প্রবাস থেকে মামলা করার নিয়ম জেনে নিন

অনেক প্রবাসী ভাই ও বোনেরা প্রবাস থেকে মামলা করার নিয়ম সম্পর্কে জানতে চায়, তাই আজকে আমি আলোচনা করব বিদেশ থেকে বাংলাদেশে মামলা করার নিয়ম বা আপনার উপর কেউ মামলা দিলে সেই মামলা পরিচালনা করার নিয়ম সম্পর্কে।
প্রবাস থেকে মামলা করার নিয়ম
যারা বিদেশে থাকেন তারা নিজ দেশের বিভিন্ন অধিকার থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যায়। অনেক মানুষ আছে যারা বিদেশে থাকে তাদের জমি জমা অনেকে দখলে নিয়ে নেয়, আবার অনেক সময় দেখা যায় আপনি বিদেশে আছেন এবং দেশের কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা পান, কিন্তু সে টাকা দিচ্ছেনা। এরকম সমস্যা হলে কিভাবে বিদেশ থেকে মামলা করে আপনি আপনার অধিকার আদায় করবেন সে সম্পর্কে এই আর্টিকেলে বলা হবে।

ভূমিকা

প্রবাস থেকে মামলা করার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। এসব নিয়মকানুন মেনে আপনি মামলার করার মাধ্যমে আপনার অধিকার আদায় করতে পারবেন। আপনার যদি দেশে আসার সুযোগ থাকে তাহলে দেশে এসেই মামলা পরিচালনা করতে পারেন।

তবে বেশিরভাগ সময় দেখা যায় দেশে ফিরে মামলা পরিচালনা করতে করতে আবার বিদেশ যাওয়ার সময় হয়ে যায়। এছাড়া বিদেশে বসে মামলা পরিচালনা করা অনেকের ক্ষেত্রে জটিল এবং ব্যয়বহুল কাজ মনে হতে পারে।

আমরা বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে প্রবাস থেকে মামলা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি যা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। চলুন এখন মূল আলোচনা শুরু করা যায়।

প্রবাস থেকে মামলা করার নিয়ম

আপনি প্রবাসে বসে কেবলমাত্র একটি কাগজের মাধ্যমে নিজ দেশে মামলা পরিচালনা করতে পারবেন। সেই কাগজটির নাম হলো আমমোক্তারনামা। আপনারা অনেকেই জানেন না আমমোক্তারনামা কি।

আমমোক্তারনামা হলো এমন একটি কাগজ যেটি তৈরি করে আপনি আপনার ক্ষমতা আরেকজনকে দিয়ে দিতে পারবেন যার মাধ্যমে তিনি আপনার হয়ে মামলা লড়বে। আপনি যাকে ক্ষমতায় অর্পণ করবেন তিনি আপনার হয়ে সকল কাজ করতে পারবে। নিচে প্রবাস থেকে মামলা করার নিয়ম ধাপে ধাপে আলোচনা করা হলো।

১. প্রবাস থেকে মামলা করার নিয়ম এর প্রথম ধাপ:

প্রবাস থেকে যদি মামলা করতে চান তাহলে, আপনাকে প্রথম ধাপে একজন বিশ্বাসযোগ্য মানুষ বেছে নিতে হবে, এটি হতে পারে কোনো আইনজীবী বা কোনো বন্ধু অথবা আত্মীয়-স্বজন। যাকে আপনি আমমোক্তারনামার মাধ্যমে ক্ষমতা দিয়ে দিবেন এবং তিনি আপনার হয়ে সকল কাজ করে দিবে।
আমমোক্তারনামা তৈরি করতে হবে দেশে থাকা একজন আইনজীবীর সাহায্যে। এখানে আপনার নাম, আপনার পিতা মাতার নাম, আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার এবং যিনি আপনার হয়ে মামলা লড়বে তার পরিচয়, তিনি আপনার হয়ে কি কি কাজ করতে পারবেন ইত্যাদি তথ্য দিতে হবে।

২. প্রবাস থেকে মামলা করার নিয়ম এর দ্বিতীয় ধাপ:

আমমোক্তারনামা তৈরি করা হয়ে গেলে আপনার আইনজীবী আপনাকে অনলাইনে অথবা ডাকযোগে কাগজটি পাঠিয়ে দিবে। অনলাইনে পাঠালে কাগজটি প্রিন্ট করে তুলে নিতে হবে। চেষ্টা করবেন কাগজটি যেন A4 সাইজের হয়।

এরপর সেই আমমোক্তারনামায় যেসকল জায়গায় ছবি প্রদান করতে হবে সেসব জায়গায় ছবি দিবেন। এখানে সাধারণত আপনার এবং যিনি আপনার হয়ে দেশে মামলা লড়বে তার ছবি দিতে হবে। ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ছবিটি পাসপোর্ট সাইজের হতে হবে।

৩. প্রবাস থেকে মামলা করার নিয়ম এর তৃতীয় ধাপ:

তৃতীয় ধাপে ছবি প্রদান করার পর আপনি যে দেশে রয়েছেন সেই দেশের বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে। সেখানে গিয়ে আমমোক্তারনামার প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর করতে হবে এবং ক্ষমতা প্রদানকারী এবং ক্ষমতা গ্রহণকারীর ছবির পাশে টিপ-সই দিতে হবে।

এম্বাসির কর্মকর্তার সামনে আপনাকে সই স্বাক্ষর করতে হবে। তারপর তিনি আপনার ডকুমেন্টে স্বাক্ষর করে সিল দিবেন এবং তারিখ লিখে দিবেন। এরপরে তিনি আপনাকে ফাইনাল ডকুমেন্ট প্রদান করবেন।

৪. প্রবাস থেকে মামলা করার নিয়ম এর চতুর্থ ধাপ:

ফাইনাল ডকুমেন্ট পাওয়ার পর চতুর্থ ধাপে আপনার সকল কাগজপত্র দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযোগে আপনার দিশের নিযুক্ত আইনজীবীর নিকট প্রেরণ করতে হবে। তিনি এসব ডকুমেন্ট হাতে পেলে নির্দিষ্ট জায়গায় চেক করার জন‍্য প্রদান করবেন।
সেখানে চেক করা হবে এইগুলো স্বাক্ষর করা কাগজপত্র আপনার কিনা এবং এগিয়ে বাংলাদেশী এম্বাসি থেকে ভেরিফাই করা হয়েছে কিনা। তারপর সব ঠিক থাকলে তারা সেখানে স্ট‍্যাম্প লাগিয়ে দিবেন এবং সকল ডকুমেন্ট আপনার আইনজীবীর হাতে তুলে দিবেন।

৫. প্রবাস থেকে মামলা করার নিয়ম এর পঞ্চম ধাপ:

পঞ্চম ধাপে আপনার আইনজীবী আপনার ডকুমেন্ট গুলো নিয়ে ডিসি অফিসে যাবেন। তারপর ডিসি অফিসের কর্মকর্তারা আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা যাচাই-বাছাই করবেন। তারপর ২ হাজার টাকার একটি স্ট্যাম্প লাগিয়ে দিবেন।

এরপর তারা স্বাক্ষর করে আবার রি-ভেরিফাই করে আপনার আইনজীবীকে ফাইনাল আমমোক্তারনামা প্রদান করবেন। তারপর আপনার পাওয়ার গ্রহীতা সেই আমমোক্তারনামা গ্রহণ করতে পারবেন। এখন আপনি যেই মামলাটি দাখিল করতে চাচ্ছেন সেই মামলাটি আপনার পাওয়ার গ্রহণকারী ব্যক্তিটি দাখিল করতে পারবেন।

তিনি আমমোক্তারনামার মাধ্যমে বাংলাদেশী আইনজীবীর কাছে গিয়ে ওকালতনামা সই করতে পারবেন। এভাবেই যেকোনো কোর্টে গিয়ে আপনার পাওয়ার গ্রহীতা আপনার পক্ষ থেকে দেওয়ানি বা ফৌজদারি মামলা দাখিল করতে পারবে।

প্রবাসীদের উপর মামলা করলে তাদের করণীয়

অনেক প্রবাসীরা জানতে চেয়েছেন যে, বাংলাদেশে রয়েছে এমন কেউ আপনার উপর যদি মামলা করে তাহলে করণীয় কি? এক্ষেত্রে আপনার বিভিন্ন করণীয় রয়েছে। প্রথমে দেখতে হবে মামলাটা কি ধরনের, ফৌজদারি মামলা নাকি দেওয়ানী মামলা। একেক ধরনের মামলার ক্ষেত্রে আপনার করণীয় একেক ধরনের হতে পারে।

এক্ষেত্রে বাংলাদেশী একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি চাইলে তার মাধ্যমে সকল কাজ করতে পারবেন বিদেশে বসেই। তিনি আপনার পক্ষ থেকে কোর্টে হাজিরা দিবে। এছাড়া আপনি চাইলে আমমোক্তারনামা তৈরি করে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে পারেন।
তাহলে তিনি আপনার হয়ে কোর্টে হাজিরা দেওয়া সহ সকল কাজ পরিচালনা করতে পারবেন। অনেক সময় জরুরী প্রয়োজনে আপনাকে ভিডিও কলের মাধ্যমে কোর্টে উপস্থিত থাকতে হবে। আপনার মামলার অবস্থা সম্পর্কে জানতে নিয়মিত আপনার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখা জরুরী।

FAQ: বিদেশ থেকে বাংলাদেশে মামলা করার নিয়ম সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. বিদেশ থেকে কোন কোন ধরনের মামলা করা যায়?

উত্তর: আপনি বিদেশ থেকে যে ধরনের মামলা পরিচালনা করতে পারবেন তা হলো:
  • কোনো জমি সংক্রান্ত মামলা করতে পারবেন।
  • আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করা হলে মামলা করতে পারবেন।
  • কারো কাছে পাওনা থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন।
  • বিয়ে সংক্রান্ত মামলা করতে পারবেন।
  • এবং ফৌজদারি মামলা পরিচালনা করতে পারবেন।

২. কাকে মামলা পরিচালনার দায়িত্ব দিলে ভালো হবে?

উত্তর: বিদেশ থেকে নিজে মামলা পরিচালনা করা সম্ভব নয়। এজন্য মামলা দায়ের বা পরিচালনা করার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তি নিযুক্ত করা উচিত। এটি হতে পারে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ। এছাড়া আপনি আপনার আইনজীবীকে এই দায়িত্ব দিতে পারেন। তিনি আপনার পক্ষ থেকে যেকোনো মামলা পরিচালনা করতে পারবেন।

৩. বিদেশ থেকে মামলা করতে কত খরচ হবে?

উত্তর: বিদেশ থেকে মামলা দায়ের বা পরিচালনা করার জন্য কত টাকা খরচ করতে হবে সঠিকভাবে বলা সম্ভব নয়। স্থান এবং মামলার উপর ভিত্তি করে খরচ আলাদা আলাদা হতে পারে। এছাড়া বিদেশ থেকে মামলা অন্য কারো মাধ্যমে পরিচালনা করতে অনেক বেশি খরচ হয়ে থাকে। আপনাকে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে খরচ করতে হবে, আইনজীবীর ফ্রি দিতে হবে এবং কোড ফ্রি দিতে হবে।

উপসংহার

প্রবাস থেকে মামলা সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে আপনার আইনজীবী অথবা বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সম্মানিত পাঠক বিদেশ থেকে যেকোনো ধরনের মামলা দায়ের করতে প্রচুর টাকা খরচ করার প্রয়োজন হতে পারে।

সেক্ষেত্রে যদি দেশে এসে মামলার কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে দেশে এসে সকল কাজ করাই ভালো। সম্মানিত পাঠক আপনি জানতে পারলেন প্রবাস থেকে মামলা করার নিয়ম সম্পর্কে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে এসেছে।

যদি আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিদেশ থেকে মামলা করার নিয়ম সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। বিদেশ থেকে মামলা করা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url