forsage io কত দিন থাকবে - ফরসেজ থেকে ইনকাম করুন
কোড বসিয়ে টাকা ইনকাম করুনসম্মানিত পাঠক আপনারা অনেকেই ফরসেজ কি, forsage io কত দিন থাকবে, ফরসেজ এর কাজ কি, ফরসেজ কি ইনকাম সাইট সে সম্পর্কে প্রশ্ন করে থাকেন কিন্তু সঠিক উত্তর খুঁজে পান না। তাই আজকে আমরা ফরসেজ সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব।
এছাড়া যারা নতুন রয়েছেন তাদের জন্যেও এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা উপরোক্ত টপিকগুলো ছাড়াও আমরা আরও আলোচনা করব কিভাবে আপনি ফরসেজ থেকে ইনকাম করবেন এবং ফরসেজ একাউন্ট খোলার নিয়ম, ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে। আবার অনেকেই জিজ্ঞাসা করে থাকে ফরসেজ কি স্ক্যাম করে? এসবের সঠিক উত্তর পেতে শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস তৈরি হচ্ছে। তবে এর মধ্যে বেশ কিছু প্ল্যাটফর্ম মানুষের সাথে প্রতারণা করে থাকে। তাই অনেক মানুষ রয়েছে যারা অনলাইনে ইনকাম করতে ভয় পায়।
এমনকি যেসব প্ল্যাটফর্ম সত্যি সত্যি পেমেন্ট করে থাকে তাদেরকেও অনেক সময় মানুষ সন্দেহ করে বসে। তেমনি একটি প্ল্যাটফর্ম হলো ফরসেজ। ফরসেজ সম্পর্কে অনেক মানুষ নানা ধরনের প্রশ্ন করে থাকেন। এটি স্ক্যাম সাইট কিনা, এটির মাধ্যমে অর্জিত অর্থ হালাল নাকি হারাম এরকম অনেক প্রশ্ন রয়েছে আপনাদের মাঝে।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আশাকরি আপনার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। চলুন এখন মূল আলোচনাগুলো শুরু করা যাক। শুরুতে আলোচনা করব ফরসেজ কি এবং forsage io কত দিন থাকবে, তারপর ফরসেজ থেকে ইনকাম করার বিষয়ে জানাবো।
forsage io কি
forsage io হচ্ছে একটি ইনকাম সাইট। যেখানে রেফার করার মাধ্যমে ইনকাম করা যায়। কিন্তু এখানে কিছু ব্যাপার রয়েছে, তাহলো ফরসেজ MLM বা মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করে থাকে।
ফরসেজ এমন একটি কোম্পানি যেখানে কোনো বস নেই, অর্থাৎ আপনি যদি এখানে জয়েন করেন তাহলে আপনার কোনো বস থাকবে না। আপনি নিজেই নিজের বস, তাই এখানে স্বাধীনভাবে কাজ করা যায়।
আরও পড়ুন forsage.io বন্ধ হবে কিনা জানুন
ফরসেজ কি সে সম্পর্কে তো জানলেন, এখন জানবো forsage io কত দিন থাকবে। কেননা এই বিষয়টি সকলের জানা উচিত এবং এটি জানা খুবই গুরুত্বপূর্ণ।
forsage io কত দিন থাকবে
forsage io কত দিন থাকবে সে বিষয়ে সাধারণ মানুষ নানা ধরনের মন্তব্য করে থাকে। অনলাইনে টাকা ইনকামের ক্ষেত্রে যেই প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। ঠিক তেমনি ফরসেজে যদি কাজ করতে চান তাহলে forsage io কত দিন থাকবে সেটি জানাও গুরুত্বপূর্ণ।
কেননা আমরা পূর্বে অনেক এমএলএম কোম্পানি দেখেছি যারা কিছুদিন পর মানুষের টাকা পয়সা নিয়ে ভেগে চলে গেছে। অনেকের মতে forsage io তে যেহেতু কোনো বস নেই সেহেতু এই কোম্পানি আজীবন থাকবে, হারিয়ে যাবে না। কিন্তু forsage io কত দিন থাকবে সেটি নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
কেননা এই কোম্পানির নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই। এরা শুধু রেফার করে ব্লকচেইন পদ্ধতিতে ইনকাম করে থাকে। আর আমরা দেখেছি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে forsage io নিষিদ্ধ করার হয়েছে। এই কোম্পানিতে যতদিন মানুষ রেফার করবে ততদিন এটি থাকবে। মানুষ যদি জয়েন আর না হয় তাহলে এই কোম্পানি চিরতরে বন্ধ হয়ে যাবে।
তবুও বিশ্বের বিভিন্ন দেশে মানুষকে ফরসেজে কাজ করে ইনকাম করে যাচ্ছে বিভিন্ন উপায়ে। আপনার উচিত আপনি যখন ফরসেজে জয়েন হতে যাবেন, অবশ্যই ভেবে চিন্তে জয়েন হবেন। কেননা বাংলাদেশে এটিকে বৈধতা দেওয়া হয়নি।
ফরসেজ এর কাজ কি
ফরসেজ এর কাজ কি সে সম্পর্কেও অনেকে জানে না। আমরা জানতে পেরেছি এখানে বিনিয়োগ করে ইনকাম করা যায়। আবার টিম তৈরি করেও ইনকাম করা যায়। তবে বিনিয়োগ করে ইনকাম করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যারা বেশি পরিমাণ ইনকাম করতে চান তারা ব্লক চেইন পদ্ধতিতে টিম তৈরি করে থাকে।
মূলত ফরসেজ এর মূল কাজ হলো মানুষদেরকে জয়েন করানো এবং টিম গঠন করা। টিমে যারা জয়েন হবেন তাদেরকে কিছু ডলার বিনিয়োগ করতে হবে। আর এসব টাকা আপলাইনরা ভোগ করে থাকে। এভাবে একজন ফরসেজ সদস্য যত বেশি মানুষ জয়েন করাবে তার ততো বেশি ইনকাম হবে।
আরও পড়ুন গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
আপনি যাদেরকে জয়েন করাবেন তারাও পরবর্তীতে অনেক মানুষকে জয়েন করাবে। আপনার নিচে যতজন মানুষ জয়েন হবে আপনি তাদের থেকে ইনকাম পেতেই থাকবেন। এভাবে মূলত ফরসেজে কাজ করা হয়।
ফরসেজ কি ইনকাম সাইট
ফরসেজ এক ধরনের ইনকাম সাইট যা মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি অবলম্বন করে চলে। এটি ইনকাম সাইট হলেও বিশ্বের বিভিন্ন দেশে এই ফরসেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। ২০২২ সালে থাইল্যান্ডের এটি নিষিদ্ধ করা হয়।
আমাদের বাংলাদেশে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে অনেক মানুষ, তবে এটিকে এখনও বৈধতা প্রদান করা হয়নি। ফরসেজ থেকে ইনকাম করা যায়, কিন্তু এই পদ্ধতি ইসলামে হারাম। কেননা এটি mlm পদ্ধতি অনুসরণ করে, আর এই প্ল্যাটফর্মের কোনো প্রোডাক্ট নেই।
তবে আপনি চাইলে টিম তৈরি করে ফরসেজ থেকে ইনকাম করতে পারবেন। আমরা এই বিষয়ে কাউকে উৎসাহ প্রদান করিনা। কেননা forsage io কত দিন থাকবে সে সম্পর্কে সঠিকভাবে বলা সম্ভব নয়। চলুন এখন জেনে নিব ফরসেজ থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে।
ফরসেজ থেকে টাকা ইনকাম করার উপায় - ফরসেজ থেকে ইনকাম
ফরসেজ থেকে ইনকাম করা খুব একটা কঠিন কাজ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পরিচালিত হচ্ছে। আমার বাংলাদেশের অন্যতম নিউজ চ্যানেল যমুনা টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার অবৈধ।
যাইহোক ফরসেজ থেকে ইনকাম করতে গেলে এগুলো বিষয় মাথায় রাখা জরুরী। ফরসেজে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায়। forsage io তে সবচেয়ে বেশি ইনকাম হয় রেফারেল লিঙ্ক শেয়ার করার মাধ্যমে যখন আপনার বড় একটি টিম গঠন হবে।
আপনি নিজে যখন কাউকে আপনার রেফারেল লিঙ্ক শেয়ারের মাধ্যমে অ্যাড করবেন, তখন আপনি কমিশন পাবেন। নতুন সদস্যরা অর্থাৎ আপনি যাদেরকে অ্যাড করেছেন তারা যখন আরও সদস্য অ্যাড করবে তখন আপনার নিচে থাকা সকল সদস্যদের থেকে কমিশন পেতে থাকবেন।
এখানে অনেক লেভেল রয়েছে, যতো লেভেল খুলতে পারবেন ততো বেশি আয় হবে। আশাকরি বুঝতে পেরেছেন ফরসেজ থেকে ইনকাম করার পদ্ধতি সম্পর্কে।
ফরসেজ একাউন্ট খোলার নিয়ম
ফরসেজ একাউন্ট খোলার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ফরসেজ একাউন্ট তৈরি করতে গেলে আপনার ১০-৩০ ডলার পর্যন্ত খরচ হতে পারে। প্রথমে আপনাকে একটি ক্রিপ্টো ওয়ালেট তৈরি করে নিতে হবে এবং এই ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি যোগ করতে হবে।
এরপর আপনাকে একজন আপলাইনকে খুঁজতে হবে যার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি একাউন্ট খুলবেন। আপনার ওয়ালেটটি এরপর মেটামাস্ক বা ট্রোনলিঙ্ক ব্রাউজারে কানেক্ট করে নিতে হবে।
এরপর ফরসেজ জয়েন নামের অপশন পেলে সেখানে ক্লিক করে আপনার ওয়ালেট থেকে ট্রানজেকশন পাঠালেই একাউন্ট তৈরি হয়ে যাবে। আর এরপর আপনাকে লেভেল গুলো ওপেন করে কাজ শুরু করতে হবে। চলুন ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় সে বিষয়ে এখন জেনে নেওয়া যাক।
ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায়
অনেকেই ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় সে বিষয়ে জানতে চান। ফরসেজ থেকে ইনকাম কি পরিমাণ করা যায় সেটি নির্দিষ্ট ভাবে বলা অসম্ভব। কেননা এখানে মাসিক চুক্তিতে বা কোনো নির্ধারিত স্কেলে বেতন প্রদান করা হয়না। আপনি যেমন কাজ করবেন আপনার ইনকামও তেমন হবে।
তবে আপনাকে আমরা একটি উদাহরণের মাধ্যমে ধারণা দিতে পারি। ধরুন আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে দশজন মেম্বার জয়েন হয়েছে। এই দশজন মেম্বার যদি ২০ ডলার বিনিয়োগ করে লেভেল ওপেন করে তাহলে আপনি লেভেল অনুযায়ী প্রায় ১০০-১৫০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আপনি যত বেশি মেম্বার জয়েন করাবেন ততো বেশি আয় হবে। শুধু মেম্বার জয়েন করলেই না, আপনার নিচে থাকা মেম্বাররা যদি নতুন মেম্বার জয়েন করে এবং সকলে কাজ করে তাহলেও আপনি অনেক ইনকাম করতে পারবেন। আশাকারি ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন।
ফরসেজ কি স্ক্যাম করে?
ফরসেজ সরাসরি আপনাকে ধোঁকা দিবে না। ফরসেজে থাকা কোনো মেম্বার বা সদস্য চাইলে আপনাকে ধোঁকা দিতে পারে। তবে ব্লকচেইন পদ্ধতি অবলম্বন করে কাজ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা জানি forsage io একটি mlm প্ল্যাটফর্ম এবং এখানে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার সুযোগ নেই।
এই কোম্পানিতে যদি মেম্বার জয়েন হওয়া বন্ধ হয়ে যায় তাহলে ফরসেজ বন্ধ হয়ে যাবে। এছাড়া আমরা দেখেছি আমেরিকা, থাইল্যান্ড, চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশে ফরসেজ প্ল্যাটফর্মের কার্যক্রম পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কেননা ভবিষ্যতে এখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আপনি যদি ফরসেজে কাজ করতে চান তাহলে অবশ্যই ফরসেজ সম্পর্কে প্রথমে ভালোভাবে জেনে নিন।
FAQ: forsage io কত দিন থাকবে এবং ফরসেজ থেকে ইনকাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১. ফরসেজ কত দিন থাকবে?
উত্তর: ফরসেজ একটি মাল্টি-লেভেল মার্কেটিং কোম্পানি যেখানে ব্লক চেইন পদ্ধতিতে আয় করা হয়ে থাকে। ব্লক চেইন পদ্ধতি সাধারণত সারা জীবন থাকে। তবে মানুষের চাহিদা এবং মানুষের আগ্রহ যদি কমে যায়, আর ফরসেজে জয়েন না হয় তাহলে এটি বন্ধ হতে পারে। আর কোনো দেশে সরকারিভাবে ফরসেজ বন্ধ করে দিলে এর কার্যক্রম আর থাকবে না।
২. ফরসেজ থেকে ইনকাম করা হালাল নাকি হারাম?
উত্তর: যদিও ফরসেজ এর মেম্বাররা এটি হালাল মনে করে কিন্তু বিশ্বের যত আলেম-ওলামা রয়েছে তাদের ভাষ্যমতে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি থেকে ইনকাম করা সম্পূর্ণভাবে হারাম। তাই ফরসেজ যেহেতু মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি বা ব্লক চেইন কোম্পানি সেহেতু ফরসেজ থেকে ইনকাম করা হারাম।
৩. ফরসেজ বাদে অনলাইনে ইনকাম করার উপায় কি?
উত্তর: ফরসেজ বাদে অনলাইনে ইনকাম করার অনেক উপায় রয়েছে। আপনি ফরসেজ থেকে ইনকাম করতে না চাইলে অনলাইনে অন্যান্য কাজ করতে পারেন এবং সেটি হালাল পদ্ধতিতে। যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
শেষকথা
ফরসেজ থেকে ইনকাম করা কঠিন হবে যদি আপনি রেফার করতে না পারেন। অনেকের জন্য এই কাজটি করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর বাংলাদেশের যেহেতু ফরসেজকে বৈধতা দেওয়া হয়নি সেহেতু এর থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন।
প্রিয় পাঠক আমরা কোনো অবৈধ প্ল্যাটফর্মের সাথে যুক্ত নয় এবং আপনাদেরকেও যুক্ত হতে উৎসাহিত করি না। বরং আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে।
আমরা আপনাকে জানালাম forsage io কত দিন থাকবে, ফরসেজ এর কাজ কি, ফরসেজ কি ইনকাম সাইট, ফরসেজ থেকে টাকা ইনকাম করার উপায়, ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় ইত্যাদি সম্পর্কে। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url