সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা ও অপকারিতা জেনে নিন
সম্মানিত পাঠক বন্ধুরা আপনারা হয়তো সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা ও অপকারিতা, সিলেক্ট প্লাস শ্যাম্পু কি চুল পড়া কমায়, সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের নিয়ম, সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম কত ইত্যাদি সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না। এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকের এই কন্টেন্ট এ আমরা আলোচনা করব সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা, সিলেক্ট প্লাস শ্যাম্পুর অপকারিতা, সিলেক্ট প্লাস শ্যাম্পু কোথায় পাওয়া যায় ইত্যাদি সহ সকল খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে।
ভূমিকা
বর্তমান বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায়। কিন্তু কোন শ্যাম্পু আপনার জন্য সেরা হবে সে সম্পর্কে জানা খুবই জরুরী। বর্তমানে সিলেক্ট প্লাস শ্যাম্পু অনেকেই ব্যবহার করা শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন।
এটি ভালো মানের শ্যাম্পু, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। অনেকে শুধুমাত্র চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শ্যাম্পু ব্যবহার করে থাকে। কিন্তু চুলের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে মাথার ত্বকের সুস্থতা নিশ্চিত করা ও গুরুত্বপূর্ণ।
মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে সিলেক্ট প্লাস শ্যাম্পু। চলুন সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা ও অপকারিতা বা ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা
সিলেক্ট প্লাস শ্যাম্পুর অনেক উপকারিতা রয়েছে। এ শ্যাম্পু শুধুমাত্র চুলকেই সুন্দর করে না বরং মাথার ত্বক বা স্কাল্প এর স্বাস্থ্য ভালো রাখে। মাথার ত্বক যদি ভালো থাকে তাহলে চুল মজবুত এবং সুন্দর হয়। আর মাথার ত্বকে যদি ইনফেকশন খুশকি ইত্যাদি সমস্যা হয় তাহলে চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং চুল পড়তে থাকে।
সিলেক্ট প্লাস শ্যাম্পু মাথার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে ত্বকের স্বাস্থ্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চুলের যত্নে সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা গুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
১. খুশকি দূর করে: সিলেক্ট প্লাস শ্যাম্পুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এতে অ্যান্টি-ড্যান্ড্রাফ ফর্মুলা রয়েছে। এই শ্যাম্পুতে থাকা উপাদান গুলো মাথার ত্বকের মৃত কোষ দূর করে দেয়, যার ফলে দীর্ঘদিন ধরে খুশকি থেকে বেঁচে থাকা যায়।
২. মাথা ঠাণ্ডা হয় এবং ময়লা দূর করে: এই শ্যাম্পুতে এমন কিছু উপাদান রয়েছে যার কারণে এই শ্যাম্পু ব্যবহার করলে মাথা ঠাণ্ডা হয় এবং অনেক আরাম পাওয়া যায়। এছাড়া জমে থাকা তেল, ধুলাবালি সহ সকল ধরনের ময়লা দূর করে এবং ফ্রেস অনুভূতি দেয়।
৩. চুল পড়া কমায়: সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা হলো এটি চুল পড়া কমাতে সাহায্য করে। খুশকি জনিত সমস্যার কারণে অনেকের চুল পড়ে যায়। এই শ্যাম্পু ব্যবহার করলে যেহেতু খুশকি কমে তাই চুল পড়াও কমে যায়।
৪. ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রতিরোধ করে: অনেক সময় আমাদের চলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে ইনফেকশন, খুশকি, চুল পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। আর সিলেক্ট প্লাস শ্যাম্পুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই মাথায় চুলকানি, খুশকি এবং ইনফেকশন হয় না।
৫. সকলে ব্যবহার করতে পারবেন: ছোট থেকে বড় সকলের চলেই সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করা যায়। এমনকি সকল ধরনের চুলে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এটি তৈলাক্ত ত্বকের চুল সহ শুষ্ক ত্বকের চুলেও নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। এটি সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা গুলোর মধ্যে অন্যতম একটি উপকারিতা।
৬. চুল সফট করে: নিয়ম মেনে সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করলে এটি কন্ডিশনার এর মতো চুলকে সফট এবং নমনীয় করে তোলে। এছাড়া এটি চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শ্যাম্পু কিছুদিন ব্যবহার করলেই চুলগুলো মসৃণ দেখায়।
সিলেক্ট প্লাস শ্যাম্পুর অপকারিতা
সিলেক্ট প্লাস শ্যাম্পুর অপকারিতা বা কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যদিও এই শ্যাম্পু ব্যবহার করলে অনেক ভালোভাবে ফল পাওয়া যায়, তবে এর কিছু ক্ষতিকর দিক রয়েছে যা সকলেরই জানা দরকার। কোনো কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে। নিচে সিলেক্ট প্লাস শ্যাম্পুর কিছু ক্ষতিকর দিক তুলে ধরা হলো:
১. অতিরিক্ত ব্যবহারে ত্বক শুকিয়ে যেতে পারে: সিলেক্ট প্লাস শ্যাম্পুতে রয়েছে অ্যান্টি-ড্যান্ড্রাফ উপাদান। তাই এই শ্যাম্পু যদি আপনি প্রতিদিন মাথার ত্বকে ব্যবহার করেন তাহলে মাথার ত্বকে যে প্রাকৃতিক তেল তৈরি হয় তা দূর হয়ে যাবে। এই প্রাকৃতিক তেল মাথার ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক তেল যদি না থাকে তাহলে মাথায় প্রচণ্ড চুলকানি এবং জ্বালাপোড়া হতে পারে।
২. অ্যালার্জির ঝুঁকি: যে সকল মানুষের মাথার ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাদের মাথায় সিলেক্ট প্লাস শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করলে অ্যালার্জি জনিত সমস্যা অর্থাৎ লাল লাল র্যাশ দেখা দিতে পারে। যার ফলে জ্বালা যন্ত্রণা হতে পারে। তাই যাদের মাথার ত্বক অতিরিক্ত সংবেদনশীল তারা এই শ্যাম্পু ব্যবহার করার পূর্বে প্যাচ টেস্ট করতে পারেন।
৩. চুল রুক্ষ হয়ে যেতে পারে: সিলেক্ট প্লাস শ্যাম্পু যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার চুল রুক্ষ এবং নিস্তেজ হয়ে যেতে পারে। এজন্য সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করার পর একটি ভাল মানের কন্ডিশনার ব্যবহার করা উচিত।
৪. শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর হতে পারে: শ্যাম্পুতে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, যা গর্ভবতী মায়ের এবং শিশুদের জন্য অর্থাৎ একদম ছোট যারা (নবজাতক) তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তারপরেও যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।
৫. ধীরে ধীরে কাজ করে: আমরা অনেকেই শ্যাম্পু ব্যবহার করার পর সাথে সাথে ফলাফল আশা করি। কিন্তু সিলেক্ট প্লাস শ্যাম্পু ধীরে ধীরে কাজ করে। এজন্য ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই শ্যাম্পু ব্যবহার করতে হবে।
আরও পড়ুন টাইমেক্স খেলে কি হয় জেনে নিন
সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। তবে ক্ষতি হতে পারে এমন সন্দেহ থাকলে আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।
সিলেক্ট প্লাস শ্যাম্পু কি চুল পড়া কমায়
অনেকেই প্রশ্ন করে থাকেন সিলেক্ট প্লাস শ্যাম্পু কি চুল পড়া কমায়? এটি সাধারণত খুশকি দূর করার শ্যাম্পু হলেও চুল পড়া কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংক্ষেপে বলতে গেলে সিলেক্ট প্লাস শ্যাম্পু চুল পড়া কমানোর জন্য তৈরি করা হয়নি। এটি কেবলমাত্র খুশকি দূর করার জন্য তৈরি করা হয়েছে।
তবে চুল পড়া কমাতে সাহায্য করে। অনেকের মনে প্রশ্ন হতে পারে কিভাবে সিলেক্ট প্লাস শ্যাম্পু চুল পড়া কমাতে সাহায্য করে? মূলত খুশকি হচ্ছে চুল পড়ার অন্যতম একটি কারণ। আপনার মাথায় যদি অতিরিক্ত খুশকি থাকে তাহলে আপনার চুল ঝরে যেতে পারে।
আর সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং দীর্ঘস্থায়ীভাবে খুশকি দূর হয়। এছাড়া পুষ্টিহীনতা, হরমোন জনিত সমস্যা এবং অন্যান্য সমস্যার কারণে যদি চুল পড়ে সেক্ষেত্রে সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে না। এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের নিয়ম
সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। কেননা নিয়ম না মেনে শ্যাম্পু ব্যবহার করলে চুলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের নিয়ম হলো, প্রথমে হালকা গরম পানি দ্বারা মাথা ধুয়ে নিতে হবে। যার ফলে ময়লা গুলো নরম বা আলগা হয়ে যাবে, আর সহজেই ময়লা গুলো দূর হবে।
ভালোভাবে মাথা ভিজিয়ে নেওয়ার পর চুলের দৈর্ঘ্য এবং ঘনত্ব অনুযায়ী আপনার হাতের তালুতে সিলেক্ট প্লাস শ্যাম্পু ঢালুন। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। তাই পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে সরাসরি মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে আঙ্গুল দিয়ে আলতোভাবে ম্যাসাজ করতে থাকুন।
খেয়াল রাখবেন অতিরিক্ত চাপ দিয়ে ঘষাঘষি করবেন না এতে চুলের ক্ষতি হতে পারে। দুই থেকে তিন মিনিট আলতোভাবে ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন। চুলে অতিরিক্ত ময়লা এবং তেল জমে থাকলে দ্বিতীয়বার একইভাবে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন ই ক্যাপ এর উপকারিতা ও অপকারিতা
চুল আরও মসৃণ এবং নরম রাখতে আপনি চাইলে শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন। প্রতিদিন ব্যবহার করবেন না, কেননা এতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। শ্যাম্পু ব্যবহারের পর কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম কত
অনেকেই সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম সম্পর্কে জানতে চেয়েছেন। সিলেক্ট প্লাস শ্যাম্পুর দাম স্থান ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। আবার এই শ্যাম্পু বিভিন্ন প্যাকেজে পাওয়া যায় অর্থাৎ ছোট আকারে মিনি প্যাক পাওয়া যায়, আবার বড় বোতলেও পাওয়া যায়।
সিলেক্ট প্লাস শ্যাম্পুর মিনি প্যাকের দাম ১০ টাকা (৫ মি. লি.)। আর বড় প্যাক ৭৫ মি. লি. এর দাম ২০০ টাকা এবং ২০০ মি. লি. এর দাম ৪০০ টাকা।
সিলেক্ট প্লাস শ্যাম্পু কোথায় পাওয়া যায়
সিলেক্ট প্লাস শ্যাম্পু কোথায় পাওয়া যায় সে সম্পর্কে অনেকেই জানেন না। অনেকেই সিলেক্ট প্লাস শ্যাম্পু খোঁজাখুঁজি করে থাকেন কিন্তু খুঁজে পান না। কেননা এই শ্যাম্পু সব জায়গায় বা সকল দোকানে পাওয়া যায় না। সিলেক্ট প্লাস শ্যাম্পু কেবলমাত্র ফার্মেসীর দোকানে পাওয়া যায়।
সিলেক্ট প্লাস শ্যাম্পু কিনতে হলে যেকোনো ফার্মেসির দোকানে খোঁজ করতে পারেন। এছাড়া অনলাইনে অনেকেই এই শ্যাম্পু বিক্রি করে থাকে। অনলাইনে সিলেক্ট প্লাস শ্যাম্পু কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন।
FAQ: সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর
১. আমার চুলে প্রচুর খুশকি, আমি কতক্ষণ শ্যাম্পু ব্যবহার করব?
উত্তর: সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারে কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। চুলের প্রচুর পরিমাণ খুশকি হলে সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করলে খুশকি দূর হয়। খুশকির মাত্রা বেশি হলে ২-৩ মিনিট শ্যাম্পু দিয়ে মাথা ম্যাসাজ করা উচিত। খুশকির মাত্রা কমে গেলে ১-২ মিনিট ব্যবহার করাই যথেষ্ট।
২. সিলেক্ট প্লাস শ্যাম্পু কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: সিলেক্ট প্লাস শ্যাম্পুর মূল কাজ হলো মাথার ত্বক পরিষ্কার করা এবং খুশকি দূর করা। এছাড়া এটি মাথার ত্বক পরিষ্কার করার পাশাপাশি চুল মজবুত এবং সুন্দর করতে সাহায্য করে। এ শ্যাম্পু ব্যবহার করলে মাথা ঠাণ্ডা হয়।
৩. সিলেক্ট প্লাস শ্যাম্পুতে কি কি গুরুত্বপূর্ণ উপাদান আছে?
উত্তর: সিলেক্ট প্লাস শ্যাম্পুতে যেসব গুরুত্বপূর্ণ উপাদান থাকে তাহলো:
- ১.৯% কিটোকোনাজল
- অ্যাকুয়া
- সোডিয়াম লরেথ সালফেট
- পলিকোয়াটারনিয়াম ১০
- বিটেইন
- অ্যামেডাইমেথিকন
- পারফিউম
এ সকল উপাদান ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে, খুশকি দূর করে। এছাড়া সহজেই ময়লা ও তেল দূর করে এবং চুলকে নমনীয় ও সতেজ করে তোলে।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক আপনার যদি অতিরিক্ত মাত্রায় খুশকি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পু ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ সহ আমাদের দেওয়ার নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। তাহলে আশা করি আপনি অনেক উপকার পাবেন।
সম্মানিত পাঠক আপনারা জানতে পারলেন সিলেক্ট প্লাস শ্যাম্পুর উপকারিতা ও অপকারিতা, সিলেক্ট প্লাস শ্যাম্পু কি চুল পড়া কমায়, সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহারের নিয়ম, সিলেক্ট প্লাস শ্যাম্পু কোথায় পাওয়া যায় এবং এর দাম সম্পর্কে।
আশা করি আজকের এই কন্টেন্ট টি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আর আমাদের এই কন্টেন্ট টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url