জানাজার নামাজের ইমামতির নিয়ম - জানাজার নামাজের নিয়ম হানাফি

প্রতি দিনের তাহাজ্জুদ নামাজের সময় সূচীআসসালামু আলাইকুম সম্মানিত পাঠকগণ, মানুষ মৃত্যুবরণ করলে বিশেষ করে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন জানাজার নামাজ পড়াতে চান। তাই আপনারা অনেকেই জানাজার নামাজের ইমামতির নিয়ম, জানাজার নামাজের নিয়ম হানাফি, জানাজার নামাজের নিয়ম আহলে হাদিস, মহিলাদের জানাজার নামাজের নিয়ম সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন।
জানাজার নামাজের ইমামতির নিয়ম
তাই আজকে আমরা আপনাদের সুবিধার জন্য জানাজার নামাজের নিয়ম দলিলসহ জানাজার নামাজের বিধান কি সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। যারা আহলে হাদিস এবং হানাফি সহ সকলেরই আজকের এই আর্টিকেলটি অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। জানাজার নামাজ পড়ার পদ্ধতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকা

ইসলামে জানাজার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ যা মুসলমানদের একত্রে আদায় করতে হয়। জানাজার নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, মৃত ব‍্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, রহমত ও বরকত এর জন্য দোয়া করার অন্যতম মাধ্যম হচ্ছে জানাজার নামাজ।

অন্যান্য নামাজের থেকে জানাজার নামাজের নিয়ম বেশ আলাদা। এই নামাজে রুকু সিজদা নেই, শুধুমাত্র দাঁড়িয়ে এই নামাজ আদায় করতে হয়। এই নামাজে নির্দিষ্ট কিছু দোয়া এবং দরুদ পাঠ করতে হয়, যা অনেকেই জানেন না। জানাজার নামাজের ইমামতির নিয়মও জানা প্রয়োজন।

ইমামের ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম আছে। মৃত ব্যক্তির জন্য যখন আপন মানুষজন দোয়া করে তখন আল্লাহ তা'আলা চাইলে মৃত ব্যক্তিকে মাফ করে দেন। এজন্য মৃত ব্যক্তির কাছের মানুষজন জানাজার নামাজের ইমামতি করতে চান। তাই চলুন শুরুতেই জানাজার নামাজের ইমামতির নিয়ম সম্পর্কে জেনে নেই।

জানাজার নামাজের ইমামতির নিয়ম

জানাজার নামাজের ইমামতির নিয়ম রয়েছে যা খুব বেশি কঠিন নয়। অনেকেই ভেবে থাকে জানাজার নামাজ পড়ানো হয়তো খুব বেশি কঠিন কাজ। তাই ভয়ে অনেক মানুষই তার আত্মীয়-স্বজনদের জানাজার নামাজে ইমামতি করে না। নিচে ধাপে ধাপে জানাজার নামাজের ইমামতির নিয়ম সম্পর্কে বলা হলো:

প্রথমে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে মৃত ব্যক্তির সিনা বরাবর ইমাম সাহেবকে দাঁড়াতে হবে। জানাজার নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত এই যে, জানাজার নামাজে মৃত ব্যক্তি ইমামের সামনে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তবে অনুপস্থিত মৃত ব্যক্তির জানাজা এবং প্রচলিত গায়েবানা জানাজা হানাফি মাজহাবে জায়েজ নেই।

সবাই কাতার অনুযায়ী দাঁড়ালে ইমাম সাহেব তাকবীর বলবেন। অতঃপর মুসল্লীগণও সাথে সাথে তাকবীর বলে হাত বাঁধবে। জানাজার নামাজে ইমামের সাথে সাথে প্রতিটি তাকবীর বলা আবশ্যক। এরপর ইমাম সাহেব এবং মুসল্লীগণ ছানা পড়বে। ছানা শেষ করার পরে ইমাম সাহেব হাত না উঠিয়েই তাকবীর বলবে।

এই দ্বিতীয় তাকবীরের পরে ইমাম দরুদ শরীফ পাঠ করবে, জানাজার নামাজে দরুদে ইব্রাহিম অর্থাৎ, আপনি নামাজে যেই দরুদ পাঠ করেন বা নামাজের যে দরুদ পাঠ করতে হয় সেই দরুদ-ই জানাজার নামাজেও পাঠ করতে হবে।
দরুদ পড়ার পরে ইমাম সাহেব আবার হাত না উঠিয়েই তাকবীর বলবে। তারপর জানাজার দোয়া পড়তে হয়। এরপর সর্বশেষ চতুর্থ তাকবীর দেওয়ার পর ডানে এবং বামে সালাম দিয়ে জানাজার নামাজ শেষ করতে হয়। এ ছিল জানাজার নামাজের ইমামতির নিয়ম সমূহ।

জানাজার নামাজের নিয়ম হানাফি

জানাজার নামাজের নিয়ম হানাফি মাজহাবের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। আমরা উপরে জানাজার নামাজের ইমামতির নিয়ম হানাফি মাজহাব অনুযায়ী তুলে ধরেছি। সংক্ষেপে বলতে গেলে হানাফি মাজহাব অনুযায়ী জানাজার নামাজের নিয়ম হলো মৃত ব্যক্তিকে সামনে নিয়ে ইমাম সাহেব দাঁড়াবে।

অতঃপর তাকবীর দিয়ে নামাজ শুরু করবে এবং ছানা পাঠ করবে। মুসল্লিগণ ইমাম সাহেবের অনুসরণ করবে এবং ইমাম সাহেবের পর প্রতিটি তাকবীর দেওয়া আবশ্যক। ছানার পর আবার তাকবীর পাঠ করবে এবং তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে। দরুদ শরীফ পড়ার পর তাকবীর দিয়ে জানাজার যে দোয়া গুলো রয়েছে সে দোয়া গুলো পাঠ করতে পারেন।

আমাদের দেশের সাধারণত একটি নির্দিষ্ট দোয়া পাঠ করা হয়। এরপর সর্বশেষ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে। জানাজার নামাজে মোট চারটি তাকবীর দিতে হয়।

এছাড়া হানাফি ইমামগণের মতে হাদিস অনুযায়ী তারা বলেন জানাজার নামাজের সূরা ফাতিহা পাঠ করা উত্তম বা মুস্তাহাব। তবে সূরা ফাতিহা না পাঠ করলে কোনো সমস্যা নেই, জানাজার নামাজ আদায় হয়ে যাবে। সাহাবীগণ সূরা ফাতিহা জানাজার নামাজের পাঠ করতেন না বলে বিভিন্ন হাদিস পাওয়া যায়।

জানাজার নামাজের নিয়ম আহলে হাদিস

জানাজার নামাজের নিয়ম আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। শুধুমাত্র আহলে হাদিসদের মতে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তে হয়। বিশেষ করে আহলে হাদিসরা জানাজার নামাজে ছানা এর পরিবর্তে তারা সূরা ফাতিহা পড়ে থাকে।

আহলে হাদিসদের মতে জানাজার নামাজের নিয়ম হলো: সম্মানিত ইমাম সাহেব মৃত ব্যক্তিকে সামনে নিয়ে দাঁড়াবে। এরপর প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়বে। তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে সকল নামাজে যে দরুদ পাঠ করা হয় সে দরুদ পাঠ করতে হবে।
তারপর তৃতীয় তাকবীর দিয়ে মৃত ব্যক্তি এবং উপস্থিত সকলের জন্য দোয়া করবে। তারপর চতুর্থ তাকদীর দিয়ে সালাম ফেরাতে হবে। এটি হলো জানাজার নামাজের নিয়ম আহলে হাদিস অনুসারীদের মতে।

মহিলাদের জানাজার নামাজের নিয়ম

অনেকেই মহিলাদের জানাজার নামাজের নিয়ম সম্পর্কে জানতে চান। বিভিন্ন হাদিসে পাওয়া যায় ইসলামের শুরুর যুগে মহিলারা মসজিদে যেতেন, ঈদের সময় মাঠে গিয়ে নামাজ আদায় করতেন, এমনকি জানাজার নামাজেও শরিক হতেন। কিন্তু বর্তমানে ফিতনা-ফাঁসাদের যুগে নারীর পর্দা করা বেশি গুরুত্বপূর্ণ।

তবে কিছু কিছু আলেমদের মতে যদি নারীদের পর্দার ব্যবস্থা করা হয় তাহলে জানাজার নামাজ তারাও আদায় করতে পারবে। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল (সা) বলেছেন ছেলেরা মৃত ব্যক্তিকে নিয়ে যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয় তখন মেয়েরা তাদের সাথে যেতে পারবেনা। অনেক আলেমের মতে এটি হারাম এবং কেউ কেউ বলেছেন এটি মাকরূহ।

নারীদের যদি সঠিকভাবে পর্দার ব্যবস্থা করা হয় তাহলে তারা পুরুষের পেছনে নামাজ আদায় করতে পারবে। মহিলাদের জানাজার নামাজের নিয়ম হলো সেখানে তারা সম্পূর্ণ পর্দার সহিত উপস্থিত থাকবে। তারপর ইমামের অনুসরণ করে নামাজ সমাপ্ত করবে।
তবে বর্তমান যুগে মহিলাদের মসজিদে, ঈদগাহের মাঠে অথবা জানাজার নামাজে উপস্থিত হওয়া নিষিদ্ধ। কেননা এখানে ফিতনা হওয়ার আশঙ্কাই বেশি। আশাকরি মহিলাদের জানাজার নামাজের নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন।

জানাজার নামাজের নিয়ম দলিলসহ

আপনারা অনেকেই জানাজার নামাজের নিয়ম দলিলসহ জানতে চেয়েছেন। আমরা উপরে জানাজার নামাজের নিয়ম গুলো ধাপে ধাপে আলোচনা করেছি। আমরা কোরআন এবং হাদিস এর আলোকেই জানাজার নামাজের নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করেছি।

এছাড়া আপনাদের যদি দলিল প্রয়োজন হয় অর্থাৎ হাদিস নাম্বার জানার প্রয়োজন হয় তাহলে আপনার নিকটস্থ কোনো আলেম এর শরণাপন্ন হতে পারেন। কেননা হাদিস বোঝার জন্য একজন আলেমের শরণাপন্ন হয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানা খুবই জরুরী। একা একা যদি হাদিস পড়তে যান তাহলে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন।

জানাজার নামাজের বিধান কি

জানাজার নামাজের বিধান কি সে সম্পর্কে অনেকেই জানেন না। তাই এখন আমরা জানাজার নামাজের বিধান সম্পর্কে আলোচনা করব। জানাজার নামাজের বিধান বা হুকুম হলো ফরজে কেফায়া। এটি সমাজের জন্য ফরজ।

অর্থাৎ কোনো সমাজ বা এলাকার যদি মানুষ মারা যায় সেখান থেকে কিছু সংখ্যক মানুষ সেই মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করলে পুরো সমাজের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। আর যদি কেউই না আদায় করে তাহলে সমস্ত সমাজের মানুষ গুনাহগার হবে।

ফরজে কেফায়া এমন একটি বিধান যা প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা আবশ্যক নয়, বরং আশেপাশের কিছু সংখ্যক মানুষ আদায় করলেই হয়ে যাবে। জানাজার নামাজের বিধান কি সে সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন।

FAQ: জানাজার নামাজের ইমামতির নিয়ম - জানাজার নামাজের নিয়ম হানাফি সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

১. জানাজার নামাজে কিভাবে দাঁড়ানো উচিত?

উত্তর: জানাজার নামাজে ইমাম সাহেব মৃত ব্যক্তিকে সামনে নিয়ে তার বুক বরাবর দাঁড়াবে। জানাজার নামাজে কাতার কমপক্ষে তিনটা হওয়া মুস্তাহাব। এমনকি মাত্র সাত জন হলেও একজনকে ইমাম বানিয়ে ব্যাগে ছয় জন এভাবে দাঁড়াবে: প্রথম কাতারে তিনজন, দ্বিতীয় কাতারে দুইজন এবং তৃতীয় কাতারে একজন।

২. জানাজার নামাজের ফরজ কয়টি ও কি কি?

উত্তর: জানাজার নামাজের ফরজ তিনটি। তা হলো:
  • জানাজার নামাজের নিয়ত করা।
  • চারবার আল্লাহু আকবার বলা। অর্থাৎ জানাজার নামাজে চারবার তাকবীর দেওয়া। ইমামের সাথে মুসল্লিদের মনে মনে তাকবীর বলতে হবে।
  • দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা।

৩. জানাজার নামাজের সুন্নাত কয়টি ও কি কি?

উত্তর: জানাজার নামাজের সুন্নত তিনটি। যথা:
  • প্রথম তাকবীরের পর ছানা পড়া। আবার কারো কারো মতে সুরা ফাতেহা পড়া।
  • দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পাঠ করা।
  • তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়া।

উপসংহার

ইসলামে জানাজার নামাজকে খুবই গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এই নামাজ আদায় করা ফরজে কেফায়া। জানাজার নামাজ আদায় করলে প্রচুর পরিমাণ সওয়াব পাওয়া যায়। যেমন হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি জানাজায় হাজির হয় এবং জানাজার নামাজ পর্যন্ত জানাজার সঙ্গে থাকে তার এক কিরাত সওয়াব লাভ হয়।

আর দাফন শেষ হওয়া পর্যন্ত যে ব্যক্তি জানাজার সঙ্গে থাকে তার দুই কিরাত সওয়াব লাভ হয়। আল্লাহর রাসূল (সা) কে কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দুই কিরাত হচ্ছে দুটি পাহাড়ের সমান। এর মধ্যে ছোট পাহাড়টি হচ্ছে উহুদ পাহাড়ের সমান। এই কারণে জানাজার নামাজ ত্যাগ করা উচিত নয়।

সম্মানিত পাঠক আপনাদের সামনে উপস্থাপন করেছি জানাজার নামাজের বিধান কি, জানাজার নামাজের ইমামতির নিয়ম, জানাজার নামাজের নিয়ম হানাফি, জানাজার নামাজের নিয়ম আহলে হাদিস, মহিলাদের জানাজার নামাজের নিয়ম এবং জানাজার নামাজের নিয়ম দলিলসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্ট করতে পারেন। আর আজকের এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক এর মাধ্যমে শেয়ার করতে করবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url