাছাড়া পুরো শরীর দেখতে একই রকম।
কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার আরেকটি সহজ উপায়ে রয়েছে। তাহলো আপনি যদি ছেলে কোয়েল পাখির পায়ুপথে চাপ দেন তাহলে সাদা রঙের কিছু অংশ বের হয়ে আসবে। মেয়ে কোয়েল পাখির ক্ষেত্রে এমন কোনো কিছু বের হয় না। এভাবে কোয়েল পাখি ছেলে কিনা মেয়ে তা সহজেই বুঝতে পারা যায়।

কোয়েল পাখি কত বছর বাঁচে

কোয়েল পাখি কত বছর বাঁচে সে সম্পর্কেও রয়েছে নানান প্রশ্ন। তাই এখন আমরা কোয়েল পাখি কত বছর বাঁচে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোয়েল পাখি সাধারণত খোলামেলা জায়গায় বসবাস করতে পছন্দ করে। তাদের যদি ছোট একটি খাঁচায় আটকে রাখা হয় তাহলে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এজন্য বড় জায়গায় কোয়েল পাখি লালন পালন করার চেষ্টা করুন।

কোয়েল পাখি সাধারণত পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে। আবার অনেক সময় দেখা যায় দুই থেকে তিন বছর পার হলেই কোয়েল পাখি মারা যায়। কোয়েল পাখিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখুন এবং স্বচ্ছ পানি পান করান।

কোয়েল পাখির স্বাস্থ্যের অবনতি দেখা দিলে অথবা কোনো রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা করাতে হবে। প্রতিদিন কোয়েল পাখিকে ২৫ গ্রাম খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এ সকল দিক বিবেচনা করে কোয়েল পাখির লালন পালন করলে এরা দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে।

কোয়েল পাখির খাবার

কোয়েল পাখির খাবারের দিক গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হবে। সঠিক খাবার খাওয়ানোর মাধ্যমে কোয়েল পাখি থেকে ভালো পরিমাণ ডিম এবং মাংস পাওয়া যায়। তাই কোয়েল পাখিকে সঠিক নিয়মে খাবার খাওয়ানো জরুরী। অনেকেই বিভিন্ন সময় বলে থাকেন যে আমার কোয়েল পাখি আর ডিম দিচ্ছে না বা ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে।

এরকমও সমস্যা তখনই হবে যখন আপনি আপনার কোয়েল পাখিকে ঠিকমতো খাবার খাওয়াবেন না। কোয়েল পাখিকে সাধারণত সোনালী স্ট্যাটার বা লেয়ার স্ট্যাটার অথবা বয়লার স্ট্যাটার খাওয়ানো হয়। অনেক মানুষ রয়েছে যারা অতিরিক্ত ডিম পাওয়ার আশায় কোয়েল পাখিকে বয়লার স্ট্যাটার খাওয়ায়।

এই খাবারের অতিরিক্ত প্রোটিন রয়েছে যার কারণে কোয়েল পাখি অনেকগুলো ডিম দেয়। কিন্তু একসময় কোয়েল পাখি ডিম দিতে দিতে দুর্বল হয়ে পড়ে এবং ডিম দেওয়া বন্ধ করে দেয়। এর পাশাপাশি অতিরিক্ত প্রোটিনের কারণে পেটে চর্বি জমে যেতে পারে এবং এর কারণেও ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে।

সোনালী স্টাটারে পরিমাণ মতো প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান থাকে। তাই এই ফিড খেলে কোয়েল পাখি সুস্থ থাকে এবং সঠিক সময় ডিম দেয়। তাই আমাদের কোয়েল পাখির যত্নে ভালো মানের খাদ্য খাওয়ানো উচিত। এক্ষেত্রে আপনি সোনালী স্ট্যাটার বেছে নিতে পারেন, তাহলে আপনার কোয়েল পাখির স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করা যায়।

কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ

কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ অনেকেই জানতে চান। অনেক সমস্যার কারণেই কোয়েল পাখি ডিম দেয় না। কোয়েল পাখির বয়স ৫০ দিন পার হয়ে গেলেও অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলেও অনেক সময় ডিম দেয় না।

কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ সমূহ গুলো হলো: কোয়েল পাখিকে অন্ধকার জায়গায় রাখলে, কোয়েল পাখির ক্যালসিয়ামের অভাব হলে এবং কোয়েল পাখি ভয় পেলে ডিম দেয় না অথবা দেওয়া বন্ধ করে দেয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়েল পাখিকে আলো যুক্ত স্থানে রাখতে হবে। সকাল ৬টা থেকে কমপক্ষে রাত ১০টা পর্যন্ত কোয়েল পাখির ঘরে আলো দেওয়ার চেষ্টা করুন।

আর কোয়েল পাখির ক্যালসিয়ামের অভাব দূর করতে পুঁইশাকের পাতা খাওয়ানো যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কোয়েল পাখি যদি ভয় পায় তাহলে ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। এজন্য অযথা কোয়েল পাখিকে ধরার চেষ্টা করবেন না এবং নির্জন স্থানে রাখার চেষ্টা করুন।

FAQs: আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

1. কোয়েল পাখির ব্যবসা করে লাভবান হওয়া যাবে কি?

উত্তর: কোয়েল পাখি পালন করতে সাধারণত খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এছাড়া অল্প খরচে বেশি ডিম পাওয়া যায়। কোয়েল পাখিকে সঠিক নিয়মে খাদ্য খাওয়ানোর মাধ্যমে দ্রুত বড় করে তোলা যায়। সুতরাং কোয়েল পাখি পালন করে ব্যবসা করলে লাভবান হওয়া যায়। বাজারে কোয়েল পাখির মাংস এবং ডিমের চাহিদা অনেক বেশি।

2. কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে?

উত্তর: কোয়েল পাখির বয়স যখন ৪৫ থেকে ৫০ দিন হয় তখন থেকে কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে। কোয়েল পাখির স্বাস্থ্য স্বাভাবিক থাকলে ৭ থেকে ৮ সপ্তাহ পর ডিম পাড়া শুরু করে।

3. কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে কত দিন সময় লাগে?

উত্তর: আমাদের দেশের কোয়েল পাখি তাদের ডিমে তা দেয় না। ইনকিউবেটর মেশিনের মাধ্যমে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটানো হয়। এক্ষেত্রে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে ১৭-১৮ দিন সময় লাগে।

উপসংহার: কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে - কোয়েল পাখি কি উড়তে পারে

যারা নতুন রয়েছেন অর্থাৎ কোয়েল পাখি প্রথমবারের মতো লালন পালন করবেন বলে ভাবছেন তারা উপরে দেওয়া নির্দেশনা গুলো মেনে চলবেন। তাহলে আশা করি কোয়েল পাখি লালন পালন করে সফল হতে পারবেন। অনেকেই রয়েছেন যারা কোয়েল পাখি পালন করে ব্যবসা শুরু করতে চান।

এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে প্রথমে ১০০ টি অথবা ৫০০টি কোয়েল পাখি কিনে লালন পালন শুরু করতে পারেন। কোয়েল পাখিকে বড় স্থানে রাখুন যেখানে সহজেই চলাচল করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই কোয়েল পাখিকে পরিষ্কার পানি পান করাতে হবে। তা না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।

সম্মানিত পাঠক বন্ধুরা, আজকে আপনি জানতে পারলেন কোয়েল পাখি কত দিন পর ডিম দেয় বা কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে, কোয়েল পাখি দিনে কয়টি ডিম দেয়, কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ, কোয়েল পাখির খাবার, কোয়েল পাখি কি উড়তে পারে, কোয়েল পাখি ছেলে মেয়ে চেনার উপায়, কোয়েল পাখি কত বছর বাঁচে এবং কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ সমূহ সম্পর্কে।

কোয়েল পাখি সম্পর্কে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url